শ্যামনগর সাতক্ষীরার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক শামীম আহমেদ নামের এই ভদ্রলোক নিজের ছাত্রী, কন্যাসম অপ্রাপ্তবয়স্ক এক হিন্দু মেয়েকে ধর্মাম্তরিত করে বিয়ে করে ফেলেছেন। মেয়ের জন্মসনদ অনুযায়ী তার জন্ম ২০০৪ এ, সে হিসেবে সে অপ্রাপ্তবয়স্ক এখনও, ১৬+ বয়স। তাকে একজন শিক্ষক মানুষ, যার কাজ নৈতিকতা শিখানো সে কিভাবে বিয়ে করে ফেললো! কোন আইনে এই বিয়ে হলো? বিয়ে কে করালো? ওই মেয়ের কি বিয়েতে মতামত দেবার বয়স হয়েছে?

জন্ম সনদ

যে বিয়ে করেছে তার কি আইন সম্পর্কে কোনো ধারণা নেই? আর এইযে ধর্মান্তকরণের এফিডেভিট আর বিয়ের এফিডেভিট এতে সাইন করালো যারা তারাই বা কারা? ৭ই এপ্রিল সাইনের ডেইট দেখা যাচ্ছে! ওই এলাকায় কোনো মানুষ নেই? যে শিক্ষক এই নাবালিকা মেয়েরে বিয়ে করতে পারে তারে ধরার মতো কেউ নাই?

পুস্পিতা আনন্দিতা,

নিউইয়র্ক।

 

১০৫০জন ৯৩৬জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ