শুভেচ্ছা বাণী
সম্প্রতি আমি সোনেলা ব্লগের লক্ষ্য, কর্মাবলী এবং ভবিষৎ চিন্তাধারা বিষয়ে জেনে অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত হয়েছি। সোনেলা ব্লগের মৌলিক উদ্দেশ্য হল বাংলা ভাষার উৎকর্ষ সাধন করা। সেই মর্মে বিভিন্ন লেখকের প্রবন্ধ, কবিতা, নাটক ইত্যাদি প্রকাশ করা এবং নবীন ও প্রবীন লেখকদিগকে উদ্ধুদ্ধ ও উৎসাহিত করা। আমি ইহার প্রশংসা করি। আমি সোনেলা ব্লগের উত্তরোত্তর সাফল্য ও প্রসার কামনা করি।
ড. জসীম উদ্দিন আহমেদ
ভাষা সৈনিক, পরমানু বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, সমাজ সেবক ও ধর্ম গবেষক ।
১৩টি মন্তব্য
বনলতা সেন
আমার কাছে একটু অভাবনীয় লাগছে আপনাকে আমাদের মাঝে দেখে ।
আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি ।
কী লিখব আসলে বুঝছি না ।
ক্ষাণিকটা খেই হারানো অবস্থা ।
জিসান শা ইকরাম
শুভেচ্ছার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাকে ।
নিজের শত ব্যস্ততার মাঝেও যে সময় বের করে শুভেচ্ছা বাণী দিয়েছেন , এটি সোনেলার জন্য অনেক বড় প্রাপ্তি।
কোন ভাষা সৈনিক এই সোনেলা ব্লগকে নিয়ে কিছু লিখবেন এটি স্বপ্নের অতীত ছিল আমার আছে।
চাওয়াটা অনেক বেশী হয়ে যায় , তারপরেও বিনীত অনুরোধ করছি – যদি সম্ভব হয় মাঝে মাঝে কিছু লিখবেন এখানে ।
আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি ।
নীলকন্ঠ জয়
স্যালুট ভাষা সৈনিক, পরমানু বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, সমাজ সেবক ও ধর্ম গবেষককে। আপনাদের হাত ধরেই স্বীকৃত মাতৃভাষায় মনের আনন্দে লিখতে পারছি তাই অন্তরের অন্তরস্থল থেকে জানাই কৃতজ্ঞতা। আপনার শুভেচ্ছা বাণী পেয়ে সত্যি আবেগে আপ্লুত। ধন্যবাদ জানালে খাটো করা হবে আপনাকে। তার চেয়েও বেশী কিছু প্রাপ্য আপনার।
বর্ষিয়ানের কাছ থেকে অনুজরা অনেক কিছু শিখতে পারবো। তাই আপনার লেখার অপেক্ষায় রইলাম।
শুভ কামনা সতত।
তওসীফ সাদাত
আপনাকে আমাদের মাঝে পেয়ে সম্ভব ভাল লাগছে। আমি গর্ববোধ করছি আপনাকে সোনেলা তে আমাদের মাঝে পেয়ে। অসংখ্য শুভ কামনা রইল আপনার জন্য।
আদিব আদ্নান
আপনার শুভেচ্ছা বানী এ ব্লগের পাথেয় হয়ে থাকবে ।
ছাইরাছ হেলাল
এমন করো শুভেচ্ছা বানী এখানে এই সামান্য পরিসরে পাব তা অভাব্য ছিল ।
কিন্তু এখন তা বাস্তবতা ।
আপনার অনুপ্রেরণা পাথেয় হয়ে থাকবে ।
যদিও ভাবছিনা অনেক কিছু করে ফেলব বা ফেলেছি
অবশ্যই শ্রদ্ধা সহ অভিনন্দন অনেক , আপনাকে ই ।
খসড়া
আমাদের এই ব্লগে আপনার উপস্থিতিই আমাদের করেছে মহিত। আপনি শত ব্যাস্ততার মাঝে আমাদের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন এ আমাদের পরম পাওয়া। আমরা ধন্যএবং কৃতার্থ ।
আপনাকে ধন্যবাদ দেবার মত সাহস কিংবা ধৃষ্টতা আমি দেখাব না।আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহন করুন।
আফ্রি আয়েশা
আমাদের এই ব্লগে আপনাকে পেয়ে আমরা গর্বিত । আপনার প্রতি শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা ।
ব্লগার সজীব
স্যালুট ভাষা সৈনিক । ড. জসীম উদ্দিন আহমেদ স্যার। একজন ভাষা সৈনিককে সোনেলায় দেখতে পাবো কল্পনাও করিনি । ভীষণ ভাবে অনুপ্রাণিত আমি এবং আমরা ।
লীলাবতী
একজন ভাষা সৈনিক কে সোনেলায় দেখে অবিভুত আমি । স্যারকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা ।
শিশির কনা
অনুপ্রানিত হলাম ।
সীমান্ত উন্মাদ
অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। শুভেচ্ছা সব সময় আমাদের তরফ থেকে আপনার জন্য।
মা মাটি দেশ
পাশে থাকায় অনুপ্রানিত হলাম।ধন্যবাদ।