বরাবরের এবারো হিন্দুরা আওয়ামীলীগকে জিতাইলো।
বলবেন কিভাবে? আওয়ামীলীগ তো এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই জিতেই ছিল?
বলছি- হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। তবে এবার এরা মার খেয়ে আওয়ামীলীগকে জিতিয়েছে!
যেমন?
১) ওদের কারনে ব্যালট বাক্স খালি ফেরত যায়নি।
২) কেউ ভোট দেয়নি এই প্রচারটা হালে জল পেলো না।
৩) ভোট কেন্দ্রের ছবিতে অনন্ত কিছু মানুষের ছবি দেখা গেছে।
৪) মার খেয়ে, ঘর বাড়ী পুড়ে যাওয়ায় তার ছবি প্রমাণ হিসেবে দেখানো যাচ্ছে যে ভোট হয়েছে এবং মানুষ ভোট দিয়েছে।
৫) বিশ্ববাসী জানলো আসলেই বাংলাদেশে আওয়ামীলীগ ছাড়া কোন বিকল্প নাই।
৬) বিএনপি’র আরও একবার রাজনৈতিক পরাজয় হইল।
৭) আমেরিকাসহ সব কুশিল দেশ শেখ হাসিনার সাথে দেখা করলো বইলা।
৮) জাতিসঙ্ঘ হাসিনার কাছে মাপ চাইলো বইলা।
৯) আওয়ামীলীগ এটাকে এবার ব্ল্যাংক চেক হিসেবে বিএনপির বিপক্ষে ব্যবহার করবে।
১০) সুশীলরা এর সমালোচনা করতে হবে বইলা সব গুলা লেপের নীচে পলাইছে, তাতে করে ভোটের যে সমালোচনা তারা টকশো গুলোতে করতে চাইছিল তা তারা পারছে না।
১১) প্রথম আলোর মুখোশ খুলে গেছে, এখন সে বাচার জন্য শেখ হাসিনার পায়ে পড়বে।
আরও কত …… লাভ আর লাভ, সব আওয়ামীলীগের।
—– আর মার সব হিন্দুদের পিঠে !!!
৮/১/১৪, রাতঃ ১২.২৫
২০টি মন্তব্য
শুন্য শুন্যালয়
হ্যাঁ সত্যি কথাই বলেছেন…অবস্থা এমন দাড়াইছে, আপনি ভোট না দিয়ে ঘরে বসে থাকলেও মার খাবেন… 🙁
সুকান্ত
মারটা নগদ !!!
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ দাদা। দেখা যাক কি হয় বা সরকার কিভাবে সব চালনা করে।
সুকান্ত
১) ওদের কারনে ব্যালট বাক্স খালি ফেরত যায়নি।
২) কেউ ভোট দেয়নি এই প্রচারটা হালে জল পেলো না।
৩) ভোট কেন্দ্রের ছবিতে অনন্ত কিছু মানুষের ছবি দেখা গেছে।
৪) মার খেয়ে, ঘর বাড়ী পুড়ে যাওয়ায় তার ছবি প্রমাণ হিসেবে দেখানো যাচ্ছে যে ভোট হয়েছে এবং মানুষ ভোট দিয়েছে।
৫) বিশ্ববাসী জানলো আসলেই বাংলাদেশে আওয়ামীলীগ ছাড়া কোন বিকল্প নাই।
৬) বিএনপি’র আরও একবার রাজনৈতিক পরাজয় হইল।
৭) আমেরিকাসহ সব কুশিল দেশ শেখ হাসিনার সাথে দেখা করলো বইলা।
—— মজিবর মিলছে কি ???
৮) জাতিসঙ্ঘ হাসিনার কাছে মাপ চাইলো বইলা। — এটা এখনো বাকি আছে !!!
সুকান্ত
দুঃখিত ! “মজিবর ভাই” পড়েন !!!
মোঃ মজিবর রহমান
অবশ্যই পড়ি।
অন্তরা মিতু
সুন্দর পাকাপোক্ত গাছগুলো কেটে সাইজ করলে তবেই না নৌকা…..
সুকান্ত
গাছের তো প্রাণ যায় !!!
ছাইরাছ হেলাল
সংকটের আবর্তে আবারও আমরা ।
সুকান্ত
ইয়েস ! তবে সমাধান একটা নিশ্চয় আছে !!!
মা মাটি দেশ
আমরা কে, কাকে, এবং কি,কেনো বিস্বাস করব এই আধুনিক ডিজিটাল যুগে ।আমাদের রাজনিতীটাও যেন এখন ডিজিটাল।আমরা রাজনিতী নোংরামীতে বন্দী কি হিন্দু কি মুসলিম সবাই আজ আতঙ্কিত।এই নোংরামী ধ্বংসাত্ত্বক রাজনিতীর সব দিকই আমাদের নেতৃদ্বয়ের জানা আছে কিন্তু রাজনিতীর খাতিরে তারা মাঝে মাঝে একে অন্যের উপর দোষ চাপিয়ে…তদন্ত ফদন্ত কমিটি গঠন করে দায়ীত্ত্ব শেষ করে দেন যার জন্য পরবর্তীতে আবারও ঘটে…চিরস্হায়ী সমাধানে কেহই মনযোগী নয় আমার মনে হয় এখানেই আমাদের দ্বন্দের মূল সমস্যা। (y)
সুকান্ত
ঠিক ! তবে হিন্দুদের বিপদ মাল্টি ! সব দেখা যায় না, বাইরে থেকে বোঝাও যায় না !!!
খসড়া
সত্য সবসময়ই বিশ্রী এবং কঠিন। ধন্যবাদ স্পষ্ট উচ্চারণে সত্য বলার জন্য।
সুকান্ত
ঘটনা কিন্তু লেখার সাথে মিলে যাচ্ছে ! এক এক করে !!!
লীলাবতী
—– আর মার সব হিন্দুদের পিঠে !!! 🙁 (y)
সুকান্ত
আর মার সব হিন্দুদের পিঠে !!!
— এর জন্য আপাতত আর কোন বিকল্প পাওয়া যায় নাই !!! তাই >>>>
জিসান শা ইকরাম
আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই ।
সুকান্ত
যদি বলি — ভিক্ষা চাই না কুত্তা সামলান !
—- তাহলে কি খুব বেশী অফেন্সিভ হয়ে যায়?
আমরা আর মার খেতে চাই না – দ্যাটস অল !!!
নীলকন্ঠ জয়
যথার্থই বলেছেন দাদা
সুকান্ত
যার মাইগ্রেনের ব্যথা আছে সেই বোঝে !!!