চলতে পথে যেতে যেতে কোন একদিন,
মনে হলো এলো বুঝি ফাগুনের দিন।
কেউ একজন বলেছিলো প্রিয়, ভালোবাসি।
হাতছানি দিয়েছিলো, সাথে মিষ্টি হাসি।
কপোলখানি ঢাকা ছিলো উদাসী চুলে,
অধরের হাসিটুকু কি করে যাবো ভুলে?
কুসুম কোমল রূপে তার সোনালী আভা,
পটলচেরা চোখে ছিলো আলোকিত প্রভা।
মনের ভুলে মুগ্ধতায় জানা হয়নি তার নাম ,
স্মৃতিটুকু শুধু রয়ে গেছে শেষ পরিনাম।
১৪টি মন্তব্য
সুরাইয়া পারভীন
আহারে! পটল চেরা চোখের মায়ায় এতোটাই মুগ্ধ যে
প্রেয়সীর নামখানাও জানা হলো না।
চমৎকার রোমাঞ্চিত বিরহের কবিতা 👏👏
ইসিয়াক
সুন্দর মন্তব্যে মন ছুঁয়ে গেলো আপু।
ধন্যবাদ ।
অনন্য অর্ণব
সুরাইয়া পারভীন, কি জটিল সংজ্ঞায়ন,,, চমৎকার রোমাঞ্চিত বিরহ- রোমাঞ্চ আবার বিরহ 🤔🤔
ইসিয়াক
ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা রইলো্ ।
জিসান শা ইকরাম
এমন মেয়েকে ভোলা যায় নাকি?
স্মৃতিতেই থাকুক সে।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভকামনা ও শুভেচ্ছা রইলো খুব করে।
ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
“মনের ভুলে মুগ্ধতায় জানা হয়নি তার নাম ,
স্মৃতিটুকু শুধু রয়ে গেছে শেষ পরিনাম। “
এতো ভুলা মন হলে কি চলে ?
না কি শুধুই মুগ্ধতা বলে ??
লাগলো ভালো , শুভ কামনা !
ইসিয়াক
মন্তব্যে ভালো লাগা রইলো দাদা।
সুপর্ণা ফাল্গুনী
এই ভালোলাগা কখনো হয় নাকো শেষ। স্মৃতিতেই জমা থাকুক। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি কবিতা দেবার জন্য
ইসিয়াক
আপনাকে ও ধন্যবাদ সাথে শুভকামনা রইলো দিদি।
শুভসকাল।
তৌহিদ
আহারে! ভাইজানের মনে কি দুঃখ বুঝাই যায়। পলকে প্রেম তার নাম জানা হলোনা। মনে খচখচ করছে খুব।
ভালো লাগলো কবিতা।
ইসিয়াক
আমার মনে কোন দুঃখ নাই ভাইয়া । আমি সর্বদা হাসিখুশি ।
মনের আনন্দে কবিতা লিখি এইটুকুই। ধন্যবাদ রইলো।
শুভকামনা।
ছাইরাছ হেলাল
স্মৃতি কাতরতা মন্দ লাগে না, লেখাটিতে।
ইসিয়াক
সুন্দর মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।