শ্যামের বাঁশির দোদুল দোলা ,
শ্রীরাধিকার মনে।
প্রেম বিরহে কাটে অহর্নিশ,
দুরন্ত ভরা যৌবনে।
কৃষ্ণ অভিমুখে সদা সর্বদা
রাইকিশোরীর দুনয়ন ।
অন্তর কাঁপে অবিদ্যমানতায়,
অস্থির চঞ্চলমন।
হায় রাধিকা কি হেতু তুমি,
এতোটা অভিমানী।
কৃষ্ণ তোমার, তোমারই আছে ,
রইবে তোমার ই জানি।
অবিনশ্বর প্রেম এমনিতো হয়,
শত অভাব জ্বালা ।
মদিরা মাতাল তব জীবন মন,
যেন কণ্টক মালা।
সাধনার ধন শ্যাম প্রিয়জন,
হৃদয় মানিক্য তোমার।
তাহাতে বিলীন তব মনপ্রাণ
তাহাতেই একাকার।
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো। এমন লেখা আরো চাই। ধন্যবাদ ও শুভকামনা
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা দিদি।
ভালো থাকুন সব সময়।
সৈকত দে
মন্ত্রমুগ্ধ লেখা
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো দাদা ।
সুরাইয়া পারভীন
অবিনশ্বর প্রেম এমনিতো হয়,
শত অভাব জ্বালা ।
মদিরা মাতাল তব জীবন মন,
যেন কণ্টক মালা।
চমৎকার উপস্থাপন। মুগ্ধতা অনিমেষ
ইসিয়াক
অনেক অনেক শুভকামনা রইলো আপু ।
ভালো থাকুন সব সময়।
ছাইরাছ হেলাল
রাধিকার অবস্থা তো টাইট মনে হচ্ছে!
ইসিয়াক
শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাইয়া ।
তৌহিদ
রাধিকারা অভিমানীই হয় ভাই। কৃষ্ণ সব অভিমান ভাঙিয়ে রাধার আঁচলের তলায় ঠাঁই নেয় সবসময়।
ভালো লিখেছেন।
ইসিয়াক
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রইলো ভাইয়া ।
সুপায়ন বড়ুয়া
“প্রেম বিরহে কাটে অহর্নিশ,
দুরন্ত ভরা যৌবনে।”
যৌবন যায় না বৃথা
প্রেম দেবে ধরা
তাতো জানা কথা
শুভ কামনা
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানাই ।
শুভকামনা রইলো
কামাল উদ্দিন
আমি কবিতা কতটা বুঝি সে তো জানেনই. একটা কথা জানতে চাই, রাধিকা কৃষ্ণের কে ছিলেন? আসলে এই বিষয়ে কোন লেখাপড়া নাই আমার।
ইসিয়াক
রাধা জীবাত্মা আর শ্রী কৃষ্ণ হচ্ছে পরমাত্মা,সুতরাং জীবাত্মার ব্যাকুলতা পরমাত্মার সাথে মিলনের,ভক্তের ব্যকুলতা ভগবানের সাথে মিলনের।
শুভকামনা রইলো্
কামাল উদ্দিন
আপনার জন্যও রইল শুভ কামনা।
ইসিয়াক
ধন্যবাদ
নুরহোসেন
শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে….
আর জ্বালা দিওনা রাঁধারে….
উস্তাদ এর থেকে ভালো গান জানিনা!
ইসিয়াক
হা হা হা ………ছোট ভাইয়া অনেক অনেক শুভকামনা রইলো।