
ব্লগে লিখে ব্লগার। ব্লগার শুনতেই বিস্মিত হতাম। আসলে ব্লগ কি, কিভাবে সেখানে লিখতে হয় এ সম্পর্কে তেমন কিছুই জানা ছিল না। ব্লগারদের লেখা নিয়ে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হত। তাই ব্লগে লেখার চেয়ে জানার আগ্রহটাই বেশি ছিল।
আরজু আপা খুব ভালো লিখতেন। সব ধরনের লেখায় তাঁর দক্ষতা ছিল অবিশ্বাস্য। তাঁর কিছু কিছু লেখা মাঝে মাঝে মেসেঞ্জারে দিতেন। খুব আগ্রহ নিয়ে লেখা গুলো পড়তাম। একদিন আরজু আপা জানতে চাইলেন ব্লগে লিখব কিনা। এতো দুঃসাহসের কাজ। বললাম– আমি তো ভাল লিখতে পারিনা। তাছাড়া কিভাবে ব্লগে লিখতে হয় জানিনা। আমার মত মানুষ ব্লগে কি লিখব। মনের আশা মনের মধ্যে ছাইচাপা দিয়ে রাখলাম। আরজু আপা ছাইচাপাতে নাড়া দিলেন। বললেন– আমি সহযোগিতা করব। আপনার এক কপি ছবি আর নাম দেন। এভাবেই তিনি আইডি করে দিলেন। কিন্তু লেখার দুঃসাহস হলো না। ব্লগে প্রবেশ করে বিভিন্ন ব্লগারের লেখা পড়তাম। সবাই কত সুন্দর করে লিখে। তাদের সাথে আমি কি লিখবো। আরজু আপা নক করলেন। ব্লগে লেখা দিতে বললেন। লেখা দেওয়ার জন্য একটি বিশেষ দিনকে বেছে নিলাম। ২৬ মার্চ স্বাধীনতা দিবস। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। এক ইতিহাসের সাথে আরেক ইতিহাস গড়তে চাইলাম। ভীরু ভীরু হাতে লিখলাম-“আজও ভুলিনি”। ব্লগে এই প্রথম আমার লেখা প্রকাশ পেল। এতো শুধু স্বপ্ন নয় তার চেয়ে বড় কিছু।
সোনেলার ১০ বছর। সোনেলার জন্মতিথিতে সকল ব্লগারদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। সোনেলা পরিবার থেকে ঝরে পড়েছে একটি উজ্জ্বল নক্ষত্র। নক্ষত্রের কখনো পতন হয় না। হারিয়ে যাওয়া নক্ষত্রের আলোয় উজ্জীবিত হোক নতুন বছরে পদার্পণ। শরতের কাশফুলের মতো ছুঁয়ে যাক সোনেলার পাতা।
ছবি সংগ্রহ: নেট থেকে
২৪টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
স্মৃতিচারণে সুন্দর লেখা।
এভাবেই হয়তো উনি জেগে থাকবেন
শুভাকাঙ্খিদের অন্তরে।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই আর সোনেলা জন্মদিনের শুভেচ্ছা রইল
হালিমা আক্তার
অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
তাঁকে নক্ষত্রের নক্ষত্র মনে হতো এখানে, শেষের দিকে কী না করেছেন, ভাবতে পারছি না।
থাকবেন না বলেই কী এমন করে জ্বলে উঠে এখন সবাইকে জ্বালাচ্ছেন চোখে চোখ রেখে!!
আল্লাহ তাঁকে ভাল রাখুন, তিনি আমাদের পরীক্ষিত সুহৃদ।
আপনি ভাল থাকবেন, আমাদের সাথে নিয়ে।
হালিমা আক্তার
হতে পারে আপনার কথাই সঠিক। প্রদীপ নিভে যাওয়ার আগে শেষ আলো টুকু দান করে যায়। শুভেচ্ছা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
তার অনুপস্থিতি আজো কষ্ট দেয়। কি থেকে কি হয়ে গেল। সোনেলার দশ বছর পূর্তিতে অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। আমিও আপনার মতো ব্লগ বিষয়ে অজ্ঞ ছিলাম আর ভীত ছিলাম কারণ ব্লগ মানেই বুঝতাম ধর্ম আর রাজনৈতিক সাইট। ইকরাম দাদা ভাইয়ের প্রেরণায় , সহযোগিতায় আজ আমি ব্লগার। সোনেলার একজন হতে পেরেছি এখানের সবার অনুপ্রেরণায়, ভালোবাসায়। জয়তু সোনেলা, শুভ ব্লগিং। সোনেলার সবাইকে শুভ জন্মদিন এর শুভেচ্ছা ও শুভকামনা। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
হালিমা আক্তার
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
মনির হোসেন মমি
তার অনুপস্থিত আমাদের আজো কাদায় অভাব ফিল করি।ওপারে ভাল থাকুক ।।
ব্লগের জন্মদিনে আপনাকে শুভেচ্ছা।
হালিমা আক্তার
আপনাকে ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার কথাগুলো আমারও উপলব্ধি আপু —“ব্লগে লিখে ব্লগার। ব্লগার শুনতেই বিস্মিত হতাম। আসলে ব্লগ কি, কিভাবে সেখানে লিখতে হয় এ সম্পর্কে তেমন কিছুই জানা ছিল না। ব্লগারদের লেখা নিয়ে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হত। তাই ব্লগে লেখার চেয়ে জানার আগ্রহটাই বেশি ছিল”। তবে এব্যাপারে আমাকে সাবিনা “ইয়াসমিন আপু” ব্লগে লেখার জন্য উৎসাহিত। করেন। এ বিষয়ে সাহায্য করে জিসান ভাইয়া। আমি নিজকে খুবই ধন্য মনে করি “আরজু” আপা আমার ভালো বা মন্দ প্রতিটি লেখাই মন্তব্য করেছে। আল্লাহ্ রাব্বুল আলামিন আপাকে জান্নাতবাসী করুন।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
সে আছে সোনেলায়, সে আছে আমাদের মণিকোঠায়। এই সোনালী দিনে সবাই জাগি সর্বত। সোনেলা জাগ্রত থাক সবার হৃদয়ে।
শুভ ব্লগিং।
হালিমা আক্তার
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
সোনেলাকে নিয়ে কতোকিছু লেখার ছিলো কিন্তু পারলাম আর কই? কি যেন হারিয়ে গেছে। খুঁজে পাই না আর সেই রং, তাল, লয়। অথচ প্রতিনিয়ত চেষ্টা করছি। জানিনা আর কতোদিন এভাবে চলবে।
হালিমা আক্তার
কেটে যাওয়া সুর ফিরে আসে কি কভু আর। শুভ কামনা রইলো।
উর্বশী
আরজু আপুর শূন্যতা পূরণ হবার নয়। একজন আর একজনকে না দেখেও যে এত মনের গভীরে প্রবেশ করা যায়,তা তিনি বুঝিয়ে দিয়েছেন।মহান আল্লাহ পাক তাকে যেন জান্নাত বাসি করেন— আমীন।
সোনেলার দশ বছর পুর্তি উপলক্ষে আপনি সহ সকলের জন্য শুভেচ্ছা সহ ভালোবাসা।
মনে হয় একটি সুন্দর সুরের মাঝে ছিলাম,হঠাৎ সেই এলোমেলো হয়ে গেল।দৈনন্দিন কার্যক্রম সবকিছুই করছি,অভ্যস্ত হচ্ছি,চলতেই হবে প্রয়োজনে।কিন্তু এই প্রয়োজনের মাঝে কখনোই প্রিয়জনকে ভুলে থাকা যায় না।
অবশ্য আমি এই পথ চলায় দীর্ঘ দিন থেকেই অভ্যস্ত।
অনেক ভালোবাসা ও শুভ কামনা।
হালিমা আক্তার
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
জিসান শা ইকরাম
সোনেলার জন্ম মাসেই আরজু মুক্তার এভাবে চলে যাওয়ায় আমরা সবাই অত্যন্ত ব্যথিত।
মনের এই অবস্থায়ও সোনেলার জন্মদিনে এমন পোষ্ট দেয়ায় অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকেও শুভেচ্ছা।
হালিমা আক্তার
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।
দালান জাহান
আপনার আগমন গল্প ও স্মৃতি কাতর লেখাটা ভালো লেগেছে
হালিমা আক্তার
ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
সাবিনা ইয়াসমিন
আপনার শুভেচ্ছা পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। অনেক অল্প সময়ের মাঝে আপনি সোনেলাকে আপন করে নিয়েছেন, তার প্রমাণ দিলেন শুভেচ্ছা পোস্টের মাধ্যমে।
ভালো থাকুন, শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো আপা।