
শুনতে কি পাও ???
কী???
শব্দ,,,,
কই নাতো।।।
আরে ভালো করে শোন।
কই কিছুই নাই
আরেকটু ভালো করে,
দূর বাবা! শুধু দুষ্টুমি,
আরে না! তোমার কানে সমস্যা🤪🤪
তোমাকে বলছে,কিছুইতো শুনি না।
একটু কান পাতো,দেখো,কম্পনের শব্দ।
তাই! দেখি তো এবার,ধ্যাত তেরি! পাচ্ছি না।
এত বিরক্ত হইও না পাখি,কান পেতে শোন,ভুমিকম্পের মত শব্দ।
আল্লাহ! ভুমিকম্প হলেতো মরেই যাবো,চলো দৌড়ে নিচে নামি।
আরে গাধা! আমার বুকে এসে কান পাতো🤪🤪
এই দুঃসময়েও তোমার দুষ্টুমি😭😭😭
নারে বোকা,আসো দেখ এবার,,,,
দেখি কান পাতি,,,
এবার শুনতে পাচ্ছ,,,???
হুম পাইছি এবার,,,,
কি???
বিড়াল রান্নাঘরে দৌড়াচ্ছে।
এমনি কি তোমায় গাধা বলি☺️☺️
কেন কি করলাম আমি???
তুমি আসলেই বোঝ না।।।।।
থাক বুঝতে হবে না শুনতেও হবে না।।।
আচ্ছা বলো,
আমার বুকে মাথা রেখে শোন টিপটিপ শব্দে আমার ভিতর শুধু তোমার নাম বলছে।।।
তুমি পারোও।।।।
শুনছো???
না,,,,,,,।
নেক্সট❤️❤️❤️
এই শোন জান,একটা কথা বলি,
বলো,,,,
দেখো আকাশে কি সুন্দর জোছনা!
হুম
চলো না একটু রোমান্টিক কথা বলি,
তুমি বলো
আজ খুব ইচ্ছে করছে তোমার হাত দুটি ধরে বসে থাকতে,
হুম ভালো
আজবতো
কি???
কিছু না বাই😭😭😭
নেক্সট
কি করো???
কিছু না
খাইছো?
একই প্রশ্ন কত করো?
আচ্ছা শোন, আজ আমি একটা কবিতা লিখেছি তোমার জন্য ।।।
ও
শোনাই তোমাকে???
এখন ব্যস্ত আছি,পরে শুনবো।
😭😭😭ঠিকআছে।
নেক্সট
কেমন আছো পাখি???
ভালো
আমি কেমন আছি?? জানতে ইচ্ছে করে না??
জানি ভালো আছো।
আর কিছু,,,
আর কি??আরে বাবা! আমিতো আছি, হারাই নাই তবুও একই কথা বলো সবসময়?
এত বিরক্ত হও কেন??
বিরক্ত করো যে,
আমি ভালো বাসি এটা বিরক্তি?
জানিতো ভালোবাসো, বার বার বলার কি আছে?
আমার বলতে ভালো লাগে।।
বলো,শুনি।।।।
নেক্সট
আমার খুব শখ তোমার কাছ থেকে পায়েল কিনে নেব,তুমি নিজে আমার জন্য পছন্দ করে নিয়ে আসবে ।
আচ্ছা।
জানু, তোমার আমাকে মনে পরে না???
জানি না।
ভালো বাসো আমায়???
না বাসলে কাউকে এভাবে সময় দেয়া যায়?.?
বলো না ভালোবাসি❤️❤️❤️
একই কথা আর ভালো লাগে না
আচ্ছা ঠিকআছে।।।।
নেক্সট
তোমাকেতো অনেক সুন্দর লাগছে!
হুম
কি হুম???
বলো,,,
তুমি বলো,,,
বলার নাই???
তুমি বলো???আমিতো বলি,,
দূর! কথা নাইতো ঘুমাও।
তুমি এমন অদ্ভুত কেন??.
আমি এমনি।
ওকে।।। দীর্ঘশ্বাস!😭😭😭
এভাবে অনেক কথা না বলাই রয়ে যায়, নিজের ভিতরেই কথাগুলো থেকে যায়, শুধু থাকে দীর্ঘশ্বাস😭😭😭
এই দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় অগনিত মানুষ। কিন্তু হয়ত এই দীর্ঘশ্বাস ফেলাটাই ভুল, হয়ত সাময়িক কষ্ট লাগে, কিন্তু একটু সেই টাইপের মানুষের কথা চিন্তা করুন যারা এরকমই,যারা ভালোবাসা বেশি প্রকাশ করে না,বা যারা চাপা স্বভাবের, তারাতো তেমনি, তাই তাদের আচরনের পরিবর্তন করার চেষ্টা না করে, বা নিজেকে পরিবর্তন না করে সে যেরকম সেরকম ভাবেই তাকে ভালোবাসুন,এতে খারাপেরতো কিছুই নেই,সবাইতো একইভাবে প্রকাশ নাও করতে পারে। তাই সম্পর্ক টিকিয়ে রাখুন, আপনার যেমনভাবে ভালো বাসতে ইচ্ছে হয় বাসুন,তার প্রকাশভঙ্গী আপনার সাথে না মিললেও মেনে নিন,কেননা কোন মানুষই পরিপূর্ন নিজের মত হয় না। প্রিয়জনকে ধরে রাখুন তার মত করে হোক না আনরোমান্টিক,হোক না একটু অন্যরকম,,,
তবুও ভালোবাসুন❤️❤️❤️
ভালো থাকুন সবাই,আজ এ পর্যন্ত।।।
ছবিঃ নেট থেকে।
১৮টি মন্তব্য
বন্যা লিপি
এহ্…… আইছে, হোকনা আনরোমান্টিক তবুও ভালবাসুন” আপনি বললেন আর ভালবাসতে লেগে পড়লাম আনরোমান্টিক মানুষটারে? তাইলে আমি রোমান্টিক হমু কেমতে যদি তিনিই আনরোমান্টিক হয়? আমার ঠেকা পড়ছে এমন মানুষরে ভালবাসতে!! তিনি আমারো ভালবাসা কি বুঝবেন না! আমি ভালবাসুম? পারতাম না যান।মিসম্যাচিং ভালো সম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হবেই হবে।
লেখা ভালোলেগেছে।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা বন্যা আপু ঠিক বলছে। কিন্তু ঠ্যাকা না পরলেও এ মানুষগুলোর ভালোবাসা পাওয়ার জন্যই আমরা মরি! কেন ভালোবাসছে না এ নিয়ে উঠে পড়ে লাগি।
রেজওয়ানা কবির
এইজন্যইতো এই গান মনের মাঝে বেঁজে ওঠে,কি জানি কিসেরও লাগি,প্রানও করে হায় হায় ❤️❤️❤️।
তোমার কি উত্তর দিব ভেবে পাচ্ছি না।।।।
রেজওয়ানা কবির
অসংখ্য ধন্যবাদ। আপু আপনার মন্তব্যে অনেক বেশি মজা পেলাম😁😁😁একদিক দিয়ে ঠিকই বলেছেন,রোমান্টিক হতে গেলেতো অপরজনের ও রোমান্টিকতা প্রয়োজন। তবে মানুষ ভেদে চিন্তা,অনুভুতি ও আলাদা,তাই কিছু শ্রেনীর মানুষ আছে যারা নাই মামার চেয়ে কানা মামাকেই ধরে রাখে,অনেকটা এই লেখার নায়িকার মত তাই তারা এই অল্প পাওয়াটাকে আকড়ে থাকে,ভাবে ভালো বাসেতো,সে যতই সব না বুঝুক।অপরদিকে আরেকধরনের মানুষ এইভাবে এই ব্যতিকক্রমধর্মী মানুষের সাথে বেশিদিন থাকতে পারে না।ভালো থাকবেন,শুভকামনা
বন্যা লিপি
রেজোয়ানা কবির@ দেখুন, এই সম্পর্কের ব্যাপারে অন্তত আমি নাই মামা- কানা মামার উপমা মানতে রাজি নই। এটা ঠিক যে, ঘসে মেজে রুপ আর সেধে যেচে পিরিত হয়না। এক পক্ষ শুধুই স্যাক্রিফাইস করবে, আর এক পক্ষ কেবল নিজের জায়গায় অটল থাকবে, ব্যাপারটা কেমন যেন স্ববিরোধি বক্তব্যের মত হয়ে গেলোনা। একটু ভাবুন তো! গত দুদিন আগে নারী দিবস উদযাপিত হলো। আমার প্রতিবাদ ছিলো এ দিবসের প্রতি। নারীর জন্য আলাদা দিবস সৃষ্টি হলো কেন? পূর্বের দিকে নজর দিলেই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার। ভালবাসাহীনতাই সব ঝামেলার শুরু। ওখান থেকেই বাড়তে বাড়তে বিষয়গুলো আজ এ পর্যায়ে এসে ঠেকেছে। যদিও লেকচারের মত শোনাচ্ছে। তারপরও বলি, আলোচনা না হলে কোনো বিষয়ই সহি সুদ্ধ ভাবে ফয়সালায় পৌঁছানো সম্ভব না। ভালো থাকুন কথাটা আর মন্তব্য বা জবাবের শেষে লিখবেন না। (আমাকে না) কারন ওই উইশ আমি নিতে পারিনা।
বন্যা লিপি
@রুকু- দেখেন, আমি সোজাসাপ্টা সত্য কই। এত্ত বচ্ছর সং-সার কইরা বুইঝা গেছি, আনরোমান্টিক মানুষটারেও অন্য মাইনসে রোমান্টিক খেতাব দেয়(আমি বাদে) ওই একটু আধটু ফুল টুল বিশেষ দিনগুলাতে কিনে টিনে আনে আর কি! সেই কারনে। ভালবাসাবাসি কি জিনিস / চাওয়া? চাওয়া ছাইড়া দিলে বুঝন যায়। কি দরকার এসব চাওয়া চাওয়ি? চাওয়া ভুলে থাকতে পারলেই আচমকা ধরা দেওয়া ভালবাসা তখন সুখানুভূতিতে দামী হয়ে ওঠে। ওইটার জন্যই অপেক্ষা।
রেজওয়ানা কবির
আপু আপনার প্রত্যেক কথাগুলোই সঠিক,এক পক্ষ শুধু স্যাকরিফাইস করলে সেই জীবন আধখেচরা হয়ে যায়। আমি যারা একটু বেশি ধৈর্য্য বা যারা আর যাইহোক ভালো বাসার জন্য নিজের সব বিসর্জন দেয় তাদের কথা বলেছি তারা কানা মামাই চায়,।আর আসলে এটাও সত্যি ঘসে মেজে কি পিরিতি হয়??আপনার মন্তব্য পেয়ে আবারও ভালো লাগল কারন আমার একটা স্বভাব ভালো খারাপ জানি না, আমি যেকোনো বিষয় আগে পজিটিভভাবে দেখি,।মানুষ ভেদে চিন্তাভাবনা আলাদা এইটুকুতেই মানুষে মানুষে পার্থক্য আপু।আমি জানতাম না যে আপনার ভালো থাকুন কথাটা পছন্দ নয় ওকে দুঃখিত আর এটা বলব না।আচ্ছা এবার তবে বলি অনেক অনেক ভালোবাসা 💙💙💙আল্লাহ হাফেজ আপু।
রেজওয়ানা কবির
অসাধারন একটা বিষয় শিখলাম চাওয়া ভুলে থাকলে আচমকা ভালোবাসার সুখানুভূতিতে দামী হয়ে ওঠে, তাই এই লেখা দেখে ভাবলাম কিছু চাওয়া অল্প অল্প ভুলে যাওয়ার চেষ্টা করব, একদিনেতো পারব না,ধীরে ধীরে পারব। ধন্যবাদ
বন্যা লিপি
ধৈর্য কাহাকে বলে ব্যাখ্যা দিতে পারবেন? তারপর বিভাজন করুন ধৈর্যশীলদের। এইযে লম্বাচওড়া মন্তব্য দিচ্ছি একেকটা টপিক দিয়ে!,নিশ্চই অভিজ্ঞিতা ছাড়া নয়। একটা কথা কি জানেন….আঙুল কাটলো আমার, ব্যাথা পেলো পাশের বাড়ির কেউ!” ব্যান্ডেজ বাঁধলো সে। আমি খালি ঠোঁট টিপে হাসি। আহারে দরবেশ! হা হা হা হা…… বুঝলেন কিছু?😊😊 থাক অন্য কোনোদিন বোঝাবো, ভালবাসা রইলো
ছাইরাছ হেলাল
শুনতে পাওয়া থেকে কাউকে শোনাতে পারার চেষ্টা যে কী হ্যাপা বয়ে আনে
তা এই লেখাটিতে উঠে এসেছে।
নিজ নিজ হৃদয়ের দ্যোতনা অন্য ঘাটে পৌঁছানো আসলে সত্যি সত্যি কঠিন এক কাজ।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য । হুম একদম ঠিক যারা নিজের কথা পৌছাতে পারে তারা তবু্ও শোনাতে পেরেছে ভেবেই আনন্দিত থাকে,আর যারা পারে না তাদের সব ভিতরেই থাকে জর্জরিত থাকে।
পপি তালুকদার
পড়েছি আগেই কিন্তু মন্তব্য করতে একটু দেরি হল।ভালোবাসা প্রকাশের ভঙ্গি একেক জনের একেক রকম তবে হ্যাঁ ভালোবেসে গেলাম আর বললাম না কিছু এটা মানা যায়না।এতে কষ্ট বাড়ে। মাঝে মাঝে অভিমান থেকে সরেও যায় তাই প্রকাশ করার ভালো নয় কি?
রেজওয়ানা কবির
আপনি মন্তব্য করেছেন এতেই আমি খুশি আপু। হুম একদম ঠিক ভালো বেসে গেলাম কিন্তু আর বললাম না কিছু এটা মানা সবসময় যায় না। শুভকামনা, ভালো থেক।
আরজু মুক্তা
ঐ গানটার কথা মনে পরলো। ” ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। ”
দীর্ঘশ্বাসের উপর দীর্ঘশ্বাস।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপু,গানটা আমারও পছন্দ,শুভকামনা, ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
গলা ফাটিয়ে রক্ত বের করে ফেললেও লাভ নেই এসব হৃদয়হীনের কাছে। তারা নিষ্প্রভ হয়েই থাকবে। তবুও ভালোবেসে যাই, কাছে পেতে চাই ক্ষণে ক্ষণে। বোঝেনা সে বোঝেনা– অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
রেজওয়ানা কবির
অনেক অনেক ভালোবাসা দিভাই,সত্যি তাই শত চেষ্টার পরও না বুঝলে ভালো বেসে যাই ❤️❤️❤️শুভকামনা আর অনেক ভালোবাসা।
মোঃ রাশিদুল ইসলাম
যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনও বিনিময়ে ভালোবাসে না।সে ভালোবাসে আর আপন মনে।হাজার বার কষ্ট দিলেও তার প্রতি কোথাও একটা টান অনুভব হবে….
সুন্দর লিখেছেন ❤️