সমুদ্র আমায় ডাক দিয়েছে আয় রে তুই আয়
সেই ডাকেতে আমিও খুশি জলদি দিলাম সায়।
মুগ্ধ আমি নয়ন জোড়ায় দেখে, সুন্দরীর হাতছানি
বিশাল সমুদ্র একা আমি, এ যে মনের মানহানী!
চট্রগ্রামের পানি লাগেনি তো ভালো
বরিশালের মেয়েরা আমার দু’চোখ করলো আলো।
ভয়ে ভয়ে উঠেছিলাম লঞ্চে, ছিল এক বন্ধুর পরার্মশ
ও মোর মনু, হেই তো দেখি চারদিকে কত মনোরম দৃশ্য।
তাজা চা আর ঝরনার জল মিলিয়ে এই সিলেট
সহসায় মনে হয় যেন এক টুকরা বিলেত।
বন্ধুর নাম প্রিয়া, প্রিয়সী নয় আমার
আদর করে এত খাওয়ালো করে দিলাম সব সাবার।
নিশাচর আমি,বলছিনা আমিই বাঘ
সুন্দরবন দেখে খুলনা, মনে একেঁ দিল দাগ
সমুদ্র বন্দর আর খেজুরের রস, সাথে মানুষের ভালবাসা
দেখে খেয়ে পেয়ে আবার আসব মনে রাখলাম আশা।
চাপাই নাকি অনেক জোড়, খায় শুধু আম
রাজশাহীর চাঁপাইনবাবগন্জ দেখতে চলে এলাম,
স্বাগতম জানালো নানা,আহো নাতি হামাদের অঙ্গনে
নাতি বলল, দিবো রাজশাহীর সিল্ক, ঘুরাবো ঘোড়ার বাহনে।
ক্লান্ত মন শরীরে এলাম ফিরে ঢাকা
সবাই বলে এখানেই দেশের চাকা।
সুন্দরীরা চিনে বেশি বেশি টাকা
বিয়ের পর স্বামীর পকেট করে ফাঁকা!
বি:দ্র: একটি হুদাই মস্তিস্কপ্রসূত গুচ্ছকথামালা।
১৫টি মন্তব্য
খসড়া
কবিতা টা ভাল, চলে 🙁
জিসান শা ইকরাম
ও মনু , সব জেলাতো আইলোনা কবিতায় 🙂
ভালো হইসে .
আমার মন
মুই তো খালি বিভাগ দেসি, জেলা না।
প্রজন্ম ৭১
চালিয়ে যান ভাই
আমার মন
🙂
ছাইরাছ হেলাল
আগের পোষ্টের মন্তব্যের উত্তর দিন ।
আমার মন
জি আচ্ছা।
ব্লগার সজীব
কোন বিভাগের সুন্দরীকে লাভু বলবো ভেবে পাচ্ছি না (-3
আমার মন
এই সুন্দরী সেই সুন্দরী না, আমি তো দেশমাতৃকার সুন্দর্যের কথা বলিয়াছি! 🙂
আফ্রি আয়েশা
মজা পাইছি 😀
আমার মন
😀
স্বপন দাস
বি: দ্র: আপনার হুদাই মস্তিস্কপপ্রসূত কথামালা
আমার চক্ষু ও মস্তিস্কের দাঁড়িপাল্লা
করে দিলো আউলাঝাউলা ।।
★★★ waiting for a better one.
carry on.
আমার মন
-:- -:- অকে অকে ভাই।
নিশিথের নিশাচর
ব্যাপুক লাগলো ভ্রাতা , পুরো দেশ ঘুরে অবশেষে ঢাকায় এসে আপনার চোখ খুলে গেলো।
সুন্দরীরা চিনে বেশি বেশি টাকা
বিয়ের পর স্বামীর পকেট করে ফাঁকা!
আমার মন
:v :v