সমুদ্রেতে যাবই যাব

ছাইরাছ হেলাল ১ মার্চ ২০১৯, শুক্রবার, ১০:৫৩:৩৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

কতটা, কতটুকু জোরে চিৎকার করলে
সমুদ্র তুমি জেগে উঠবে,
কতটা স্মরণ-উত্তেজনা দেখালে কথা শুনবে,
কতটা, কতবার জ্বলে-জ্বলে উঠে নিভে গেলে
সমুদ্র তুমি পাশ ফিরে শোবে;

সৌন্দর্য-বিক্ষত, সৌন্দর্য-প্রবাহ, সৌন্দর্য-প্রদাহ,
সৌন্দর্য-আনন্দের চিৎকার-চেঁচামেচি, আশা-আকাঙ্ক্ষা
উত্তেজক প্রশংসা এড়িয়ে নার্সিসাস হয়ে এড়িয়ে গেলে,
ইন্দ্রিয়গ্রাহ্য যথেচ্ছা আনন্দ-অসারতার জৌলুসে
এফোঁড়-ওফোঁড় করে;

সমুদ্র-ভেজা হয়ে স্বর্গোদ্যানে হেঁটে যেতে যেতে ভাবি
কতটা পথ পেরুলে আমি সমুদ্র হবো,
দাঁড়িয়ে থাকা অভিশপ্ত এ আনন্দ-পৃথিবীতে
আঁটকে পড়া নিস্তব্ধতায়।

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ