
উজ্জ্বলতা হারানো হলুদ পাতা/পাতারা
ফাঁদ পাতে, ফাঁদ ফ্যালে, ফাঁদে ফ্যালে,
কৌশল-নিপুনে, রেশমি রুমাল উড়িয়ে;
ছুটবে-না সে,শুধুই ছোটাবে,
অপস্রিয়মাণ ছায়ার হাতছানিতে,
যদিও মেয়াদোত্তীর্ণ চটুল ঠোঁটে ঝুলে থাকে
জরুরী/তড়িৎ চুমু-আবেদন, এক চমৎকার মাধুকরীত্বে।
গোলাপ ঘ্রাণের ঝরনা জলে পিয়াস নিবারণ,
ফাঁদ যেখানে অর্থহীন, কুচকে যাওয়া রেশমি চাদর(দেহ)
দেখে ফেলেছি, পরিধেয় সাজুগুজু সাজ-পোশাকের আড়াল-ভেদে।
দায়;
রূপবান-সাহসী-সক্ষম-কবি হালিম নজরুল।
১২টি মন্তব্য
আরজু মুক্তা
উপরের ভাবগতিক দেখেই তো আমরা বিচার করি।
ভালো থাকুক তারা। যারা আসলেই লোক দেখানি দেখে দূরে থেকে নিজের ভালোটাই করে যায়।
ছাইরাছ হেলাল
ঘন বর্ষা-গরমে স্বস্তিটুকুই ভরসা, কিন্তু তা পাচ্ছি কৈ!!
ধন্যবাদ দিলাম।
সুপর্ণা ফাল্গুনী
ফাঁদে ফেলতে তো এমন করেই ঠাঁটবাট করতে হয়, কৌশল পটু হতে হয়। রূপবান, সাহসী , সক্ষম কবি আমাদের হালিম ভাই। যথার্থ উপমায় উপাধিস্থ করেছেন। ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
তিনি আমার প্রিয় কবি-সুন্দর, তাঁকে দেখে-ই বল-ভরসা পাই।
বলি-লিখি অকপটে।
ভাল থাকবেন আপনি।
জিসান শা ইকরাম
ফাঁদ থেকে সাবধান হতেই হবে,
যেহেতু দেখে ফেলা হয়েছে ভিতরের রূপ।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আসলে কিছুই লুকিয়ে রাখা যায় না, অবশ্য আমাদের দৃষ্টিভ্রম হয়, থাকে।
ধন্যবাদ।
হালিমা আক্তার
চাকচিক্যের বাহার না থাকলে কি আর ফাঁদে ফেলতে পারে। তবুও দেখে শুনে পথ চলতে হবে।
ছাইরাছ হেলাল
অবশ্যই আমাদের আলো ফেলে চলতে হয়, হবেও। ফাঁদ এড়াতে।
ভাল থাকুন নিরন্তর।
রোকসানা খন্দকার রুকু
বাহারেই আহার! শুভ কামনা ও শুভ সকাল।
ছাইরাছ হেলাল
বাহারে আছাড় ও বলতে পারেন।
সাবধান কিন্তু।
ধন্যবাদ।
হালিম নজরুল
মানুষের অন্তর্চক্ষু এমন এক জিনিস যাকে কেউ ফাঁকি দিতে পারে না, যদি তার দৃষ্টিশক্তি প্রখর হয়। তবুও আমরা মুখোশের আঁড়ালে মুখটা ঢেকে রাখি, চুরি করি নানান বর্ণ-ধর্ম। পোষাকী অবয়বে ঢেকে রাখি প্রকৃত রূপ। মূলত আমি মাকালের ফল। ফাঁদ পেতে রাখি সার্থসিদ্ধির প্রচেষ্টায়।
হালিম নজরুল সক্ষমও নয়, রূপবান সাহসীও নয়। মূলত সেও কোন এক মাকাল ফল। তবুও এমন ভালোবাসার জন্য অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি।
ছাইরাছ হেলাল
প্রিয় কবি-সুন্দর বিনয়ে অনেক অনেক কাঠি সরেস।
কত সুন্দর করেই না কবি ভাবে, ভাবতে পারে।
ধন্যবাদ, প্রিয় কবি।