সিরিয়াল খোর দাদি

আকবর হোসেন রবিন ১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ০৯:১৬:৪৫অপরাহ্ন রম্য ২৩ মন্তব্য

সাজেদা খাতুন এখন কেমন আছে, তার মনের অবস্থা কেমন, কিছুই জানিনা। তার সাথে আমার একবারই দেখা হয়েছিল। দুই হাজার সতের সালের উনত্রিশ জানুয়ারিতে। সেদিন দেখা হওয়ার পর তাকে নিয়ে কয়েকটা লাইন লিখেছিলাম। সেগুলো আজ আপনাদের সাথে  শেয়ার করলাম। —-

সাজেদা খাতুন সকাল থেকেই খুব চিন্তিত। দৈনন্দিন রুটিন অনুযায়ী, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করার কথা থাকলেও, আজ সকাল এগারটা পর্যন্ত এক ফোঁটা পানিও পান করেননি। শুধু সোফায় হেলান দিয়ে বসে একেরপর এক টিভির চ্যানেল বদলিয়ে যাচ্ছে। আর মিনিট পাঁচেক পর পর টয়লেটে যাওয়া আসা চলছে। কোপালেও ভয়ানক চিন্তার ভাঁজ পড়েছে। মাথার উপরে ফ্যান চলছে, তবুও সাজেদা খাতুনের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে ।

সকাল পেরিয়ে দুপুর হলো। হঠাৎ সাজেদা খাতুন চিৎকার করে উঠলেন। পরীক্ষার রেজাল্ট শোনার পর স্কুল পড়ুয়া ছেলে যেভাবে আনন্দে ইয়েস ইয়েস বলে চিৎকার করে উঠে, অনেকটা সেভাবে ইয়েস ইয়েস বলে চিৎকার করতে লাগলেন।

চিৎকার শুনে পাশের রুম থেকে তার নাতি এসে জিজ্ঞেস করলো,“কি হয়েছে দাদু আপু?”
“জিতে গেলামরে দাদু ভাই জিতে গেলাম”
“কি জিতে গেছেন?”
“ স্টার প্লাস, স্টার জলসা ও জি বাংলা বন্ধ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট”
“ ওহ্ শিট! ”

৭৮৭জন ৬৫১জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ