বরাদ্দকৃত পথটি দ্রুতই শেষ হয়ে যাবে বলে
হাতের মুঠোয় একটা সূর্য আঁকলাম।
বিকিরিত রশ্মিগুলো আঁকতে না আঁকতেই
নিভে গেল বিক্ষেপণ।
সে আলোয় কোন আভা নেই; নেই কোন উত্তাপ।
রঙধনু রঙে আসলে কোন প্রতীমা হয় না,
সাতরঙ মিশে গেলেই হাওয়াই মিঠাই,
আর ওদের অনুপস্থিতিই গহীন অন্ধকার।
***—————————————-***
(ছবি : কামাল ভাই থেকে ধার করা।)
২৫টি মন্তব্য
কামাল উদ্দিন
সাতরঙা স্বপ্ন গুলো এমনি। দেখতে না দেখতে হাওয়ায় মিলিয়ে যায়। তবু তো আমাদের স্বপ্ন দেখা থেমে থাকে না……..ছবিটা কাউয়ার চড় থেকে আমার তোলা নজরুল ভাই।
হালিম নজরুল
কৃতজ্ঞতা রইল ভাই।
কামাল উদ্দিন
শুভ রাত্রী
জিসান শা ইকরাম
‘ সাতরঙ মিশে গেলেই হাওয়াই মিঠাই,
আর ওদের অনুপস্থিতিই গহীন অন্ধকার। ‘
কবিতায় সত্যি উচ্চারন।
শুভ কামনা ভাই।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
ফয়জুল মহী
কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
সুরাইয়া পারভীন
তবুও এই উত্তাপহীন,আভাহীন
রঙহীন রংধনুকে আকড়েই স্বপ্ন দেখে
স্বপ্ন সাজানো হয়
চমৎকার লিখেছেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
হালিম নজরুল
শুভকামনা সবসময়
ছাইরাছ হেলাল
বুঝতে পারছি সাতরঙা রংধনু আপনার চাই-ই।
হালিম নজরুল
হা হা হা
সাবিনা ইয়াসমিন
সাতরঙা রংধনুর মাঝেই ভালোবাসা আঁকা থাকে। মনের আকাশে যখন মেঘ জমে যায়, হাতের সূর্যটা ম্লান হতে হতে মিশে যেতে চায়, না পাওয়ার দুঃক্ষ গুলো অশ্রু হয়ে ভেসে যায়, ঠিক তখুনি অফুরান রঙে রংধনু নিয়ে আসে বিশুদ্ধ ভালবাসা।
সবাই পায়না, কিন্তু যে পায় সেই বোঝে হাওয়াই মিঠাই কিন্তু কেমন মিষ্টি 🙂
হালিম নজরুল
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
সত্যিই তো ,
রঙধনু রঙে আসলে কোন প্রতীমা হয় না,
আপনার মতো কখনো ভাবিনিতো আগে ?
ভাল লাগলো। শুভ কামনা।
হালিম নজরুল
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
প্রতিটি লাইন চিরন্তন সত্যের কথা বলেছে। রংধনুর রঙে প্রতিমা হয়না কিন্তু সেই রঙ নিয়েই প্রতিমা সাজানো হয়। তাই আমরা নিরাশার মাঝেও আশা, স্বপ্ন নিয়ে বেঁচে থাকার বিলাস করি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা আপনার জন্য
হালিম নজরুল
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
চমৎকার কাব্যকথন দাদা।
হালিম নজরুল
শুভকামনা রইল দাদা।
সঞ্জয় মালাকার
সাতরঙ মিশে গেলেই হাওয়াই মিঠাই,
আর ওদের অনুপস্থিতিই গহীন অন্ধকার।
চমৎকার উপস্থাপন দাদা, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ দাদা।
সুরাইয়া নার্গিস
অসাধারন লেখাটা ভাইয়া, হৃদয় ছুঁয়ে গেল।
হালিম নজরুল
ধন্যবাদ আপু
তৌহিদ
আলো নিভে গেলেই অন্ধকার। প্রতিটি সকাল নতুন আশার আলো নিয়ে আসুক। ভালো থাকবেন ভাই।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা ভাই।