লুকোনোর নেই কিছু

ছাইরাছ হেলাল ৯ অক্টোবর ২০১২, মঙ্গলবার, ০৭:৫০:১৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

এ আমার উন্মুক্ততা
ধানসিঁড়ি নদীটির কাছে
আমি সাঁতার কেটেছি বলে ,
বাতাসের কাছে
আমি নিয়েছে বুকে তারে ,
সবুজের কাছেও অহর্নিশ
আমার লেখাদের কাছেও
লেখারাও আমাকে চোখে চোখে রাখছে বলে……
ভিজেছি আমি অমাবস্যার জ্যোৎস্নায় ।
আমি উন্মুক্ত………
চোখেরাও পেতেছে চোখ অপলক
হাসছে আমার স্বপ্নেরাও মুখ টিপে ,
ছুটেছি ঊর্ধ্বলোক থেকে পাতালে
স্থলভূম থেকে উত্তুঙ্গ এভারেস্টে
পারিনি এড়াতে……

মায়ের বুকে চেয়েছি লুকোতে
স্নেহের খোঁজে……
মা’র দৃষ্টি পারিনি এড়াতে‌
চোখ বুজে – রেখেছে চোখ বড় করে ,
ছুঁয়ে এয়োতি এঁকেছিলাম চন্দ্র বিন্দুটি
কোন এক অসতর্ক সতর্কতায় ভালোবেসেই
সারাক্ষণ দেখছে আমায় আমার ভালোবাসা ,
স্নেহেরাও নেই পিছিয়ে ……
গোলাপী , মায়াবী ও তীব্র নীলগুলোও
নীলেরা ফেলেছে দেখে ।

হায় ! ঈশ্বর
নীরবতা , নিশ্চল দাঁড়িয়ে থাকা ,
ঝুলছে দু’হাত শিথিলতায় , নীচু মাথা…।

পারছিনা লুকোতে কিছুই ……।

অকঃ কবিতা ভেবে ভুল করবেন না যেন ।

০৫ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০১

৮০০জন ৮০০জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ