শ্রম

ছাইরাছ হেলাল ২৩ মে ২০১৪, শুক্রবার, ০৮:৫৬:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৫২ মন্তব্য

ঘর ভর্তি প্রবল বিশুদ্ধ বাতাস,আমি জানলায় পৌঁছুতে পারছিনা ।
এক মুঠো বাতাসের জন্য শুধুই হাঁস-ফাঁস ।
নাছোড় বান্দা আমি,তবুও জানলাতেই ঝাঁপিয়ে বেড়াই ।
কতবার আছড়ে পড়লে উঠে দাঁড়াতে পারব ! জানিনা ।

দরবেশ হতে হবে না জেনে পুণ্যের হিসাব রাখিনি,
যাইনি মসজিদে বা মন্দিরে ,
পরম রহস্যের উন্মোচন! শুধুই পণ্ডশ্রম।

 

=============================================================
এই যদি হয় লেখার ছিরি তা না লেখাই ভাল,জানি তো,কিন্তু কেন জানিনা ছিটেফোঁটা লেখার ইচ্ছেটা ফাঁকা মাথা
সত্ত্বেও চড়েই বসল,নিরুপায় এই সামান্য আমি ।

৬৬৯জন ৬৬৯জন
0 Shares

৫২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ