সভ্যতার গলায় জুতার মালা

শিপু ভাই ২৪ জুন ২০২২, শুক্রবার, ০৪:৪৩:০৭পূর্বাহ্ন সমসাময়িক ১১ মন্তব্য

 

নড়াইল মীর্জাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের মধ্যস্থতায় পাবলিকের পক্ষ থেকে দুইজন এসে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে দিয়ে ক্ষান্ত হয়। ভাগ্যিস জুতার মালা পড়িয়েই ছেড়ে দিয়েছে, পিটিয়ে মেরে ফেলেনি। পুলিশ বিচক্ষণতার সাথে উত্তেজিত জনতার আক্রোশ থেকে তার জীবন বাঁচিয়ে দিয়েছে। ধন্যবাদ পুলিশ।

কিন্তু মরে গেছে সভ্যতা, মরে গেছে মানবতা, মরে গেছে মানবাধিকার, মরে গেছে অসাম্প্রদায়িকতার চেতনা। জয়ী হয়েছে মূর্খতা, জয়ী হয়েছে কূপমন্ডূকতার, জয়ী হয়েছে ধর্মান্ধতা, ধর্মের নামে অনাচার।

পূর্বাপর কিছু ঘটনার সাথে এই ঘটনার মাধ্যমে আবারো প্রমাণিত হলো ধর্মান্ধতা, অশিক্ষা, অসভ্যতার কাছে রাষ্ট্র, প্রশাসন কতটা অসহায়।

পৃথিবীর অন্যতম দুর্নীতিপ্রবণ, মিথ্যাচারপ্রিয়, অসহনশীল, কুশিক্ষিত এই জাতি ধর্মের নামে যেন বারুদ হয়ে থাকে। স্রেফ একটু অগ্নিস্ফুলিঙ্গ কেউ ছুঁয়ে দিলেই হলো!

এরা না জানে দ্বীন, না বোঝে দুনিয়া। ধর্মের শিক্ষাও নাই এদের অন্তরে। আছে অন্ধত্ব, আছে নির্বোধ চেতনা। ইসলামের অমিয় বাণী এদের হৃদয়ে পৌছায় নাই। এদের আছে বুক ভর্তি ঘৃণা, ক্রোধ, হিংসা।

এরা যখন একত্রিত হয়ে ‘মব’ হয়ে ওঠে তখন যেন তারা ‘জম্বি’ হয়ে যায়। শিক্ষিত, অশিক্ষিত, কামার, চামার, অফিসার সবাই তখন একাত্ম হয়ে যায়।  তারা অন্ধ, বধির, হিতাহিতজ্ঞানশূন্য হিংস্র অমানুষ হয়ে ওঠে। তারা উন্মত্ত হয়ে সামনের সবকিছু নিমেষে ধ্বংস করে দিতে চায় প্রবল আক্রোশে। এদের দমন করার সামর্থ্য রাখে না রাষ্ট্র, প্রশাসন।

গত এক যুগ ধরে ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটে আসছে। দিনদিন আরো প্রকট হচ্ছে এই সমস্যা।
সমাধান কী???

প্রচলিত শিক্ষা ব্যাবস্থা, শাসন ও বিচার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থায় এই সমস্যার সমাধান সম্ভব না।কেবলমাত্র শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিপ্লব ছাড়া এই সমস্যা থেকে উত্তরণের কোন বিকল্প নাই ।বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন  ওয়ার্ড মহল্লায় এই বিপ্লব ঘটাতে হবে।
স্বপন কুমার বিশ্বাসের ভিডিওটা দেখে লজ্জায় ও ভয়ে কুকড়ে গেছি আমি। সশস্ত্র পুলিশ বাহিনীও কতটা অসহায় অই ‘জম্বি’দের সামনে।

১জন ১জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ