
*অতল ক্ষম*
মৃত্যুর কথা ভাবলে বিধি বক্ষে নামে ব্যথার ঢল,
নিদ কেঁদে হয় পরবাসী আহার খুঁজে পা যুগল।
রোজ তবু হই আশার সাথী দেখেও অকূল দরিয়া,
হয় বলে মন উজ্জীবিত ভেবে তোমার ক্ষম অতল।
*রাগের শেষে*
ঘোরে মশক করলে পোঁ পোঁ না ভেবে ’মোর মন্দ ভাল’,
পারলে শুধু হাত পা গা নয় করো তোমার সব সামাল।
আজ যদি দাও রাগের বশে হোক না কষে মারতে চড়,
দেখবে তাতে সইছে যা শোক ঘাত পেয়ে কাল নিজের গাল।
*অরূপ*
থাক না যতোই স্নিগ্ধ ছটার নীরব ধারে আবেশ খুব,
চাঁদকে কভু সই ভাবি না দেখেও অমন সরস রূপ।
তবু আমি রাত জেগে রোজ উর্ধ্ব পানেই রই চেয়ে,
দেয় বলে তার বদনখানি আমার প্রিয়ার যা অরূপ।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১৩টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর ভাবনার প্রকাশ কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
হালিম নজরুল
বাহ! সুন্দর রুবাইয়াৎ।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
খুব ভাবনাময় কবি, আমরা ক’জনই ভাবি এই পরবাসের কথা সবরেখে শুন্যহস্তে দিতে হবে পাড়ি।
অনেক অনেক ভাবনা প্রকাশ করেছেন বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
খুব সুন্দর বলেছেন মজিবর ভাই!
ভীষণ কৃতজ্ঞ থাকলাম!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
সুস্থ ও ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
আমি কঠিন কবিতা একটু কমই বুঝি।।।
শুভ কামনা ভাই।।।
বোরহানুল ইসলাম লিটন
পড়েছেন এটাই অনেক বড় পাওয়া।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
মৃত্যুর কথা ভাবলে সবকিছু কেমন জানি অবোধ, নিষ্প্রভ মনে হয়। প্রতিটি কবিতা আলাদা সৌন্দর্যে ধরা দিয়েছে কবি। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম সুন্দর মন্তব্য পাঠে!
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
হালিমা আক্তার
চাঁদ যে সই নয়, সে মোর সখা। বিনা চাঁদে আঁধার রাতে কেমনে কহিব কথা।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।