ভালবাসা শুধু ভালবাসা চাই
সকালে কিংবা বিকেলে কিংবা নিঝুম চন্দ্রিমার রাত্রিতে,
মন যে আজ বড় তৃষ্ণার্থে ভালবাসার কাঙ্গাল
তোমাকে রাখিব যতনে হৃদয়ের মধ্যখানে।
ভালবাসা শুধু ভালবাসা চাই
শরতে কিংবা হেমন্তে বর্ষায় কিংবা বসন্তে
শীতের কনকনে ঠান্ডায় উঞ্চতার ল্যাপে
চৈত্রের তীব্র তাপেও মনের প্রশান্তিতে তোমাকে চাই।
ভালবাসা শুধু ভালবাসা চাই
সন্ধ্যের গোধূলী লগ্নে কিংবা সূর্য্যোদয়ে
মধ্যাহ্ন ভোজেঁ কিংবা রাত্রীর ডিনারে পাশে
চাই শুধু ভালবাসা শুধু ভালবাসা চাই।|
ভালবাসা শুধু ভালবাসা চাই
বিরহের অশ্রুসিক্ত নয়নে কিংবা পাওয়ার চরম সার্থকতায়
ডানে কিংবা বায়ে শয়নে স্বপনে মনের অজান্তে
চাই শুধু নির্মল ভালবাসা চাই।
ভালবাসা শুধু ভালবাসা চাই
ব্যার্থতার পটভুমিতে কিংবা সার্থকতার সন্ধিক্ষণে
জীবনের এপারে কিংবা মরনের পরপারে
চাই শুধু ভালবাসা চাই।
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভালবাসা পায় যেন কবি
শুধু ভালবাসা চাই 🙂
মা মাটি দেশ
ধন্যবাদ ভাইয়া -{@
বনলতা সেন
খুব বেশি চেয়ে ফেলছেন দেখছি ।
সুবিধা হবে বলে মনে হচ্ছে না , তবে চাওয়া চালিয়ে যেতে হবে ।
মা মাটি দেশ
চাওয়ার মাঝেই জীবন (y) ধন্যবাদ
শুন্য শুন্যালয়
কবিতাটি সুন্দর হয়েছে ভাইয়া… এটা আপনার চাওয়া নাকি ছবির মেয়েটার ঠিক বুঝতে পারিনি?
মা মাটি দেশ
ধন্যবাদ….আপু যদি বলি দুজনের -{@
নীহারিকা
আশা পূরণ হোক।
ছাইরাছ হেলাল
খুবই আকাল যাচ্ছে বুঝি ।
ব্যাপার না ।
মা মাটি দেশ
ভালবাসার কাঙ্গাল সবাই -{@
তৌহিদ
বিরহের অশ্রুসিক্ত নয়নে কিংবা পাওয়ার চরম সার্থকতায়
ডানে কিংবা বায়ে শয়নে স্বপনে মনের অজান্তে
চাই শুধু নির্মল ভালবাসা চাই।
দারুণ!!