স্বর্গকুটুম

হালিম নজরুল ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ১০:৩৮:৪৬অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

আমরা চেয়েছিলাম একটি দ্বিগু সমাসের প্রেম।
কিন্তু দিনশেষে প্রাপ্তির খাতায় সন্ধিবিচ্ছেদ।

কে জানতো প্রেম থেকে এমন খসে পড়বে আস্থার ওম!

তবুও চলো চোখ রাখি ওই প্রণয়ের আকাশে,
দেখো, আমরাও একদিন হয়ে যাবো স্বর্গকুটুম।

                      ***********

৫৪৭জন ৪২৯জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ