
শ্রাবণে আকাশে মেঘের লুকোচুরি খেলা। কত রূপে সাজে সে বেলা অবেলায়। ক্ষণে ক্ষণে সে কত রং বদলায়। মাঝে মাঝে ঢেকে দেয় প্রভাতের সূর্যকে। ঘুম থেকে জেগেই দেখি আকাশ ছেয়ে আছে কালো মেঘে। আকাশের মেঘ ভর করে মনের ছায়ায়। আকাশ ফুঁড়ে নামে বৃষ্টি। আমার চোখে ভাসে তখন বসের হাতে লাল কালি।
যদি হয় ছুটির দিন। মনে বাজে তাক ধিনা ধিন। বৃষ্টি এলে উদাসী মন গেয়ে উঠে- অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন একমুঠো রোদরো। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ঝরে পড়া দেখতে কি যে ভালো লাগে। বাতাসের সাথে বৃষ্টির রিমঝিম শব্দের ঢেউ খেলে যাওয়া। হারিয়ে যেতে ইচ্ছে করে বৃষ্টির মূর্ছনায়। ওই বলাকারা উড়ে যায় মেঘের পানে। ওদের মতো যদি পারতাম উড়তে। একটিবার ছুঁয়ে যেতাম মেঘের কোলে। মেঘকে বলতাম –কেন শ্রাবণে আসো তুমি। বৃষ্টি হয়ে ঝরে পড়োনা এখনি। একবার না হয় এসো বসন্তে।
ছবি সংগ্রহ: সোনেলা অ্যালবাম।
২০টি মন্তব্য
আরজু মুক্তা
আমি তো ভাবলাম ঐ গানটি দিয়ে শেষ করবেন। ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না।
বৃষ্টি মানে চট্টগ্রাম এর হালিশহর এক কোমড় পানি। আর এইরকম হাজারো অভিজ্ঞতার সাক্ষী আমি। একদিন লিখবো। এই নাকানি চুুবানির কাহিনী।
হালিমা আক্তার
ওই গানটার কথা একবার ভাবছিলাম। শুধু হালিশহর না চট্টগ্রামে অনেক জায়গায় এই সমস্যা আছে। বিশেষ করে মতিঝর্ণা এলাকার কথা কলিগদের কাছে শুনেছি। নাসিরাবাদে ভালো ছিলাম। শুভ কামনা অবিরাম।
আলমগীর সরকার লিটন
সুন্দর শ্রাবণের শুভেচ্ছা রইল কবি হালিমা আপু
হালিমা আক্তার
আপনাকেও অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাহ , চমৎকার চাওয়া — মেঘকে বলতাম –কেন শ্রাবণে আসো তুমি। বৃষ্টি হয়ে ঝরে পড়োনা এখনি। একবার না হয় এসো বসন্তে।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইল।
ছাইরাছ হেলাল
ভালোই হলো বৃষ্টিকে নিতে চাচ্ছেন বসন্ত অবধি। সইতে পারবেন এতটা!!
অপরূপে সেজেছে বৃষ্টি এবার।
হালিমা আক্তার
বৃষ্টি হয় ভেজাবে নয় ভাসাবে। সাথে তো থাকবে। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন। নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
এমনিতেই এতো বৃষ্টির পঁচা পানি , কাদা পানি নিতে পারছি না। আবার বসন্তেও আসতে বলছেন? নারে বাবা বসন্তে একটু আরাম আয়েশে ঘোরাঘুরি করতে চাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
হালিমা আক্তার
আপনার কথা ভেবে বৃষ্টি কে বিদায় দিলাম। বসন্তের আহ্বান নিলাম তুলে। আসছে শ্রাবণে না হয় ফের দেখা হবে। শুভ কামনা অবিরাম।
হালিমা আক্তার
আপনার কথা ভেবে বৃষ্টি কে বিদায় দিলাম। বসন্তের আহ্বান নিলাম তুলে। আসছে বছর শ্রাবণে না হয় ফের দেখা হবে। শুভ কামনা অবিরাম।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর বৃষ্টির শাখে হৃদয়ের আলাপন
যেন শিল্পির পটে আঁকা
বর্ণীল রণন।
অনেক অনেক মুগ্ধতা রাখলাম পাতায়।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
বন্যা লিপি
ব্যাপারটা ভালোই ফুটিয়ে তুলেছেন। এই বর্ষায় আপনি বসন্ত টের পাচ্ছন। মনের রঙে রাঙলেই কেবল এমনটা ভাবা সম্ভব। বসন্ত টের পান ভালো কথা, বসন্তকে ফাল্গুনের মতই থাকতে দিয়েন, নইলে আর বসন্তদিনের আমেজ পুরাপুরি অনুভবে টেনে নেয়া সম্ভব হবেনানে😊
হালিমা আক্তার
মনতো ছুটে বেড়ায় কখনো শ্রাবণে কখনো বসন্তে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
তৌহিদুল ইসলাম
বৃষ্টি এলে আমার ঘুম পায়। আমি বই পড়ি অথবা গান শুনি। বৃষ্টি যেন বসন্তবাতাস বয়ে দিয়ে যায় মনে।
ভালো থাকুন আপু।
হালিমা আক্তার
এভাবেই বৃষ্টি বসন্ত বাতাস নিয়ে আসুক। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
আশরাফুল হক মহিন
বাহ্ অসাধারণ লিখছেন প্রিয় কবি
মন ছুঁয়ে গেল।
যেন বৃষ্টির শাখে হৃদয়ের আলাপন।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।