কতটা, কতটুকু জোরে চিৎকার করলে
সমুদ্র তুমি জেগে উঠবে,
কতটা স্মরণ-উত্তেজনা দেখালে কথা শুনবে,
কতটা, কতবার জ্বলে-জ্বলে উঠে নিভে গেলে
সমুদ্র তুমি পাশ ফিরে শোবে;
সৌন্দর্য-বিক্ষত, সৌন্দর্য-প্রবাহ, সৌন্দর্য-প্রদাহ,
সৌন্দর্য-আনন্দের চিৎকার-চেঁচামেচি, আশা-আকাঙ্ক্ষা
উত্তেজক প্রশংসা এড়িয়ে নার্সিসাস হয়ে এড়িয়ে গেলে,
ইন্দ্রিয়গ্রাহ্য যথেচ্ছা আনন্দ-অসারতার জৌলুসে
এফোঁড়-ওফোঁড় করে;
সমুদ্র-ভেজা হয়ে স্বর্গোদ্যানে হেঁটে যেতে যেতে ভাবি
কতটা পথ পেরুলে আমি সমুদ্র হবো,
দাঁড়িয়ে থাকা অভিশপ্ত এ আনন্দ-পৃথিবীতে
আঁটকে পড়া নিস্তব্ধতায়।
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
সমুদ্রের অনুভুতি অন্য রকমও হতে পারে,
মানবিক অনুভুতির উর্ধেও চলে যেতে পারে,
অথবা নার্সিসাসই হয়ে গিয়েছে হয়ত,
যেকারনে সারা নেই কোনো।
এমন সমুদ্র হতে চান!
ছাইরাছ হেলাল
সমুদ্রের মতিগতির কুল পাওয়া কঠিন।
কত কিছুই তো হতে চাই, পারছি কৈ!
মাহমুদ আল মেহেদী
সমুদ্রের বিশালতাকে যে ছুয়ে যেতে চাই আমরা।অস্বাধারন
ছাইরাছ হেলাল
ছুঁতে চাইলেই সব কিছু ছুঁতে পারা যায় না, তবে আমরা তা চাই।
ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
সমুদ্রকে কী কথা শোনানোর জন্য এত্তো চিৎকার চ্যাঁচামেচি করছেন তা একটু শুনে নেই। সুনামি ঠ্যাকানোর কদ্দুর কী ব্যবস্থা করে রেখেছেন তাও জানা দরকার। নিজে তো একা মরবেন না, আমাদের আখেরও গুছিয়ে রাখতে হবে।
আর ছোট ছোট করে আগে খাল, বিলকে জাগিয়ে দেখতে পারেন। বিলের পদ্ম ভেজা, কিংবা পুকুরের সবুজ ভাসা শ্যাওলাতেও পা ভেজানো মন্দ হবেনা।
অভিশপ্ত এই দুনিয়াকে, আর কতো অভিশাপ দিবেন যেতে যেতে? তার চেয়ে বরং সমুদ্রই হয়ে যান। আমরাও একটু ভেজা-ভেজি করি।
অই আগের বারবার ঘুরেঘুরে পড়া কবিতার চাইতে, এইটা কিন্তু আরো বারবার ঘুরে ঘুরে পড়ার কবিতা হইছে। 🙂
ছাইরাছ হেলাল
কেন এই চিৎকার চেঁচামেচি তা অবশ্যই কিছুটা জানতে পারবেন অচিরেই
(লেখা তৈরি আছে, সামান্য চুনকাম বাকী)।
সুনামি দিক তা তো চাই-ই, সোনেলার সবাইকে নিয়ে জলকেলি হলে মন্দ কী!
আপনার আখেরের চিন্তা নেই, তা গোছানো/গোটানো য়াছে!! নো চিন্তা, তবে চিন্তিত থাকার ভাব দেখানো খুব দরকার।
নালা/খালায় যেতে চাই না, ডুবতে চাই সমুদ্রের গভীরে, ভাববেনা ‘রাই’ এর গাঙের দড়ি-কলসির কথা বলছি!!
আপনি একটু দুয়া দিলে সমুদ্রের সাথে রফা হয়েও যেতে পারে।
‘গোনা জানা’ বিদ্যের কোন কমতি হয়নি দেখছি।
ঘোরতে ভাল্লাগে।
সাবিনা ইয়াসমিন
আরো কত লিখলে সমুদ্র হবেন মহারাজ।
শব্দ সমুদ্র মন্থন করে তুলে আনছেন গুপ্তধন সম শব্দ ভান্ডার,, গড়ে তুলছেন পিরামিড।
রহস্যময়তায় জরানো মোহ-মায়ায়
নিজেকে রহস্য-মানবে পরিনত করার দুর্বার প্রয়াস
অতল সমুদ্র আপনি হয়েই আছেন, সমুদ্রে যাবার এতো তাড়া কেন ?
ছাইরাছ হেলাল
আরে আমি আবার কখন কী লিখলাম! শিক্ষাইতো শেষ হয় না, তাই এগুতে-ও পারছি না।
কিচ্ছু তুলছি না, কিচ্ছু গড়ছি-ও না, সবই নকল, গুজবের কাছে কান হাওলা দেবেন না।
রহস্য/ফহস্য কিচ্ছু না, সব-ই ফকফকা।
সমুদ্রে আর যেতে পারলাম কৈ!! সমুদ্র বড়ই দুষ্ট!! শুধু খেলে দেয়।
নিরুপায় নির্বিকার হয়েই এই চেঁচামেচি।