শৈশবের আনন্দ–১
http://sonelablog.com/archives/9031
শৈশবের আনন্দ—২
আগের লিখায় শৈশবের খেলার কিছু কবিতা দিয়েছিলাম। আবার পরস্পরকে অপদস্থ করার জন্য এবং অন্যদের খেপাতে এমন কতগুলি , এমন কিছু ভাষা ব্যবহার করতাম আজ মনে পড়লে হাসি । যেমন————-
>>ক্লস ওয়ান— খায় শুধু পান।
>>ক্লাস টু— খায় শুধু———–
>>ক্লাস ত্রি—খায় শুধু বিড়ি/ পায়খানার মিস্ত্রি/করে শুধু বাবু গিরি।
>>ক্লস ফোর—হেড মাষ্টারের জুতা চোর।
>>ক্লাস ফাইভ— টানে শুধু পাইপ।
>> ক্লাস ছিক্সস—( বিড়ি) টানায় আনে মিক্স।
>>ক্লাস এইট—স্বর্ণের গেট/ করে শুধু ফাইট।
>> ক্লাস নাইন—মানে না কোন আইন।
>> ক্লস টেন—এদের বড় ব্রেন।
আবার কাওকে বলতে বলতাম এই বলতো লুঙ্গি, তখন তাকে অপদস্ত করতে এমন সব উপমা বলতাম। এখন মনে হলে ………………… হা হা…………………
>>লুঙ্গি—তোর বউ এর বাড়ি ঠুঙ্গি।
>>আলু—ঐ তোর খালু।
>>ঐ দেখ ঘুঘুর বাসা—মৌলভি তোর ভাল বাসা।
বেশি অপদস্থ করতে বলতাম— —– খাওনের এত শখ।
>>মুড়ির টিন—কালকে তোর বিয়ের দিন।
>> কাঁঠাল পাতা—কালকে তোর বিয়ের কথা।
>> ১কেজি দুধ—তুই শালার পুত।
>> ১০ টা ভুত—তুই শালা আমার পুত।
>> সেভেন—মেয়েকে বিয়ে দিবেন।
>> ব্লেড————- খাস কয় প্লেট।
>> সাপ—– আমি তোর বাপ।
আমার ষ্টক শেষ। অনেকে এমন এমন কিছু পারেন তা এত মজার যে মনে পড়লে একটু হেসে পোষ্ট শেষে কমান্ড করলে খুশি হই।
৬টি মন্তব্য
নীলকন্ঠ জয়
একটু অন্যভাবে পড়েছি কয়েকটি। তবে বেশিরভাগই মিলে গেছে। (y)
জিসান শা ইকরাম
🙂 🙂 🙂 🙂 🙂
শুন্য শুন্যালয়
বেশ মজার কিন্তু … 🙂
ছন্নছাড়া
এখন কার পুলাপাইন রা এইগুলা জানে না ………………
আমাদের ছোটো বেলা টা অনেক আনন্দের ছিল ……… 😀
খসড়া
🙂 🙂 🙂 🙂 :D(
জি.মাওলা
সবাই কে ধ ন্যবাদ …………………… সবাই ভাল থাকুন…………।