
ডানা-মেলা আকাশকে দেখি ভাবি
একদিন আমি পাখি হবো
ঐ নীলের আকাশে;
অনুদিত অনুবাদে কিছু ঘুম বকেয়ায় ফেলে
আঁজলা আঁজলা মুক্তো-ঝিনুকের নির্বাসিত
প্রশ্নের পিঠে জন্মানো গাঢ় তিলের অঙ্কুরোদগম
ফুঁ দিয়ে নিভিয়ে দেব;
মেঘেদের দাঁড় করিয়ে রাখবো আরেক
বর্ষা পেরিয়ে শীত অবধি;
বোকা বোকা কবিতার মত সুখের অসুখে
মুছে ফেলব বোবা সুখ-পাখিদের না-বলা গানের
আকুতি, অলৌকিক সম্ভ্রমে;
তারপর হঠাৎ একদিন
গুছিয়ে নেয়া আকাশ মেঘের দূর ছোঁয়ায়
অফুরন্ত চুল-বাতাসের উপকূলে
নিঃসম্বল নিঃস্বের মত একাকী দিশেহারা হবো
সবার অজান্তে, তুমুল অবসাদে;
ছবি নেটের।
২৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভব কবি দা অনেক শুভেচ্ছা রইল
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
প্রদীপ চক্রবর্তী
অবসাদ কাটিয়ে বরং সুখ পাখির গানের রাগরাগিণী খুঁজা ভালো। উপকূলে লাগুক দক্ষিণা হাওয়া।
মুক্ত আকাশে পাখিদের উড়ে বেড়ানোর দৃশ্য দেখে কল্পনায় জাগুক প্রেম ।
ছাইরাছ হেলাল
দক্ষিনা হাওয়ার অপেক্ষাই ভালো, যদিও জানি না কখন সে আসবে।
ধন্যবাদ।
আরজু মুক্তা
আকাশের বিশালতা পাখি ছাড়া দেখা সম্ভব নয়। নীল নীল আকাশের পরতে পরতে ছড়িয়ে আছে ঝিলিক ঝিলিক বারতা।
কিন্তু হঠাৎ নিঃসঙ্গতা পেয়ে বসলো কেনো? একাকী কি আর সৌন্দর্য উপভোগ করা যায়? হারিয়ে যাবেন কই? সমুদ্র তো হারাতে দেয়না। ঢেউয়ে ঢেউয়ে জাগিয়ে রাখে।
ছাইরাছ হেলাল
নীলের ভাঁজের এই ঝিলিক বারতা সবার কাছে পৌঁছায় না, পৌঁছালেও সবাই হয়ত টের ও পায় না।
আত্ম- সৌন্দর্য খোঁজা বা উপভোগ সে তো একান্তই যার যার, এতে ভাগাভাগির কিচ্ছু নেই।
সমুদ্র সব কিছু ফিরিয়ে দিলেও পেটভর্তি নোনা জলের থেকে মাফ পাওয়ার উপায় নেই।
লেখার মতই সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
মাঝে মাঝে একা হওয়া ভালো, কিন্তু একেবারে না। তাহলে জীবনকে উপলব্ধি করা যায়!!!
তবে এটাও সত্যি সব কিছুর পরে আমরা একা, নি: সঙ্গ।
ছাইরাছ হেলাল
ভাগ্যিস কঠিন লেখা বলে পাশ কাটিয়ে জান নি,
আসলে নিঃসঙ্গতাই আমাদের একমাত্র আত্মীয়, যা শুধুই নিজের নিজের।
শুভেচ্ছা জানাচ্ছি।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার লেখা — নিঃসম্বল নিঃস্বের মত একাকী দিশেহারা হবো
সবার অজান্তে, তুমুল অবসাদে;
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অবশ্যই ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালো থাকবেন ভাইয়া।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকুন।
হালিমা আক্তার
আকাশ সেতো স্বপ্নের সারথী। কতরূপে সাজে সে বেলা অবেলায়। বলাকারা উড়ে বেড়ায় নিজের স্বাধীনতায়। আমিও যদি ওই বলাকা হতাম। বর্ষার মেঘ নামে ঝরো ঝরো শ্রাবণের বুকে। সেকি শীতের অপেক্ষায় রাখবে নিজেকে ধরে। শুভ কামনা অবিরাম।
ছাইরাছ হেলাল
বর্ষার আকাশ নিয়ে লিখে ফেলুন এক প্রস্থ, যেমন করে সুন্দর মন্তব্য করেছেন।
রিতু জাহান
বোকা বোকা কবিতার উৎসবে পাঠক,,,
শ্রাবণের মেঘদলকে দাঁড় করিয়ে কি লাভ!!
আমি নীল আকাশকে কখনো চাইনা,, সে সেজে উঠুক তার আপন ইচ্ছায়,,, জলে ডোবাক, উষ্ণতায় পোড়াক, হিম শিতলে আরো জমে যাক হিমালয় এক শ্রাবন থেকে আর এক শ্রাবণে।
ছাইরাছ হেলাল
যদিও আমাদের চাওয়া-পাওয়াকে নীলাকাশ থোড়াই পরওয়া করে, তবুও আমাদের চাওয়া অনেক অনেক কিছু
এই নীলের মাঝে মেঘাকাশের কাছে।
অনেক সুন্দর করেই বলেছেন, নিরাপদে থেকে ভাল থাকুন।
রিতু জাহান
আপনিও নিরাপদে থাকবেন,,,, বন্দী জীবন কাটছে।
ছাইরাছ হেলাল
এ বন্দিত্ব কেটে যাবে অবশ্যই। এমন আশায় থাকি আমরা সবাই।
আপনিও ভাল থাকবেন।
তৌহিদুল ইসলাম
মানুষ যা চায় তা পায়না। তবুও আশার ভেলায় ভাসতে চাই আমরা। সকল মনকামনা পূরণ হোক।
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
স্বপ্ন-ই জীবন, চাওয়া -পাওয়ার বাইরে থেকেও।
ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
একাকী ,নিঃসম্বল হয়ে দিশেহারা হওয়াটা খুব যন্ত্রণার। সুখে থাকতে ভূতে কিলায় আর কি!! শীতের কুয়াশামাখা ভোরের অপেক্ষায় আছি আমিও। পাখি হয়ে আকাশের বিশালতা ছুঁতে কার না সাধ হয়! অবসাদ, নিঃসঙ্গতা ঝেড়ে মন ভালো করা লেখালেখি চালু রাখুন
ছাইরাছ হেলাল
ভুতেদের অবহেলা করতে নেই, ঘাড়-তো সাথে রাখতেই হয়।
ল্যাহা চালাইয়া যাইতেছি, অন্যরা চালায় না। কী আর করা!
ভাল থাকুন।
আপনার ভাবগতিক মতো সুবিধের মনে হচ্ছে না!!
সুপর্ণা ফাল্গুনী
আপনার মতো শব্দের ভান্ডার তো আমাদের সাজানো নেই। তাই যা লিখছি তা-ই নিয়েই সন্তুষ্ট থাকতে হয় 😭😭😭😭
সৌবর্ণ বাঁধন
একাকী দিশেহারা হবো সবার অজান্তে, তুমুল অবসাদে;- না চাইলেও আমরা হয়তো একাকী হয়েই যাই। এ এক নির্ধারিত নিয়তি যেন! নিজের ঘরেও একা, জনসমাবেশেও একা! মানুষের ভাগ্যে প্রকৃতি যেন এই ছাপ দিয়েই পাঠায়! আপনার প্রচন্ড শক্তিশালী শব্দগুচ্ছের প্রতি রইল অভিনন্দন!
ছাইরাছ হেলাল
আসলে আমরা সবাই একা, বুঝি বা না বুঝি, আবার একা না হলে নিজের মাঝে ডুব দেয়া ও যায় না।
মন দিয়ে পড়ার জন্য অবশ্যই ধন্যবাদ।
রেজওয়ানা কবির
আকাশ ছোয়ার স্বপ্নে ভাসতে চাই,,,, নীল আকাশের তাঁরার সাথে সময় কাটাতে চাই। যতযাই করতে চাই দিন শেষে আমরা সবাই একটা সময় একা আর নিঃসঙ্গ হয়ে যাই। সবচেয়ে একা লাগে গভীর রাতে, যখন সবাই ঘুমায় আর নানা প্রশ্ন, স্বপ্ন,পাওয়া না পাওয়ার হিসেবে একা হারিয়ে যাই, এইতো জীবন।।।।
ছাইরাছ হেলাল
এটি-ই জীবনের সার কথা, আমরা সবাই একা, একাকিত্বেই বসবাস।
এখানে খুঁজে নিতে হয় নিজেকে নিজে।
শুভেচ্ছা জানাচ্ছি।