লোকে বলবে আদিখ্যেতা,বলুক

সালমা আক্তার মনি ২১ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ০৪:২৯:২০অপরাহ্ন বিবিধ ১৮ মন্তব্য

লোকে বলবে আদিখ্যেতা, বলুক
আমি তবু পুরোটা চাই
এক আধটু টেউয়ে আমার মন ভরে না
ভালোবাসার নাও বাইতে জোয়ারই চাই
এক পলকের চোখের দেখা
একটু আধটু হাতের ছোঁয়া
ওতে আমার মন ওঠে না
সবটা তুমি বুকের মধ্যে ঘামের মাখামাখিতে চাই
ঘুম না আসা একলা রাতে
চাঁদের বুকে তোমায় দেখে মন ভরে না
মাঘের রাতে লেপের আদর
তোমার বুকের উষ্ণতাতেই ভরাতে চাই
বৈশাখে চাই বরষায় চাই
আগুন ঝরা ফাগুনে চাই
ছাঁতি ফাটা তৃষ্ণা বুকে এক ঘটি জল
ওটুকুতে প্রাণ ভরেনা
তোমায় আমি আকন্ঠ চাই
আমার এমন উথাল পাথাল চাওয়া
লোকে বলবে আদিখ্যেতা, বলুক
ভালো যখন বাসোই শুধু আমায়
আমি এমন আহ্লাদি প্রেম চাই

৪৭৬জন ৪৭৬জন

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ