শাপলা শালুক

ছাইরাছ হেলাল ২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ১০:৩৬:৩৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

 

একটু দেরিতে দেরি করে হলেও চিনে/বুঝে ফেলেছি
চিনি ও লবণের তফাৎ, রং ও স্বদে;

গ্যাসের ফুঁয়ে ফোলানো বেলুন, মৌসুমি কাকতাড়ুয়া
কলা পাতায় আঁকা ভিঞ্চি আর্ট, টেনে টুনে কতক্ষণ
আর টিকিয়ে রাখা যায়, টিকে থাকে!!

জড়ো করা বীজে চিটে ধান চিনে ফেলে
বিস্মিত কৃষক বিপুল অভিজ্ঞতায়, সময়ের ঋতুতে;

গাঢ় নির্জনতায় লৌকিক-অলৌকিক বিকেল,সন্ধ্যা
বা রাতের যে কোন প্রহরে, সবটুকু নীরবতা মেখে,
জন্মধানের ঘ্রাণ ঠিক ভেসে আসে;

জলের-বাসায় ভেসে থাকা শাপলা-শালুক
মেয়াদোত্তীর্ণতাকে পেছনে ফেলে ঠায় দাঁড়িয়ে
থাকে, পান-মুখের রঙিন ঠোঁট ছুঁড়ে;

ছবি নেট থেকে।

৬০২জন ৪৮৫জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ