শব্দ বিভ্রাটে প্রেম

নাজমুল হুদা ৩০ আগস্ট ২০২০, রবিবার, ০৮:০৯:০০অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
ভেজা রাতের আলো মাখানো হঠাৎ
বললো- মাত্র বেড রেডি কইরা হাঁফিয়ে গেছি।
.
কপালে ব্যাকরণিক ভাঁজ রেখে গবেষণা
কোনটা ধরে নিবো- খারাপ নাকি বিছানা?
মৃদু অস্থিরতায় হেসেখেলে জবাব এলো-
উফ! আল্লাহ্… খারাপ বিছানায়।
.
তারপর—
প্রশান্তির টোপ গিলে মাছ যেমন ডাঙায় উঠে
তেমনেই শব্দ বিভ্রাটের গবেষণায় উঠে আসে-
“খারাপ বিছানায় প্রস্তুত করে তুমিও খুব ক্লান্ত।”
.
বহুদিন পর
পায়রা খোপ থেকে বাকবাকুম গুঞ্জন উঠে-
আমি হবো, নাকি তোমার পরপুরুষের বউ?
৬৩৯জন ৪৬২জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ