সাধু-সন্তের বেশে……

ছাইরাছ হেলাল ১৮ আগস্ট ২০১৮, শনিবার, ১২:১০:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

এসেছি বছরান্তে, যেমন আসি ফি বছর, আসবো আবারো
এমন করেই, আমৃত্যু; সাধু-সন্তের বেশ ধরে ধরে;

একান্তে একান্ত-ই আমার পশু-খামারে,
হৃষ্ট-পুষ্ট সুবেশী-সুকেশী, চুটধাড়ি চনমনে-রং-দেহের অসংখ্য
পশু, পশু শাবকও;
অপুষ্ট-অকাল-পক্ব, হিংস্র, বিশ্রী-রং-গন্ধের, তাও ঢের আছে এই এখানেই,

পুরুষ্টু ঠোঁটে হাত মাখি সযত্নে দাঁত দেখার ছলে,
দলিত-মথিত হয় উঁচু-নিচু ঢিবি গুলো হাত-সুখে, পরীক্ষার ছলে
হিলহিল করে হাত চলে সারা-গা-জুড়ে;

অটুট-পশুত্বে ভাবি,
এতো এতো পশু!! সবই আমার!!

আদিম উল্লাসে সযত্ন চাপাচাপি-টেপাটেপি শেষে নিয়ে যাই
একখানি উষ্ট্র!!

দুপুরের আগেই পোড়া মাংসের কড়া গন্ধ বুক ভরে টেনে নিতে নিতে
ঝলসানো মাংসে কামড় বসাই, চটপটে সাহসী মনে,

নিশ্চয়ই নিশ্চিত,
আগামী-বার কিছু একটা কোরবানি দিয়েই ফেলব!
যেমন দিলাম এবারে,অন্যান্য বারের মত;

=======================================================

উল্লেখ্য………
পশুটি নিয়ে আসার সময় তাজা-ফুল-মালা,
নক্সাদার চাদরাবৃত ও ঢোল শোহরতের
(অধুনার ব্যান্ড পার্টি) প্রাচুর্য ছিল।

১জন ১জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ