এ আমার উন্মুক্ততা
ধানসিঁড়ি নদীটির কাছে
আমি সাঁতার কেটেছি বলে ,
বাতাসের কাছে
আমি নিয়েছে বুকে তারে ,
সবুজের কাছেও অহর্নিশ
আমার লেখাদের কাছেও
লেখারাও আমাকে চোখে চোখে রাখছে বলে……
ভিজেছি আমি অমাবস্যার জ্যোৎস্নায় ।
আমি উন্মুক্ত………
চোখেরাও পেতেছে চোখ অপলক
হাসছে আমার স্বপ্নেরাও মুখ টিপে ,
ছুটেছি ঊর্ধ্বলোক থেকে পাতালে
স্থলভূম থেকে উত্তুঙ্গ এভারেস্টে
পারিনি এড়াতে……
মায়ের বুকে চেয়েছি লুকোতে
স্নেহের খোঁজে……
মা’র দৃষ্টি পারিনি এড়াতে
চোখ বুজে – রেখেছে চোখ বড় করে ,
ছুঁয়ে এয়োতি এঁকেছিলাম চন্দ্র বিন্দুটি
কোন এক অসতর্ক সতর্কতায় ভালোবেসেই
সারাক্ষণ দেখছে আমায় আমার ভালোবাসা ,
স্নেহেরাও নেই পিছিয়ে ……
গোলাপী , মায়াবী ও তীব্র নীলগুলোও
নীলেরা ফেলেছে দেখে ।
হায় ! ঈশ্বর
নীরবতা , নিশ্চল দাঁড়িয়ে থাকা ,
ঝুলছে দু’হাত শিথিলতায় , নীচু মাথা…।
পারছিনা লুকোতে কিছুই ……।
অকঃ কবিতা ভেবে ভুল করবেন না যেন ।
১২টি মন্তব্য
জবরুল আলম সুমন
অনেক কিছুই আমরা লুকোতে পারিনা… ভালোলাগা মন্দলাগা প্রকাশ পেয়ে যায় আপনা আপনিই…
ছাইরাছ হেলাল
আমারা চাই বা না চাই কিছুই লুকনো যায় না ।
shadharonmeye
খুব সুন্দর।ভালো লাগল।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ আপনাকে ।
স্বাগত এখানে ।
লিখুন আমাদের পড়ার জন্যও ।
শাদমান সাকিব
কবিতা ভয় পাই ।
ছাইরাছ হেলাল
হা হা , আমি কবিতা লিখতে পারিনা তাই ভয় পাওয়ার কিছু নেই ।
তবে মুভি কিন্তু আমার পছন্দের বিষয় ।
অশেষ পছন্দ মুভি রাজ্য ।
আপনাকে পেয়ে ভাল হল ।
অরুনি মায়া
কিছুই লুকাবার প্রয়োজন নেই | আপনি লিখে যান ,কেউ একজন আছে যে নির্ভুল ভাবে পড়ে নিবে |
ছাইরাছ হেলাল
অভয় যখন দিচ্ছেন তখন না লুকিয়েই লিখব, পড়লেই হয়।
সুরাইয়া পারভীন
সত্যিই কিছু লুকোনোর যায় না
যতোই করি না কেনো লুকানো বৃথাই চেষ্টা
আপনার লেখা মানেই অন্যরকম ভালোলাগা
ছাইরাছ হেলাল
আসলে নিজের কাছে কিছুই লুকিয়ে রাখা যায় না।
এ লেখাটি আমার বিশেষ কিছু এখন-ও, অনেক স্মৃতিময়তা আমার এখানে।
এতটা পথ পেরিয়ে কিছু পথ এখন-ও আমাকে পিছু ডাকে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুরাইয়া পারভীন
স্মৃতি সে তো পিছু ডাকবেই
আর এ পিছুডাক উপেক্ষা করে
পিছু ফিরে দেখবে না এমন মানব/মহামানব নেই বললেই চলে
ছাইরাছ হেলাল
আপনি ঠিক ই বলেছেন।
কিছু পিছুটান থেকেই যায়।