চন্দনা………(লীলা)
সোনার মেয়ে,
ভূবনডাঙার হাসিতে ভুলব না আর
চিনে নিয়েছি পরিযায়ী পাখিটি কে ,
জেনে গিয়েছি তোমার
কুয়োতলার প্রেম – বৈশাখী বা কার্তিকের।
শাঁকচুন্নী হয়ে………
বাকী শুধু ঘাড় মটকে রক্ত খাওয়া
আমি মেনে নিতাম তাও ।
বুকে নিতে চেয়েছিলাম নদী কে
সমুদ্দুর হয়ে ,
কই ! এ তো নদী নয়
তুমি ছিলে ধেয়ে আসা বিষাক্ত তীর
অব্যর্থ নিশানায় ।
সামান্য একজন আমি ,
দেড় দিনের তোমার প্রেমে
খড়কুটো হয়ে ভেসেছি নীল গাঙে ।
চন্দনা- চন্দনা , দেখে নিয়ো
একদিন তোমাকে উল্টো পায়ে হাটাবো ই ।
অরিত্র
২২টি মন্তব্য
এই মেঘ এই রোদ্দুর
দারুনসসসসসসসসসসসসস হয়েছে
শুভকামনা……….
আদিব আদ্নান
বাড়িয়ে বলছেন ধরে নিয়েও আপনাকে ধন্যবাদই দিলাম ।
এই মেঘ এই রোদ্দুর
ইশশশশশশশশশশশশশশশশশ
ছবি কখনো বাড়িয়ে বলে না .
আদিব আদ্নান
ধন্যবাদ জানালাম আবার ।
লীলাবতী
দুর্দান্ত আদিব। মুগ্ধ
আদিব আদ্নান
তাই বুঝি ? আপনি লিখলেন দেখেই না আমিও লেখার সুযোগ পেলাম ।
ছাইরাছ হেলাল
আরে এ যে ভালোবাসার বন্যা বয়ে চলছে ।
চলুক আরও বেশি করে – ভাল করে ।
পড়তে ভাল লেগেছে ।
আদিব আদ্নান
ভালোবাসার বন্যা রূপী ঝড় বলা যেতে পারে ।
চলার নিশ্চয়তা বোধ হয় দিতে পারছি না ।
জিসান শা ইকরাম
বাহ , দারুন হয়েছে । অরিত্র এসে হাজির !!
আদিব আদ্নান
এমন করে অরিত্রকে ডাকলে না এসে উপায় কি ?
নীলাঞ্জনা নীলা
সামান্য একজন আমি ,
দেড় দিনের তোমার প্রেমে
খড়কুটো হয়ে ভেসেছি নীল গাঙে ।………… মাত্র দেড় দিনে এমন উথাল পাথাল !!
আবেগটা দেখতে পাচ্ছি কবি 🙂
আদিব আদ্নান
ভাসিয়ে নেয়ার জন্য দেড় দিনই অনেক সময় কিন্তু ।
ভালোবাসায় আবেগ থাকতেই হয় ।
জবরুল আলম সুমন
দেড় দিনে এমন হলে দেড় বছরে এসে কি দাঁড়াবে সেটাই ভাবছি… তবে লীলা আর অরিত্রের লীলা খেলা চলতে থাকুক দেড় শতাব্দী থেকে সহস্রাব্দী পর্যন্ত। কবিতা দারুণ হয়েছে কিন্তু।
আদিব আদ্নান
অবস্থা যা তাতে এ লীলা আরও বেশি চলবে বলে মনে হচ্ছে না ।
চললে কিন্তু মন্দ হত না ।
যাযাবর
চিঠি কবিতা ভালো লেগেছে খুব।
আদিব আদ্নান
হা হা , ভাল লাগলেই ভাল ।
শিশির কনা
বাহ বাহ অরিত্র এসে গিয়েছেন , কল্পনার সেই অরিত্র !! ভালো লেগেছে ।
আদিব আদ্নান
অবশ্যই কল্পনার ! অরিত্র ।
ভাল থাকবেন ।
প্রজন্ম ৭১
শব্দের বিন্যাস চমৎকার ।
আদিব আদ্নান
উৎসাহিত করার জন্য শুভেচ্ছা ।
হতভাগ্য কবি
অদ্ভুত সুন্দর আবেগ, ভাল্লাগসে খুব।
আদিব আদ্নান
আমারও অনেক ভাল লাগল ।