শহুরে বৃষ্টির এক অন্যরকম মাদকতা আছে।সারাদিন টানা ঝুম বৃষ্টি,আর তার ভিতর কর্মব্যাস্ত মানুষ । হুড তোলা রিক্সার টুং টাং আর বৃষ্টির সুরের ঐকতানে মুগ্ধ কপোত,কপোতি। ভাঙা রাস্তায় জমে থাকা নোংরা পানিতে দাপাদাপিতে ব্যস্ত শিশুর দল।ছাদের কার্ণিশে ঝিমোতে থাকা জুবুথুবু দাঁড় কাক দম্পতি বৃষ্টি থামার অপেক্ষায়।।পাড়ার নেড়ি কুকুরও আশ্রয় নেয় কোনো এক ছাউনিতে মানুষের সাথে। টং দোকানে ভিড় জমে ভিজে যাওয়া মানুষের।তারা মেতে ওঠে চা উৎসবে।কখনও যুক্ত হয় ধুম্র শলাকা।নীল শাড়ি আর খোঁপায় জড়ানো বেলি ফুলের মালায় অপেক্ষারত কোনো এক তরুণী তার প্রেমিকের জন্য।আর প্রেমিকটিও হাতে কদমগুচ্ছ নিয়ে তৈরীই থাকে ভালোবাসার মানুষটির জন্য।বর্ষা উদযাপনে মেতে উঠতে চায় যেন তারা।কোনো এক অচেনা যুবক ফুটপাথ ধরে হেঁটে চলে আর শিষ দিয়ে সুর তোলে”তোমার খোলা হাওয়া..।”আর সেই সুরে আনমনা হয়ে যায় মন।ভোজন রসিকদের ঘরে তখন খিচুরী-মাংসের উৎসব।আর কফি হাউস গুলো মেতে ওঠে আড্ডায়।খানিক সময়ের জন্য হলেও মানুষের অভিমানগুলো জমা রাখে মেঘের কাছে। মেঘ বুঝি আরো বেশি কান্না ঝরায় বৃষ্টি রূপে। কখন যেন ঝুপ করে সন্ধ্যা নামে।রাতের নিয়ন আলো জ্বলে ওঠে। সে আলোয় বৃষ্টিভেজা পীচ ঢালা রাস্তায় রঙিন আলো গুলো প্রতিবিম্ব হয়ে ধরা দেয়।
২৩টি মন্তব্য
ফয়জুল মহী
সুন্দর প্রকাশ। ভালো থাকুন
সাদিয়া শারমীন
ভাইয়া আপনিও ভালো থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আরো লেখার চেষ্টা চালিয়ে যাব।
সুরাইয়া পারভীন
ওয়াও চমৎকার লিখেছেন
বৃষ্টি বিলাসী মন সারাক্ষণ
প্রতীক্ষায় থাকে পেতে তার আলতো স্পর্শ
সুপর্ণা ফাল্গুনী
বৃষ্টির স্পর্শে শহরের ছবিটা তুলে ধরলেন নিজ মহিমায়। খুব সুন্দর হয়েছে। চমৎকার লিখেছেন। ভালো থাকুন সুস্থ থাকুন
সাদিয়া শারমীন
অনেক ভালোবাসা দিদি আপনার জন্য।
সাদিয়া শারমীন
অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো।
সাবিনা ইয়াসমিন
আমাদের এখানে সারাদিন বৃষ্টি। সন্ধ্যার দিকে থেমেছিলো। এখন আবার শুরু হচ্ছে টুপটাপ করে। একদম হুবহু বর্ননা। শহুরে বৃষ্টির দিন গুলো এমনই হয়। ভালো লাগলো বৃষ্টির দিনে এমন লেখা পড়ে 🙂
শুভ কামনা 🌹🌹
সাদিয়া শারমীন
অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো।
তৌহিদ
আহা বৃষ্টি!! কত কত রোমান্টিকতায় জড়িয়ে রাখে প্রেমিকযুগলের নিজেদের স্মৃতিতে!!
অনেকদিন পরে এলেন আপু।
সাদিয়া শারমীন
কৃতজ্ঞতা জানাই ভাইয়া। লেখাটি পড়েছেন বলে।
সুপায়ন বড়ুয়া
ও মাই গড। বৃষ্টির রূপ কাব্যিক ঢং এ মুগ্ধ।
ভাল লাগা বৃষ্টিটাকে আপন মহিমায় তুলে এনেছেন
শুভ কামনা।
সাদিয়া শারমীন
আপনার জন্যও শুভ কামনা
প্রদীপ চক্রবর্তী
বৃষ্টিধারায় রোমান্টিক অনুভব।
ভালো লাগলো দিদি।
সাদিয়া শারমীন
ধন্যবাদ দাদা
আরজু মুক্তা
আর সন্ধ্যায় কাকভেজা হয়ে বৃষ্টিতে ঘরে ফেরা।
তারপর একটা নাপা খেয়ে কাথা মুড়ে ঘুম
কামাল উদ্দিন
বৃষ্টি ভেজা চায়ের টং দোকান, নেড়ি কুকুর, কদম ফুল,
কথাগুলোর মাঝে এক ধরনের মাদকতা আছে
…………ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
হালিম নজরুল
আমার বৃষ্টি ভীষণ প্রিয়, তাই লেখাটিও ভাল লাগল।
সাদিয়া শারমীন
অনেক ধন্যবাদ ভাইয়া
জিসান শা ইকরাম
শহুরে বৃষ্টিকে খুবই সুন্দর ভাবে প্রকাশ করলেন আপু।
শুভ কামনা।
সাদিয়া শারমীন
ধন্যবাদ ভাইয়া।
সাদিয়া শারমীন
সবাই কে অনেক ধন্যবাদ ।লেখাটি পড়েছেন ।নিয়মিত লেখার সময় পাই না। মাঝে মাঝে ব্লগে আদি।ভালো লাগে সবার লেখা পড়তে এবং নিজের লেখারও মন্তব্য পেতে।
ছাইরাছ হেলাল
আমরা তো আমাদের মন্তব্যের উত্তর পেতে চাই।
সাদিয়া শারমীন
দুঃখিত ভাইয়া। আমার ভুল হয়ে গেছে। প্রত্যেকের মন্তব্যের জবাব দেয়ার চেষ্টা করবো।