দেশের এই অবস্থায় যখন একদিকে মানুষ পুড়ে কয়লা হচ্ছে,তখন মিলন মেলা অনুষ্ঠিত হওয়া উচিৎ কিনা ভেবে দেখার অনুরোধ করছি।মিলন মেলা হোক,তবে পরিস্থিতি স্বাভাবিক হলে,এই আমার মতামত।এই মুহুর্তে হলে আমি আসবো না।
যারা পোড়াচ্ছে তারা তো তাই চায় যে কিছুই না হোক। আপনার কথা মতো এই দেশে তবে সবাই ঘরে বন্দি থাকুক, কোন মেলা নয়, কোন বইমেলা নয়, কোন সমাবেশ নয়। সবাই চুড়ি পরে ঘরে বসে থাকি আর হায় হায় করি…
পরিস্থিতি স্বাভাবিক হবার পরে আমি এই মিলন মেলার পক্ষে।যারা পোড়াচ্ছে তাদের কথা ভেবে নাওয়। যারা পুড়ছে তাঁদের কথা ভেবে।মানুষের দেহ কয়লা হচ্ছে,আর এর মধ্যে আমি আনন্দ করবো,এতটা মনের শক্তি আমার নেই।অনেকের আছে।আমি আমার কথা বলছি ভাই।
৮টি মন্তব্য
আবু জাকারিয়া
কিভাবে? কবে?
হৃদয়ের স্পন্দন
কারো মতামত পাচ্ছিনা। আগ্রহ ও দেখছিনা
হলে আমি উপস্থিত নিশ্চিত
প্রজন্ম ৭১
দেশের এই অবস্থায় যখন একদিকে মানুষ পুড়ে কয়লা হচ্ছে,তখন মিলন মেলা অনুষ্ঠিত হওয়া উচিৎ কিনা ভেবে দেখার অনুরোধ করছি।মিলন মেলা হোক,তবে পরিস্থিতি স্বাভাবিক হলে,এই আমার মতামত।এই মুহুর্তে হলে আমি আসবো না।
নীতেশ বড়ুয়া
যারা পোড়াচ্ছে তারা তো তাই চায় যে কিছুই না হোক। আপনার কথা মতো এই দেশে তবে সবাই ঘরে বন্দি থাকুক, কোন মেলা নয়, কোন বইমেলা নয়, কোন সমাবেশ নয়। সবাই চুড়ি পরে ঘরে বসে থাকি আর হায় হায় করি…
প্রজন্ম ৭১
পরিস্থিতি স্বাভাবিক হবার পরে আমি এই মিলন মেলার পক্ষে।যারা পোড়াচ্ছে তাদের কথা ভেবে নাওয়। যারা পুড়ছে তাঁদের কথা ভেবে।মানুষের দেহ কয়লা হচ্ছে,আর এর মধ্যে আমি আনন্দ করবো,এতটা মনের শক্তি আমার নেই।অনেকের আছে।আমি আমার কথা বলছি ভাই।
নীতেশ বড়ুয়া
আপনি কি একবারো হাসেন না দিনে? একবারো??
জিসান শা ইকরাম
২০১৫ শেষ হবে ৩১ ডিসেম্বর
কয়েকটা মিলন মেলা করা সম্ভব 🙂
খসড়া
দেখি কার কার কি মতামত।