সিঁড়িঃ সাদিয়া শারমীন।
তোমার বাড়ির সিঁড়িটায়
কত লোকের আসা যাওয়া-
কত বার নেমে গেছ তুমি এই সিঁড়ি দিয়ে
পথে-প্রান্তরে,মিছিলে,মিটিং এ।
শোভিত করেছ রাজপথ,জনসভা।
এই সিঁড়ি দিয়েই কতবার ফিরে এসেছ বন্দীদশা থেকে,প্রিয়জনের কাছে।
এই সিঁড়ি দিয়েই তোমার ছোট্ট রাসেল
খেলতে গেছে খেলার মাঠে।
তোমার প্রিয় খুকু আর রোজি
এই সিঁড়ি দিয়ে পা রেখেছিল নতুন জীবনে।
আবার এই সিঁড়ি দিয়েই শেষ বিদায় নিয়েছিলো ওরা।
তোমার নিথর দেহটা পড়েছিল এই সিঁড়িতেই।
ঘাতকের বুলেটে ঝাঁঝড়া হওয়া বুক-
তাজা রক্তে ভিজেছিল সিঁড়ির প্রতিটি ধাপ।
রক্তের উপর ঘাতকের বুটের ছাপ-
এই সিঁড়ি দিয়েই তোমার বুকের রক্ত
ভিজিয়েছে বাংলার প্রান্তর।
আজো এই সিঁড়ি তোমার খুনের মৌন স্বাক্ষ্য দেয় অবিরত।
১৭টি মন্তব্য
ফয়জুল মহী
শ্রদ্ধাসহকারে ভালোবাসা নিবেদন ।
সাদিয়া শারমীন
আপনাকেও শুভেচ্ছা।
সুরাইয়া পারভীন
বিনম্র শ্রদ্ধাঞ্জলি রইলো জাতির পিতার প্রতি। ভালো থাকুন ওপারে
সুপায়ন বড়ুয়া
“এই সিঁড়ি দিয়েই তোমার বুকের রক্ত
ভিজিয়েছে বাংলার প্রান্তর।
আজো এই সিঁড়ি তোমার খুনের মৌন স্বাক্ষ্য দেয় অবিরত।”
কবির এই সুন্দর কাব্য চয়নে
শ্রদ্ধায় অবনত। শুভ কামনা।
সাদিয়া শারমীন
আমিও আপ্লুত আপনার মন্তব্যে।
সুপর্ণা ফাল্গুনী
সিঁড়ি নিয়ে এমন ভাবনাকে ধন্যবাদ। আবেগময়ী লেখা। ভালো থাকুন
সাদিয়া শারমীন
আপনার জন্যও শুভ কামনা।
মনির হোসেন মমি
বেদনাময় সিড়িঁর উপখ্যান । বিনম্ভ্র শ্রদ্ধা জাতির পিতা।
সাদিয়া শারমীন
ধন্যবাদ
হালিম নজরুল
ঐ সিঁড়ি বেয়েই এসেছিল বাঙালির স্বাধীনতা
জিসান শা ইকরাম
অত্যন্ত ভালো লিখেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলী।
তৌহিদ
চমৎকার লেখা।
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই এই মহান নেতার প্রতি। মুজিববর্ষ সফল হোক এটাই কাম্য। ভালো থাকবেন।
নিতাই বাবু
জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা!
প্রদীপ চক্রবর্তী
ভালো লেখনী।
জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা।
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই কবি শারমীন আপু
সাবিনা ইয়াসমিন
বঙ্গবন্ধুর প্লাবিত রক্ত যেন বৃথা না যায়। বাঙালির অন্তরে-আদর্শে তিনি বেঁচে থাকুন অনন্তকাল।
মহান নেতার জন্মদিন নিয়ে খুব ভালো লিখেছেন আপনি।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
বিনম্র শ্রদ্ধাঞ্জলি রইলো জাতির পিতার প্রতি।
আপনার জন্য শুভ কামনা।