১৬ই ডিসেম্ভর বাঙ্গালী জাতির জীবনে এক অম্লান বেদনাদায়ক স্মৃতি বিজড়িত একটি দিনের শেষে নতুন প্রত্যাশিত লাল সবুজের স্বাধীন সার্বোভৌমত্ত্ব একটি উদিত রাষ্ট্রের ইতিহাস।এই দিনটি এলেই আমরা তথাকথিত দেশপ্রেমিকরা হুমড়ি খেয়ে পড়ি যথাযোগ্য মর্যাদায় পালন করতে।বাকী বছরের সারা মাস বেমালুম ভূলে যাই এর তাৎপর্য কি?কেনইবা স্বাধীন হলো।দেশের চেয়ে নিজ স্বার্থকেই বেশী প্রধান্য দেই,কি সামাজিক কি রাষ্ট্রীয় ক্ষেত্রে।অথচ আমরা শিক্ষিতরা একটু সচেতেন ভাবে দেশপ্রেমে লেগে থাকলে দেশের আজকের এই বর্তমান অবস্হা দেখতে হত না।একটি দেশ স্বাধীন করা যতটা না সহজ তার চেয়ে কঠিন স্বাধীনতাকে রক্ষা করা।দল মত নির্বিশেষে দেশকে ভাল বাসতে হবে,সর্বস্তরে দেশপ্রেম জাগাতে হবে নতুবা স্বাধীনতা বিপন্ন হবার সম্ভাবনাই বেশী।আজ সে আলোচনায় আর যাব না শুধু বলব যে যেভাবে পারেন দেশকে ভালবাসতে শিখুন, দেশ আপনাকে ভালবাসবে ।
কতটা নির্মমতায় কতটা ধ্বংষার্ঘে আমাদের মাতৃভুমি বাংলাদেশ স্বাধীন হয় তা কিছু ছবি ও ভিডিও এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা মাত্র।
১৯৭৫ সালে ১৫ই আগষ্ট কিছু আর্ম সেনা জাতির সাথে বেঈমানী করে বালাদেশের স্হপতিকে তার নাবালক পুত্র সহ বঙ্গবন্ধুর প্রায় পুরো পরিবারকে নিশংসভাবে হত্যা করে।সে দিন থেকে আজও জাতি পিছিয়ে আছে।
ভিডিও লিং
http://www.genocidebangladesh.org/?p=142
http://video.google.com/videoplay?docid=-3657849156911580542 ১৯৪৭ হতে ১৯৭১
http://www.youtube.com/watch?v=3sKcC_YqzTo&feature=related বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন
http://www.youtube.com/watch?v=J9NcosVnOMo&feature=related জিয়াউর রহমানের ভাষন
১০টি মন্তব্য
শুন্য শুন্যালয়
অনেক অনেক ধন্যবাদ মা মাটি দেশ ভাইয়া এমন একটি পোস্টের জন্য ..
অনেক কস্ট করে এতো তথ্য জোগাড় করেছেন, শুধু ধন্যবাদ দেয়া অনেক কম এর কাছে .
বিজয়ের শুভেচ্ছা নিন. -{@
মা মাটি দেশ
এতো ঘরে বসে করা এখনও সুযোগ আসেনি যুদ্ধের ময়দানে যাবার।ধন্যবাদ
জিসান শা ইকরাম
অনেক কষ্ট করে পোস্ট দিয়েছেন ।
ধন্যবাদ আপনাকে ।
বিজয়ের শুভেচ্ছা -{@
মা মাটি দেশ
শুভেচ্ছা (y)
বন্দনা কবীর
জিয়া স্বাধীনতার ঘোষক নন । ইতিহাস আর একটু পড়ুন , জানবেন আশাকরি।
মা মাটি দেশ
ঠিক বলেছেন তবে বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেছিলেন- এটাতো সত্য…যখন বঙ্গবন্ধু আটক হন তখন জিয়া এগিয়ে এসে কি ভুল করেছিল?এটাতো স্বীকার করতে হবে স্বাধীনতার যুদ্ধে জিয়াউর রহমানে কিছুটা হলেও অবদান ছিল।ঘাটাঘাটি করলে সব দলেরই কিছুনা কিছু খুত পাওয়া যাবে।আমরা নতুন প্রজম্ম পুরাতনকে শিক্ষা হিসেবে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই তর্কে নয় কর্মে।অনেক ধন্যবাদ আপু সোনেলায় এমন একজন আছে যে ভাল মন্দ দুটোই বলতে জানে।এতে আমরাও কিছু শিখতে পারব। (y)
যাযাবর
বিজয় দিবসের প্রতিজ্ঞা , রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তেই হবে।
মা মাটি দেশ
(y) অবশ্যই এ ক্ষেত্রে কোন ছাড় নেই।
নীলকন্ঠ জয়
অনেক কষ্ট করে পোস্ট দিয়েছেন । কিন্তু আপনার মতো একজনের পোষ্টে বিকৃত ইতিহাস দেখে কষ্ট পেলাম। জিয়া স্বাধীনতার ঘোষক নন।
ধন্যবাদ আপনাকে ।
বিজয়ের শুভেচ্ছা -{@
মা মাটি দেশ
ছবি আর না পাওয়াতে তা পোষ্ট করা তবে আমি কোন দলের নই একান্তই নিরপেক্ষ স্বাধীনতার যুদ্ধে যদিও জিয়া ঘোষক নন কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে সে ঐ ঘোষনা দিয়েছিল সেটাকে বিকৃত আমরাই করেছি জিয়া ব্যক্তির কোন দোষ এখানে আমি দেখছিনা সে বক্তব্যে কিন্তু আমি মেজর জিয়া বঙ্গবন্ধুর পক্ষ থেকে কথাটি বলেছে।এ ক্ষেত্রে আমরা তাকে যুদ্ধের একজন যোদ্ধা বলতে পারি ঘোষক নয় কিন্তু রাজনিতীর মারপেচে আমরা অন্ধ।ধন্যবাদ আপনাকে।সমালোচনা না হলে জমেনা।