লীলা কে অরিত্র………

আদিব আদ্‌নান ৫ নভেম্বর ২০১২, সোমবার, ০১:১২:০০অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

চন্দনা………(লীলা)
সোনার মেয়ে,
ভূবনডাঙার হাসিতে ভুলব না আর
চিনে নিয়েছি পরিযায়ী পাখিটি কে ,
জেনে গিয়েছি তোমার
কুয়োতলার প্রেম – বৈশাখী বা কার্তিকের।
শাঁকচুন্নী হয়ে………
বাকী শুধু ঘাড় মটকে রক্ত খাওয়া
আমি মেনে নিতাম তাও ।

বুকে নিতে চেয়েছিলাম নদী কে
সমুদ্দুর হয়ে ,
কই ! এ তো নদী নয়
তুমি ছিলে ধেয়ে আসা বিষাক্ত তীর
অব্যর্থ নিশানায় ।

সামান্য একজন আমি ,
দেড় দিনের তোমার প্রেমে
খড়কুটো হয়ে ভেসেছি নীল গাঙে ।

চন্দনা- চন্দনা , দেখে নিয়ো
একদিন তোমাকে উল্টো পায়ে হাটাবো ই ।

অরিত্র

৬৩৮জন ৬৩৮জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ