সোনেলায় আমি

আহমেদ ফাহাদ রাকা ৪ অক্টোবর ২০১৯, শুক্রবার, ০৬:৫২:৩৭অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

পেঁয়াজ কাহিনীর মাধ্যমে পদার্পন করলাম আমি
Follow me লিখে ভাবলাম একটা দিন থামি।

সাবিনা আপু বললো ‘ আপনি ব্লগে আজ নাই কেন ভাই ‘
তারে বললাম একটু ব্যস্ত ছিলাম আপু তাই।

হয়তো পাগল আমি করি একটু পাগলামি
সোনেলার এই গোছানো বাগানটা আমার কাছে অনেক দামি❤️❤️

ব্যস্ত নগরী, ব্যস্ত সবাই, যদি না হয় প্রতিদিন আমার আসা
তবুও সোনেলার সবার প্রতি থাকবে আমার সমান ভালোবাসা ❤️

আমি কবি নই তবু চেস্টা করি লিখতে একটু ছন্দ
হোক সেটা ভালো কিংবা মন্দ।

সবাইকে বলছি হিংসা ভুলে, মন খুলে
চলে আসুন এই সোনেলার পতাকা তলে।

৬৪৭জন ৫২২জন

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ