শীতের শেষ উঁকি

ছাইরাছ হেলাল ২৭ জানুয়ারি ২০১৯, রবিবার, ১০:৫২:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

বালুকায় শুয়ে রোদে গা এলিয়ে,
হাঁটু-গেড়ে-বসা শীতের সান্নিধ্য-উপত্যকায় উষ্ণতা একটু একটু
অস্ফুট কথাবার্তা খুনসুটির ছলে, লোনা-নীল-জল সৈকতে;

বেদনার-নীল-তরঙ্গ হৃদ-প্রান্তর-ঘেঁসে দাঁড়িয়ে আছে
গলা অব্দি ডুবিয়ে বিচ্ছিন্নতার ছায়া ফেলে,
মুহুর্মুহু ঢেউয়ের তাড়ন নিঃস্ব হৃদয়ে।

ধোয়া ধুলো এড়িয়ে শৈশব-গ্রাম-প্রান্তরে,
বট-পাকুড়ের আড়াল খুঁজে, শুধু দু’জনে দু’জনার চড়ুইভাতি,
হোক না সে শুধু শুধু মিছামিছি খাইয়ে দেয়া, খেয়ে নেয়া;

আকাশের পেছনে জোড়া চোখ ফেলে রেখে,
সবুজ পাখিদের ওড়া-উড়ি চিৎকার চেঁচামেচির দিবা স্বপ্ন দেখি
সহস্রাব্দ গহিনের অরণ্য তৃষ্ণায়;

এসো শীত আর একবার, এবারের মত শেষ-উঁকি দিয়ে।

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ