শুধুমাত্র মেয়েদের জন্য

সঞ্জয় কুমার ২৫ আগস্ট ২০১৪, সোমবার, ১২:৪৪:০৮অপরাহ্ন বিবিধ ৭ মন্তব্য

অনেকদিন পর সোনেলাতে এলাম । কেমন আছেন সবাই ?

আজকের লেখাটা শুধুমাত্র আপু /দিদি দের জন্য ।

আপনাদের মধ্যে যারা বিয়ের পর কর্পোরেট লাইফে না এসে । ঘর এবং বর সামলাতে ই ব্যাস্ত থাকবেন বা থাকার সম্ভাবনা পরিকল্পনা আছে । তাঁদের জন্য আমার পরামর্শ হল । আপনারা অল্পবিস্তর লেখাপড়া শেষ করার পর । নিজেকে সু গৃহিণী করে তোলার জন্য রসনা বিষয়ক জ্ঞান বেশী করে অর্জন করুন । বিভিন্ন প্রকার রান্না আর কয়েকশ পদের আচার তৈরি করতে জানলেই আপনি শ্বশুর বাড়িতে এ প্লাস কোন ক্ষেত্রে গোল্ডেন প্রাপ্ত বউ ।

আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি
আমার মায়ের চেয়ে জেঠি মা (বড় চাচি) কম শিক্ষিত । কিন্তু রান্নাঘরে তার প্রতিদন্দী কেন ধারে কাছেও কেউ নেই ।

তিনি প্রায় সবার কাছে খুবই প্রিয় , এবং প্রশংসার পাত্রী । (আমার কাছেও)

আর যদি কারও ঘর ও পর (চাকুরী ) দুই টাই একসাথে সামলানোর প্লান থাকে তবে আপনি নিঃসন্দেহে জিনিয়াস । অলরাউন্ডার হতে হলে আপনাকে অফিস এবং রান্নাঘরে সমান পারফরমেন্স রাখতে হবে । তাই পড়াশুনা চাকুরীর পাশাপাশি ভাল রান্নাটাও শিখে নিন ।

বিয়ের পর এর সুফল হাড়েহাড়ে টের পাবেন !!!

ভাল থাকবেন । সবার শারীরিক সুস্থতা কামনায় আজকের মত শেষ করছি ।

কেউ অনলাইনে রান্না শিখতে চাইলে কমেন্টে বলবেন । সেদিন ইন্টারনেট ঘেটে খুব ভাল একটা সাইট পেয়েছিলাম । সাইটা আমাদের মত ব্যাচেলর দের জন্যও খুব উপযোগী ।

৪৯১জন ৪৯১জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ