সূর্যবিলাস

হালিম নজরুল ২ মে ২০২০, শনিবার, ০৭:৩২:৪০অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

বরাদ্দকৃত পথটি দ্রুতই শেষ হয়ে যাবে বলে
হাতের মুঠোয় একটা সূর্য আঁকলাম।

বিকিরিত রশ্মিগুলো আঁকতে না আঁকতেই
নিভে গেল বিক্ষেপণ।

সে আলোয় কোন আভা নেই; নেই কোন উত্তাপ।
রঙধনু রঙে আসলে কোন প্রতীমা হয় না,

সাতরঙ মিশে গেলেই হাওয়াই মিঠাই,
আর ওদের অনুপস্থিতিই গহীন অন্ধকার।

***—————————————-***

(ছবি : কামাল ভাই থেকে ধার করা।)

৫৫৯জন ৪৪৯জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ