নষ্ট নীড়ে নষ্টামি অহরহ ঘটছে। অনৈতিক কাজে লিপ্ত হতে আমরা কোনো বাধাকেই বাধা মনে করিনা। আপনার কবিতার সারমর্ম বের করাটা খুব কঠিন। ছোট্ট লেখায় কঠিন বিষয়গুলো এমনভাবে তুলে ধরেন সত্যিই অসাধারণ। নৈতিক কাজে নিয়োজিত হয়ে ফুলেল বিছানা তৈরি করি এটাই হোক ব্রত। শুভ কামনা রইলো। আশা করি সবাইকে নিয়ে ভালো আছেন পিতাকে হারিয়ে। ঈশ্বর সহায় হোন
১১টি মন্তব্য
শামীম চৌধুরী
খুব সুন্দর কবিতাটি। মুগদ্ধতা।
নাজমুল হুদা
ভাইয়া, অফুরন্ত ধন্যবাদ।
সুস্থ থাকবেন সবসময় 😍
ফয়জুল মহী
অসাধারণ দারুণ প্রকাশ ।
মনির হোসেন মমি
সারমর্ম কইতে অইব।
বন্যা লিপি
চিহ্নিত করতে পারলাম না মর্মার্থ। 😓😓ছোটোভাই একটু সাহায্য চাই যে!
আরজু মুক্তা
বৌ আর বর নতুন করে প্রেমে পরুক। নতুন ইতিহাস হোক।
আলমগীর সরকার লিটন
মনের আলপনা দিয়ে লেখেছেন কবি দা অনেক শুভেচ্ছা রইল
তৌহিদ
রাস্তা যতই সংকটাপন্ন হোক, অনৈতিক কাজ আমরা আনন্দ নিয়েই করি। রিপুকে বশ করা খুব কঠিন। সবাই তা পারেওনা বা করতে চায় না।
নৈতিক কাজে নিজের রাস্তায় নিজেকেই ফুলবিছাতে হয় আর শয়তানের প্ররোচনায় শব্দের প্রেমমাল্য ইট বিছানো রাস্তাকেও ফুলেল মনে হয়।
কি ঠিক বললাম তো! ভালো থেক ভাই। শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
নষ্ট নীড়ে নষ্টামি অহরহ ঘটছে। অনৈতিক কাজে লিপ্ত হতে আমরা কোনো বাধাকেই বাধা মনে করিনা। আপনার কবিতার সারমর্ম বের করাটা খুব কঠিন। ছোট্ট লেখায় কঠিন বিষয়গুলো এমনভাবে তুলে ধরেন সত্যিই অসাধারণ। নৈতিক কাজে নিয়োজিত হয়ে ফুলেল বিছানা তৈরি করি এটাই হোক ব্রত। শুভ কামনা রইলো। আশা করি সবাইকে নিয়ে ভালো আছেন পিতাকে হারিয়ে। ঈশ্বর সহায় হোন
রোকসানা খন্দকার রুকু।
ভালো কাজের চেয়ে খারাপটাই বেশি মাথায় ঘোরে।
সবাই আমরা কাটিয়ে উঠতে পারিনা।
ভালো লাগলো ভাই।
শুভ কামনা।
হালিম নজরুল
আমি কবি হিসাবে ভাল।
তবে পাঠক হিসাবে নয়।
কবিতা খুব কম বুঝি।
শুভকামনা রইল ভাই।