
অনাবাদী পড়ে থাকা চলন্ত সময়ের দিকে
তাকিয়ে তাকিয়ে ভাবি,
অগোচরের নীরব নিভৃতে জীবন-স্রোতের
প্রত্ন-সুখ ঝিনুক স্তব্ধতায় হারিয়ে যাচ্ছে কী-না,
এই ভাজা-রোদ্দুরের বাদলা দিনে!!
মুগ্ধতা বিহীন নতজানু জীবনে শুধুই হারানোর ভয়,
তবুও ঠারে-ঠোরে উঁকি দেয় ঘাস-ফুল সকাল, উচাটন মনে,
নিশ্চিত কেউ না কেউ জেগে উঠবে জেগে থেকে (নিদ্রাতুর),
বাকী চাহিয়া লজ্জা দিবে বলে! রূপোর রাজ্যে;
জীবনের অণুতে অণুতে দোদুল্যমান শব্দদের নড়াচড়া,
শব্দ-জমা জলেদের নীরব কথকতা, রূপোলী আলোর মোহনীয়তা;
থাকে দিকভ্রান্তের নীল অন্ধকারের নিবিড় সুরধ্বনি
থাকে সুখ-সন্ধানের প্রতিধ্বনি, শয়তানী নিগ্রহের ভীরে।
ছবি নেটের।
১১টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময়
ছাইরাছ হেলাল
ধন্যবাদ জানাচ্ছি।
খাদিজাতুল কুবরা
গান বাজছে কানে গুনগুন করে,
“তুমি কেমন করে গান কর হে গুণী “।
প্রকৃতিই মনে হয় এক কবি মনের শৈল্পিক ছবি,
জীবনের নিয়মে তা সবসময়ই নিয়তির বেদখলে সে-তো জানা কথা। কিন্তু শত অসংগতি মধ্যে ও কবি মনকে সতেজ রাখে চিরচেনা সবুজ ছায়া।
সকাল থেকে কয়েকবার পড়লাম কবিতাটি।
‘প্রত্ন সুখ ‘, ‘ঘাসফুল সকাল ‘ শব্দগুলো মোহময়।
গুণীজনের সুস্বাস্থ্যের জন্য শুভেচ্ছা সবসময়।
ছাইরাছ হেলাল
প্রকৃতি আমার ধ্যান-জ্ঞান,বুঝে বা না-বুঝে।
পথ চলতি কুড়িয়ে নেয়া শব্দদের তুলে নেই তুলে রাখি যত্নে-যতনে।
আপনিও ভাল থাকবেন,
অবশ্যই পড়ার জন্য অনেক ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
জীবন মানেই হারানোর ভয়ে সিক্ত একখন্ড জমি
আর তাতে মাটির বুক চিরে ক্ষণে ক্ষণে উঁকি দেয়া
সদ্য জন্ম নেয়া লকলকে চারার সমাহার।
মুগ্ধতা রইল সুন্দর কাব্যিকতায়।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
রেজওয়ানা কবির
হারনোর ভয় আছে বলেই জীবনকে আঁকড়ে ধরি,জীবন তার নিজস্ব গতিতে চললেও জীবনের সবকিছু মেনে নিতে পারি না অনেক সময়, অবচেতন মনে জীবনকে নিজের মত ভাবার চেষ্টা করি। প্রকৃতির দায় বোঝা মুশকিল। তবুও ছুটে চলা সময়ের সাথে সাথে। শুভকামনা ভাইয়া।
হালিম নজরুল
খুব ইচ্ছে করে একদিন আপনার কবিতা পড়ব। পড়া হয় না। একান্ত অনুভূতিতেই অভিভূত হই। কবিতা পেলে হয়তো মুগ্ধতায় পাগল হয়ে যাবো। দুঃখ নেই, কবিতা না পেলেও সোনেলায় আপনিই আমার সেরা কবি।
নার্গিস রশিদ
চমৎকার কবিতা। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
আপনার প্রতিটা লেখা আমার খুব প্রিয়,
তাই শুধু পড়ি, মন্তব্যের রাজ্যে আমি জিরো।
ভালো থাকবেন ভাইজান শুভ কামনা //
হালিমা আক্তার
আপনার প্রতিটি লেখায় অসাধারণ শব্দের উপমা। সুন্দর বলেছেন, অনাবাদী সময়। সব সময়কে যদি আবাদ করা যেত। তাহলে হারানোর ভয় কি আর থাকতো। শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
বাকী চাইলেই কি আর সবকিছু বাকীতে মেলে!
মুফতে পাওয়া সকাল, রুপোলী রৌঁদ আর সোনালী মাঠ… তারপর সুখ-সুখ-সুখ।
অযুত শব্দের মেঘ দেখতে পাচ্ছি….এবার বৃষ্টির অপেক্ষা।