সময়, তুমি নিলে না আমায়

অরণ্য ২৮ এপ্রিল ২০১৫, মঙ্গলবার, ০৭:০১:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৪ মন্তব্য

সময়, তুমি নিলে না আমায়।
কি অদ্ভুত!
এত সুন্দর সকাল কে তুমি নিয়ে গড়ালে দুপুরে
দুপুর দিলেও তুমি সে অসাধারণ!
এখন রেখেছো বিকেলে আমায়।
মেঘ মেঘ এ বিকেলে
আমার ভাল লাগতে পারতো আরো বেশি
অথচ এখন আমায় তুমি নিলে না।
ঠিক হলো না সময়, মোটেও তোমার ঠিক হলো না।

একটু পরে তুমি গড়াবে সন্ধ্যায়
কত রঙ তুমি মাখবে তোমায়
অথচ আমাকে রাখলে রঙহীন তুমি
কি অদ্ভুত!
ঠিক হলো না তোমার, মোটেও ঠিক হলো না।

এমন করে তুমি আর এসো নাকো
আমার ও ভাল লাগা সকালকে যদি সাঁঝে না নিতে পারো
যদি না ফের রাত পেরিয়ে আমার সেই সকাল নিয়ে আস।
আর যদি ফের তাই কর আবার
তবে তোমায় আমি বলবই
সময়, তুমি নিলে না আমায়।

৫২১জন ৫১৯জন

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ