সময়, তুমি নিলে না আমায়।
কি অদ্ভুত!
এত সুন্দর সকাল কে তুমি নিয়ে গড়ালে দুপুরে
দুপুর দিলেও তুমি সে অসাধারণ!
এখন রেখেছো বিকেলে আমায়।
মেঘ মেঘ এ বিকেলে
আমার ভাল লাগতে পারতো আরো বেশি
অথচ এখন আমায় তুমি নিলে না।
ঠিক হলো না সময়, মোটেও তোমার ঠিক হলো না।
একটু পরে তুমি গড়াবে সন্ধ্যায়
কত রঙ তুমি মাখবে তোমায়
অথচ আমাকে রাখলে রঙহীন তুমি
কি অদ্ভুত!
ঠিক হলো না তোমার, মোটেও ঠিক হলো না।
এমন করে তুমি আর এসো নাকো
আমার ও ভাল লাগা সকালকে যদি সাঁঝে না নিতে পারো
যদি না ফের রাত পেরিয়ে আমার সেই সকাল নিয়ে আস।
আর যদি ফের তাই কর আবার
তবে তোমায় আমি বলবই
সময়, তুমি নিলে না আমায়।
২৪টি মন্তব্য
কৃন্তনিকা
ভীষণ সুন্দর…
অরণ্য
ধন্যবাদ কৃন্তনিকা।
খেয়ালী মেয়ে
সময়টা তো দেখি বড্ড খারাপ ;?
খুব দ্রুত রং পাল্টিয়ে ফেলে,এটা একদম ঠিক না–
ভাল লাগা সকালকে সাঁঝ পর্যন্ত নিয়ে যেতেই হবে…তা না হলে আর অভিযোগ না এবার সময়ের সাথে কাট্টি করে ফেলুন 😛
অরণ্য
ধন্যবাদ খেয়ালী মেয়ে। সময়ের সাথে কাট্টি!
ব্লগার সজীব
সময় আপনাকে যদি রঙহীন করতে পারে,তবে সময় আপনাকে আবার রঙ এ পরিপুর্নও করতে পারে।প্রার্থনা করি আপনি যেন রঙে পূর্ন হয়ে ওঠেন।ভাল লেগেছে ভাইয়া।অনেক দিন পরে লিখলেন।
অরণ্য
ধন্যবাদ সজীব। অনেকদিন পর মনে হলো কিছু লিখি। ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
সময় মাঝে মাঝেই প্রত্যাশা আনুযায়ী সময় দেয় না,প্রত্যাশা পুরন করে না
রঙ হীন হলেও সময়ের হাতেই নিজকে তুলে দিন
বল যায়না সময়ের ইচ্ছে পাল্টেও তো যেতে পারে
আবার রঙিন ফুলে সুশোভিত হতে কতক্ষন? 🙂
ভালো থাকুন সারাক্ষন।
অরণ্য
জিসান ভাই, “আবার রঙিন ফুলে সুশোভিত হতে কতক্ষন? :)” – লাইনটা যেন একটা রিফ্রেশিং হাওয়ার মত লাগলো আমার কাছে।
আসলে আমি মাঝে মাঝে অন্যদের বলি এরকম “Just walk on the time.”। সেই আমি সময়কে ধরতে পারছি না। এটার মধ্যে একটা অপারগতা টের পাই নিজের মধ্যে। সন্ধ্যার সব রং আমার হবে না কিংবা সব সন্ধ্যা আমার হবে না, তাও টের পাই। তবুও সময়ের প্রতি একটু অনুযোগ না রাখলে হাল্কা হই কি করে?
ধন্যবাদ জিসান ভাই। আমি ভাল আছি – ভাল থাকা হলো আখলাক-এ হামিদা।
ভাল থাকবেন।
নীলাঞ্জনা নীলা
নিবে নিবে,হতাশ হবেন না।কবিতা ভালো হয়েছে।
অরণ্য
ধন্যবাদ, নীলাদি। আপনাকে বেশির ভাগ মানুষ কি আপু ডাকে নাকি দিদি ডাকে জানতে ইচ্ছে করছে আপনাকে নীলাদি ডাকার পরেই। ভাল থাকবেন।
ইমন
সুন্দর… 🙂
অরণ্য
আমার শোনা “সুন্দর” এর সবচেয়ে সেরা উচ্চারণ শমী কায়সারের কন্ঠে “বিনাশ ও বিন্যাসে” -তে। মনে পড়ল আপনার মন্তব্য দেখে।
ধন্যবাদ আপনাকে।
স্বপ্ন নীলা
শিরোণামটাই অসম্ভব সুন্দর হয়েছে —
লেখা ভাল হয়েছে — আরো লিখুন
অরণ্য
আপনার মন্তব্যে পড়ে শিরোনামটা কয়েকবার ফের লক্ষ্য করলাম। মন্দ ধরেননি।
একবার মনে হলো শুধু একটা লাইন লিখলেও তো হয়ে যেত!
অনেক ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
আমার ভাল লাগতে পারতো আরো বেশি
অথচ এখন আমায় তুমি নিলে না।
ঠিক হলো না সময়, মোটেও তোমার ঠিক হলো না।
আমারও একই প্রশ্ন সুখমুহুরতে দিলে টান কেমনে সুখি হব?
অরণ্য
আমাদের অনেকের বেশি সুখ সহ্য করার ক্ষমতা হয়তো নেই, আর হয়তো প্রকৃতি জানে। আর জানে বলেই পুরোটা সুখ আমাদের মত করে কখনও ধরা দেয় না, দেবেও না। সময়কে একটু ব্লেম দেবার মধ্যেও কিন্তু সুখ সুখ ভাব আছে, আমি টের পাই।
“আমার ভাল লাগতে পারতো আরো বেশি” – এটুকু ভালমত উপলব্ধি করতে পারলে সময় আমাকে ধরা দেবেই। হয়তো তা আজ নয় কিন্তু তা হতে পারে আগামীকাল কিংবা পরশু নতুবা অন্য কোন দিন। আমাদের প্রস্তুত থাকা চাই সেই দিনের জন্য।
ভাল থাকবেন মজিবর ভাই। সেই দিন আমার আসছে – আপনারও আসবে।
মোঃআয়নাল
ভালো লাগলো তবু
অরণ্য
লেগেছে ভাল, বেশ তো। ধন্যবাদ আপনাকে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অনেক দিন পর লিখলেন।সব সময়ের মতো অভিমান যেনো একটু বেশীই হয়েছে কবিতায়।বেশ ভাল লাগা দিয়ে গেলাম।
অরণ্য
মনির ভাই, আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো এবং টের পেলাম আমি আসলেই বেশ অভিমানী। একটা গান মনে পড়ল হাসানের গাওয়া – অভিমানে নয় কিছুটা অভিযোগ নিয়ে … । আপনাকে শেয়ার করছি। আমার খুব ভাল লাগা একটি গান। শুভ কামনা আপনার জন্য।
https://www.youtube.com/watch?v=OWOfbee5Tyg
শুন্য শুন্যালয়
সময় কখনো কাউকে নেয় না, যে পাল্লা দিয়ে নিজেকে নিয়ে ছুটতে পারে, সময় তারই হয়।
আর রঙ? আমি রঙিন, রঙহারা কে করবে আমায়?
অরণ্য
হুঁম। ভাল বলেছেন।
হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁহুঁ হুঁ হুঁ
হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁহুঁ হুঁ হুঁ
বেশি ভাল বলার জন্য গুন গুন আপনার জন্যে।
ধন্যবাদ আপনাকে।
লীলাবতী
আমার এমন এক সময় লাগপে।খুব রঙ আমার।এত রঙ সহ্য হয়না 🙂 অনেক দিন পরে এসে আপনার একটি ভালো লেখা পড়লাম।সময় আপনাকে রঙিন করে দিক।সুপারিশ লাগপে নাকি ?
অরণ্য
করে দিন শুপারিস, বৃষ্টি বন্দনার মত।
আমি ভুলে যাই মাঝে মাঝে সব রঙের বেশি আয়োজনে আমি সাদা হয়ে যাই।