***(একবার পোস্ট করার পর প্রথম অংশ হারিয়ে যাওয়ায় পূনঃনির্মাণের পর ৫১তম পোস্ট হিসাবে আবার দিলাম।)*
বৃষ্টিস্নাত বরষাকে বিদায় জানিয়ে প্রকৃতি যখন শৈত্যের কৃচ্ছতায় নিমন্ত্রিত, তখনও আমি নিমগ্ন সনাতন এক প্রেমসুধায়। কি এক অচৈতন্য মোহে আপ্লুত আমি!কিন্তু কোন এক আগন্তুকের আলতো টোকায় সম্বিত ফিরে দেখি কোন এক অপ্সরী যেন বলছে, ঐ তো ঐ লাস্যময়ী রমনীই তোমার প্রকৃত প্রেম। তার শাড়ির ভাঁজে ভাঁজে থরে থরে সাজানো নিটোল প্রেমের প্রতিচ্ছবি। আমি আপ্লুত হই, আমি বিমোহিত হই। এক নিমিষেই শুষে নিই তার র্ং-রূপ-রস। বাহকের হাতের গোলাপের গন্ধ নিয়ে এক নি:শ্বাসে পৌঁছে দিই হৃদয়ের বাড়ি। নিমন্ত্রণের ফিরতি সম্মতিপত্রে লিখে দিলাম এই প্রেম অনন্ত, এই প্রেম নির্ভেজাল।
আমার প্রিয়তম প্রেমিকার নাম সোনেলা। তার নিটোল প্রেমে মুগ্ধ হয়ে আমি বারবার ফিরে আসি তার মমতার আঁচলে। তার শাড়ির ভাঁজে ভাঁজে খুঁজে ফিরি প্রিয় সহযাত্রীদের প্রসবিত সন্তান। আমি মুগ্ধ হই, আমি প্রাণবন্ত হই। কেননা আমি জানি প্রতিটি জনক-জননীই চায় তার সন্তানকে শ্রেষ্ঠ হিসাবে গড়ে তুলতে। তবুও আমাদের শত ভুলচুক থেকে যায়। মনের অজান্তে কিংবা অসর্কতায় কতনা ভুল আমাদের সন্তানকে কলংকিত করে! তবুও চেষ্টা করে যাই নির্ভুল প্রসবের। তবে সবচেয়ে দৃষ্টিকটু ভুল করি বানানের ক্ষেত্রে। তাই অঙ্গীকার করছি ও নিবেদন করছি আমাদের সন্তান প্রসবের সময় আমরা বানানের দিকে গুরুত্বসহকারে দৃষ্টি রাখব। প্রয়োজনে বাংলা একাডেমির একখানা অভিধান সবসময় পাশে রাখব। কেননা আমার প্রেমিকাকে খুশি রাখাই আমার সর্বোত্তম প্রেম। প্রিয়তমা সোনেলা, তুমি কখনো হতাশ হয়ো না। আমরা নিশ্চয়ই আমাদের প্রেম, ভালাবাসা, আর গভীর মমতায় সৃষ্ট অর্ঘ্য দিয়ে সাজিয়ে দেব তোমার শাড়ির আঁচল, তোমার প্রেমময় আঙিনা। ভাল থেকো প্রিয়তম সোনেলা, ভাল থাকুক তোমার আঙিনায় হেঁটে চলা আমার প্রতিটি সহযাত্রী।
৩০টি মন্তব্য
তৌহিদ
৫১ তম পোস্টের জন্য অনেক শুভেচ্ছা ভাই। ৫১ তম পোষ্টে সোনেলাকে নিয়ে অনুভূতি যা লিখলেন এর চেয়ে ভালো আর কিছু হতে পারেনা।
সোনেলাকে প্রিয়তমা ভাবা সব প্রেমিকের সাধ্যে নাই। আপনি সফল। আপনার ৫০০ তম পোস্ট দেখতে চাই সোনেলায়। ভালো থাকবেন ভাইজান।
হালিম নজরুল
আপনার জন্যও রইল শুভকামনা ভাই।
সুপর্ণা ফাল্গুনী
হাফ সেঞ্চুরির জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। পাঁচশত তম সেঞ্চুরি দেখতে চাই। আপনার বানান, শব্দ চয়ন, শব্দের ভান্ডার অতুলনীয়, নির্ভুল। সোনেলাকে কি সুন্দর প্রেমিকা বানিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
আমি একা ভাল থাকলে হবে না। আপনাদের সবাইকেই ভাল থাকতে হবে।
সুপর্ণা ফাল্গুনী
তাতো অবশ্যই সবাইকে নিয়েই ভালো থাকতে চাই। ধন্যবাদ আপনাকে
সুরাইয়া পারভীন
৫১ তম পোস্টের জন্য অনেক অনেক অভিনন্দন ভাইয়া।
চমৎকার লিখেছেন প্রিয়তমা সোনেলাকে নিয়ে। আমাদের বানানের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কেউই চাই সোনেলাকে কলঙ্কিত করতে। অসর্তকায় তবুও কিছু ভুল হয়ে যায়।
হালিম নজরুল
ভুল থাকবেই। তবুও আমরা সতর্ক থাকব।
সুরাইয়া পারভীন
৫১ তম পোস্টের জন্য অনেক অনেক অভিনন্দন ভাইয়া।
চমৎকার লিখেছেন প্রিয়তমা সোনেলাকে নিয়ে। আমাদের বানানের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কেউই চাই না সোনেলাকে কলঙ্কিত করতে। অসর্তকায় তবুও কিছু ভুল হয়ে যায়।
হালিম নজরুল
শুভকামনা রইল।
সুপায়ন বড়ুয়া
৫১ তম পোস্টের জন্য অনেক অভিনন্দন। ৫১ তম পোষ্টে সোনেলাকে নিয়ে যা লিখলেন আনন্দে আপ্লুত।
আপনার জয়যাত্রা অব্যাহত থাকুক।
শুভ কামনা।
হালিম নজরুল
ভালবাসা রইল দাদা।
কামাল উদ্দিন
হাফ সেঞ্চুরি পূর্ণ করে ৫১ তম পোষ্টের জন্য অভিনন্দন নজরুল ভাই
হালিম নজরুল
ধন্যবাদ কামাল ভাই।
প্রদীপ চক্রবর্তী
হাফ সেঞ্চুরিতে প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন দাদা।
সোনেলায় থাকুন সোনেলাকে ভালোবাসুন।
হালিম নজরুল
ধন্যবাদ দাদা।
ফয়জুল মহী
ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
সঞ্জয় মালাকার
৫১ তম পোস্টের জন্য অনেক অভিনন্দন শুভেচ্ছা দাদা,
আমার প্রিয়তম প্রেমিকার নাম সোনেলা। তার নিটোল প্রেমে মুগ্ধ হয়ে আমি বারবার ফিরে আসি তার মমতার আঁচলে।
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
ভালবাসা রইল দাদা।
ছাইরাছ হেলাল
দেখুন এই/এতো সামান্যে তে (৫১) পাগু-পাগু হয়ে অভিনন্দন দিচ্ছি-না, দিতে পারি-না।
এগুলাইন খুব দামী, তবে নিজ দায়িত্বে মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
এতো দেখছি ভাঁজ-খোলা প্রেম! ক্যামনে কী!!!!
আমিও কিন্তু ভুল-ভাল লিখি পচুর!!
তয় ছবি কিন্তু মাশাল্লাহ!!
হালিম নজরুল
ভুল হয় বলেই আমরা মানুষ, তবুও সতর্ক থাকতে চেষ্টা করব।
জিসান শা ইকরাম
পঞ্চাশ পোস্ট অতিক্রম করে ফেললেন! প্রথমেই জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দ্রুত শততম পোস্ট চাই।
একান্ন তম পোস্টে আবার জানালেন যে সোনেলা আপনার প্রেমিকা 🙂 এমন প্রেমিকা পেয়ে ধন্য আপনি।
আমার নিজের প্রচুর বানান ভুল হয়। অধিকাংশ সময়ই পোস্ট উপস্থিত মতো লিখে প্রকাশ করে দেই। যে কারনে ভুল থেকেই যায়। চেস্টা করব ভুল বানান না লিখতে।
শুভ কামনা ভাই,
সোনেলা আপনাকে পেয়েও ধন্য।
হালিম নজরুল
ভুল হওয়ায় স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক, তবুও সতর্ক থাকার চেষ্টা করব।
সাবিনা ইয়াসমিন
এমন প্রেমিক থাকতে সোনেলা হতাশ হবে কোন দুঃক্ষে! এত এত নৈবেদ্য, ভালবাসার তুমুল বর্ষণে সোনেলাকে ধন্য করে দিয়েছেন নজরুল ভাই।
৫১ তম পোস্টের জন্য শুভেচ্ছা রইলো। অভিনন্দন পাওনা থাকলো। ওটা ১০০ পোস্টে লাভ সহ দেয়া হবে।
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
ওরে বাবা কি কমেন্ট! আপনাদের সন্মান রাখার চেষ্টা করব।
নিতাই বাবু
সোনেলা নিয়ে আপনার মনোভাবাপন্ন লেখনী পড়ে মুগ্ধ হলাম শ্রদ্ধেয় কবি। আমিও এই সোনেলার আঁচলে ঘেরা এক অনিয়মিত অধম। জননী সোনেলাকে ঠিকমতো একটু সময় দিতেও পারি না। তাই লজ্জিত, দুঃখিত। আপনি সোনেলার সফল প্রেমিক। আপনি-সহ সোনেলা উঠোনের সকলের জন্য শুভকামনা থাকলো।
হালিম নজরুল
দাদা,
সবসময় ভাল থাকুন সেই কামনাই করি।
সুরাইয়া নার্গিস
৫১ তম পোস্টের জন্য অনেক অনেক অভিনন্দন ভাইয়া।
চমৎকার লিখেছেন প্রিয়তমা সোনেলাকে নিয়ে। আমাদের বানানের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
আপনার প্রতিটা লেখা আমি পড়ি, চমৎকার লেখেন আপ্পি।
শুভ কামনা রইল ৫১ তম পোষ্টের জন্য, ৫০০ তম পোষ্টে দেখার অপেক্ষা করবো।
ভালো থাকুন, সাবধানে থাকবেন।
হালিম নজরুল
আরাফ আর প্রিয়ার কাহিনীও পড়ছি। শুভকামনা রইল। ভাল থাকুন সবসময়।
নাজমুল হুদা
অবশেষে আমার প্রেমিকাকে কেড়ে নিলেন।
বুঝা যাচ্ছে সোনেলা গণতান্ত্রিক প্রেমিকা,
প্রেমিকের উপচে পড়া ভিড়।