পাহাড়ের সিড়ি বেয়ে উঠতে উঠতে একদিন তুমি বলেছিলে
তোমায় একটা পাহাড় কিনে দিব
পাহাড়টার নাম রাখবো ‘স্বপ্ননীলা’
বলেছিলাম হেসে – নীলা আমার সহ্য হয় না অন্তর !
আকাশের দিকে মুখ তুলে তুমি বলেছিলে-
উপরে আকাশ, তারপর পাহাড়, তারপর সমুদ্র এ তিনটিই ভয়ংকর সুন্দর
বলেছিলাম, সুন্দরও কি ভয়ংকর হয় !
ঘাসের ডগাগুলোকে আদর করতে করতে বলেছিলে-
যে সুন্দরের তুলনা যখন সে নিজেই তখন তা ভয়ংকর তো বটেই !
সী-র্বাড উড়ছে এদিক ওদিক, সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে তীরে
হরেক রকমের গাছগুলো আকাশের দিকে মুখ তুলে কথার মালা বুনছে
বাতাস লুকোচুরি খেলছে পাতায় পাতায় –
বলেছিলে খুব গম্ভীর স্বরে
এ স্বপ্ননীলা তোমার সহ্য হবেই,
পাহাড়ের কোল ঘেষে ছোট্ট একটা পাঠশালা থাকবে
কলকাকলীতে মুখর হবে স্বপ্ননীলা
এখানে থাকবে সাম্য,সমতা আর সম্প্রীতির বন্ধন।
একদিন কি যে হল, ভয়ংকর এক ভূমিকম্পে পাহাড় ধ্বসে গেল !
কোথায় হারিয়ে গেল স্বপ্ননীলা আর কোথায় তুমি অন্তর !
অন্তর ! আমি এখনো খুঁজে ফিরি একটি স্বপ্ননীলা
যেখানে থাকবে সাম্য, সমতা আর সম্প্রীতির বন্ধন !
লায়লা —- ২৭ আগস্ট,২০১৪
৪২টি মন্তব্য
জিসান শা ইকরাম
অন্তরের ইচ্ছে গুলো এত সুন্দর যে মুগ্ধ হয়ে পড়েছি কয়েকবার –
এমন ইচ্ছে গুলো যদি বাস্তব হতো – কতইনা সুন্দর হতো ।
স্বপ্ন নীলা
আন্তরিক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য – মানুষ ইচ্ছাগুলো বাস্তবে পরিণত করার নিরন্তর চেষ্টা করে যায় # জিসান ভাই —
অনেক শুভকামনা আপনার জন্য
জিসান শা ইকরাম
ভুমিকম্পের পরের লেখা গুলো স্বপ্ন ভংগের লেখা
হতাশার
তারপরেও স্বপ্ননীলার সন্ধান চলুক যেখানে থাকবে সাম্য, সমতা আর সম্প্রীতির বন্ধন (y)
এই প্রত্যয়ই আমাদের সবাইকে বাঁচিয়ে রাখে।
স্বপ্ন নীলা
জিসান ভাই — মানুষ কোন স্বপ্ন দেখতেই পারে, সে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরন্তর চেষ্টা করে পারে – কিন্তু তার অনুপস্থিতিতে অনেক কিছু ওলট -পালট হতে পারে –এক সময় সব কিছু থেমে যায় এবং মানুষ বাস্তবে ফিরে আসে — আবার শুরু করে পথ চলা — তার রেখে যাওয়া বাস্তবধর্মী স্বপ্নগুলো পূরণ করার জন্য পদক্ষেপ নেয় —-
ভাল থাকবেন সব সময়
জিসান শা ইকরাম
পথ চলা যেনো থেমে না থাকে —–
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এখনো আমি সন্ধান করি একটি স্বপ্ননীলা
যেখানে থাকবে সাম্য, সমতা আর সম্প্রীতির বন্ধন !মুগ্ধতা রেখে গেলাম। -{@ (y)
স্বপ্ন নীলা
আন্তরিক ধন্যবাদ মনির ভাই —
শুভকামনা রইল —
নীলাঞ্জনা নীলা
এত সুন্দর স্বপ্ন চিন্তায় ভেসে যাচ্ছি আকাশে । পাহাড়ের কোল ঘেষে ছোট্ট একটা পাঠশালার স্বপ্ন যে আমারো। ভূমিকম্পের সাধ্য কি আমাদের ফেরায় । অনেক ভালো লিখেছেন আপু।
দুই নীলার পোষ্ট কিন্তু এখন পরপর :p
স্বপ্ন নীলা
হুমম — আপনার ব্লগ পাড়া হতে ঘুরে এলাম –খুব সুন্দর লিখেছেন —
কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ —
নীলা তুমি তো তাহলে আমার বন্ধু হে — নাও -{@ গোলাপ নাও বন্ধুত্বের নিদর্শণ স্বরূপ
ভাল থেকো —–
নীলাঞ্জনা নীলা
বন্ধু তো বটেই । আমিও দিলাম গোলাপ বন্ধুকে -{@
খসড়া
হায় জীবন কোন ইচ্ছেই ইচ্ছেমত পূরন হবার নয়।
স্বপ্ন নীলা
জীবন এমনই রে ভাই — কোন ইচ্ছাই পূরণ হয় না — অতৃপ্ত থাকতে হয় —
শুভকামনা রইল
জসীম উদ্দীন মুহম্মদ
পাহাড়ের কোল ঘেষে ছোট্ট একটা পাঠশালা থাকবে
কলকাকলীতে মুখর হবে স্বপ্ননীলা
এখানে থাকবে সাম্য,সমতা আর সম্প্রীতির বন্ধন।——- তাই যেন হয় আপি !! শুভ কামনা রইল । -{@ -{@ -{@
স্বপ্ন নীলা
গোলাপ নিয়েছি ভাই —- সব জায়গায় যেন সাম্যতা বিরাজ করে — সবাই ভাল থাক —
প্রিন্স মাহমুদ
বাহ
স্বপ্ন নীলা
আন্তরিক ধন্যবাদ — শুভকামনা রইল
ছাইরাছ হেলাল
স্বপ্ননীলার স্বপ্ন স্বপ্ন সুন্দর লেখাটি পড়লাম ।
অপেক্ষার স্বপ্ন সাম্য, সমতা আর সম্প্রীতির বন্ধন আমারাও কামনা করি ।
স্বপ্ন দেখতে ভালোবাসি ।
যতই ব্যস্ততা থাকুক একটি লেখার জন্য পক্ষ কাল অপেক্ষা করতে চাই না কিছুতেই ।
স্বপ্ন নীলা
সবার কামনা সাম্যতা — সাম্যতা আমাদের মনে বিরাজ করলেই অটমেটিক্যালি সমাজেও বাস্তবায়ন করা সম্ভব হবে — সেই দিনের অপেক্ষা —
আপনার জন্য এত্ত এত্ত শুভকামনা
ভাল থাকুন সব কটা সময় —
মিসু
স্বপ্ননীলার স্বপ্ন পুরন হোক। অনেক ভালো লেগেছে আপু।
স্বপ্ন নীলা
আন্তরিক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য
শুভকামনা রইল
শুন্য শুন্যালয়
স্বপ্ননীলা আপনার মাঝেই আছে, সাম্য সমতা আর সম্প্রীতি ও আছে। শুধু ছড়িয়ে দেবার পালা। খুব মিস্টি লেখা।
স্বপ্ন নীলা
হুমমম — সাম্যতা ছড়িয়ে দিতে হবে সবার মাঝে —
আন্তরিক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য
অনেক অনেক শুভকামনা রইল
লীলাবতী
এমন কবিতা পাঠে মুগ্ধ হলাম আপু। খুঁজে পান আপনি স্বপ্ননীলাকে -{@ পেতেই হবে।
স্বপ্ন নীলা
তাই যেন হয আপু।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
স্বপ্ন
আপু কি মন্তব্য করবো এমন লেখায়? অন্তর দুরে চলে গেলেও আপনার স্বপ্ন বাস্তবায়ন হবেই।
স্বপ্ন নীলা
অনেক ধন্যবাদ # স্বপ্ন —- হুমম সাম্যতা প্রতিষ্ঠা পাক — সবাই আমরা শান্তিতে থাকি —
শুভকামনা রইল
শিশির কনা
কিছুই হারায় নি স্বপ্ননীলা। সবকিছুই আছে এখনো বর্তমান আমাদের প্রিয় স্বপ্ননীলাপুর কাছে। না হলে এমন লেখা লেখেন কিভাবে। নিরন্তর শুভ কামনা আপু।
**একটি সময়ে সোনেলায় পরে থাকতাম। এখন পড়াশুনার প্রচন্ড চাপ। সময় করে আসতে পারিনা। তারপরেও মাঝে মাঝে দেখি সোনেলাকে। প্রতিটি ব্লগে আপনার উপস্থিতি দেখে ভালো লাগে। আপন করে নিচ্ছেন সবাইকে। ধন্যবাদ আপু -{@ আমার কাছে সোনেলা এক আবেগের নাম।
স্বপ্ন নীলা
হুমমম — সোনেলাকে পছন্দ করি আমিও — ভীষণভাবে পছন্দ করি — চাকুরীর ব্যস্ততার কারনে সময় তেমন হয় না — কিন্তু মন হতে সোনেলার জন্য দোয়া করি —
কি জানি এই লেখায় হয়তোবা আমারই প্রাণের কথা ——— আমি চাই সবাই ভাল থাকুক —–সবাই মিলে আমরা ভাল থাকি —–
শুভকামনা রইল
বনলতা সেন
স্বপ্ন যেন ফিরে আসে বাস্তবতায় এ স্বপ্ন আমরা দেখি ।
একদিন আমরা সত্যি সত্যি সম্প্রীতির বন্ধন ফিরে পাব এ আশা করি ।
আপনি আরও বেশি করে আমাদের স্বপ্নের কথা বলুন ।
স্বপ্ন নীলা
হুমম আপু স্বপ্ন যেন বাস্তব রূপ নেয় –সেই দোয়াই করি —
চেষ্টা করি সোনেলাকে সময় দিতে — যতটুকু পারি —
ভাল থাকুন আপুনি — অনেক ভাল থাকুন
ওয়ালিনা চৌধুরী অভি
এত আবেগ এত মায়া কিভাবে আনেন লেখার মাঝে আপু ? মুগ্ধ হয়ে গেলাম।
স্বপ্ন নীলা
আপু কেমন আছো !! একটু চেষ্ট করেছি মাত্র —
শুভকামনা রইল আপুন
সীমান্ত উন্মাদ
মায়াময় কাব্য কথনে মায়াভরা ভাললাগা বোনডি।
স্বপ্ন নীলা
কবিতাটি ভাল লেগেছে জেনে আমার ভাল লাগলো —
ভাল থাকবেন সব সময়
ব্লগার সজীব
আপু আপনি সপ্ননীলা হয়েই আছেন। ভুমিকম্পের সাধ্য কি সব ভেঙ্গে চুরে দেয়ার ?
স্বপ্ন নীলা
ভাইয়া তোমার মন্তব্য পেয়ে আমার ভীষণ ভীষণ ভাল লাগলো — অসংখ্য ধন্যবাদ ভাইয়া —
শুভকামনা রইল সব সময়ের জন্য
মিথুন
বেশ কয়েকবার পড়লাম আপু। স্বপ্ননীলা তার আরাধ্য সাম্য, সমতা আর সম্প্রীতির বন্ধন খুঁজে পাক।
স্বপ্ন নীলা
খুবই ভাল লাগলো যে আপনি কবিতাটি যত্ন করে পড়েছেন — আন্তরিক ধন্যবাদ। তাই যেন হয় — সব মানুষগুলো ভাল থাক — শান্তিতে কাটুক তাদের জীবন — এই প্রত্যাশা করি —
শুভকামনা রইল
প্রজন্ম ৭১
ভালো লেখা এবং অন্যদের ব্লগে একটু উকি দিলে যে পাঠকের অভাব হয়না, এই কবিতা তার প্রমান। অসাধারন লিখেছেন আপু। খুঁজতে আমাদেরকেও সাথে নিয়েন অন্তত খুঁজে পাবার ফলাফল জানিয়েন আমাদের। আমরাও স্বপ্ন দেখতে চাই। আমাদের স্বপ্ন দেখার পথ দেখান।
স্বপ্ন নীলা
এত সুন্দর করে মন্তব্য করা যায় তা আজ দেখলাম — অসাধারণ ——। হুমমম আমিও চাই সবাই মিলে স্বপ্নগুলো বাস্তবায়ন করি — যাত্রা শুরু করি শুভক্ষণে — এমন কমিটমেন্টই তো চাই ——
ভাইরে !! মন হতে শুভকামনা রইল রাশি রাশি ——
বন্দনা কবীর
আপনার এই লেখাটি আগে পড়িনি। অদ্ভুত সুন্দর -{@
স্বপ্ন নীলা
কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ –আন্তরিক শুভকামনা রইল