রুপা তুমি কি জানো তুমি খুব সাধারণের ভেতর অসাধারন একটি মেয়ে। তোমার ভেতর অসাধারনের অনেক কিছু আছে। সেটা তুমি নিজে ও জানো না। তোমার উজ্জল শ্যামলা মুখখানার বোকা বোকা চেহারা টা সত্যি অসাধারন। তুমি কী জানো তোমার কাজল দেয়া চোখ দুটির মায়ায় যে কেউ পড়বে।
তোমার ভেতর মুগ্ধতার অভাব নেই।
আমি জানি রুপা তুমি প্রতি পূর্ণিমাই চাঁদ দেখো। আর আমার জন্য অপেক্ষা কর।
এই টা ও জানি তুমি সেদিন নীল শাড়ী,হাত ভর্তি নীল চুড়ি,চোখে কাজল,কপালে কালো টিপ পরে জানালা দিয়ে জোছনা দেখো।
কিন্তু তুমি কোনদিন তোমার জানালা দিয়ে রাস্তার ল্যাম পোষ্টার দিকে খেয়াল করনি। আমি প্রায় সময় তোমার দেয়া হলুদ পাঞ্জাবী গায়ে পরে সেই ল্যাম পোষ্টের নিচে দাড়িয়ে থাকি তবে একটু আড়াল হয়ে থাকি যাতে তুমি না দেখো আমায়, লুকিয়ে লুকিয়ে জোছনা দেখি আর তার সাথে জোছনা আলো পড়া ঐ জানালার পাশে বসে থাকা অভিমানি মেয়ে টার অদ্ভুত সুন্দর মুখখানা ও দেখি। কিন্তু সেদিন
হটাত তোমার নজর পরলো সেই ল্যাম পোষ্টের নিচে দাড়িয়ে থাকা হলুদ পাঞ্জাবি পরা মানুষ টার দিকে…
সাথে সাথে মনে হয় তুমি বুঝে গেলে ঐ টা আমি ছাড়া আর কেউ না তুমি জানালা দিয়ে হিমু হিমু আই দাঁড়াও যেও না আমি আসছি বলে চিৎকার করছিলে আমি ও তোমার সাথে চাঁদ দেখবো চাঁদের আলো খাবো তোমার হাত ধরে নির্জন রাস্তায় ঘুরে বেড়াবো…হিমু….
তুমি নিচে নেমে দেখলে হলুদ পাঞ্জাবি পরা মানুষ টা হেটে চলে যাচ্ছে…
আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে….. তুমি হয়তো কতক্ষণ ঠাই দাড়িয়ে ল্যাম পোষ্টের নিচে আমার চলে যাওয়া দেখলে তাঁরপর হয়তো বুঝে গিয়ে ছিলে আমি আর আসবো না তুমি ও হয়তো আরো কিছুক্ষন দাঁড়িয়ে থেকে ছল ছলে চোখ ভিজিয়ে চলে গেলে ….
রুপা জানে হিমু কোনদিন দাঁড়াবে না….সে আবেগের মুখোমুখি হতে চাই না…
অসম্ভব মুগ্ধতার সামনা সামনি হতে চাই না….. সে তার মহাপুরুষ হবার চিন্তায় ব্যাস্ত।
তার বাবার স্বপ্ন পুরুন করার জন্য ব্যাস্ত। আর তাই হিমুর উপর রুপার এত অভিমান ???? মহাপুরুষ কী হতে হবে ?? এত মানুষ থাকতে তোমার কেন হতে হবে ?? না হলে কী হয়না ?? আমি জানি রুপা তুমি এই সব প্রশ্ন গুলো আমাকে বলতে চাও । আবার এই টা ও জানি আমার এই সব পাগলামির কারনে তুমি আমাকে বেশী ভালোবাসো।
কিন্তু রুপা তুমি তো জানো হিমুরা কোনদিন কোন মায়ায় জড়ায় না।
হিমুরা কোনদিন কোন মেয়ের হাত ধরে না। হিমুরা আবেগ ভালোবাসা শূন্য মানুষ।
ভালো থেকো রুপা। আর ক্ষমা করে দিয়ো।
উৎসর্গঃ এই পৃথিবীর সকল হিমুর জন্য অপেক্ষা করা রুপাদের।
২০টি মন্তব্য
তওসীফ সাদাত
হুম… পাগলামি ভালবাসাই সৃষ্টি করে, বাস্তবতায় মিলিয়ে দেয়না।
নিশিথের নিশাচর
কাউকে ভালবাসাটা পাগলামি…
কারো ভালোবাসা পাওয়াটা উপহার!!
যে আপনাকে ভালোবাসে,
তাকে ভালবাসাটা আপনার দায়িত্ব…
কিন্তু যাকে আপনি ভালোবাসেন তাঁর কাছে ভালোবাসা পাওয়াটা হচ্ছে অসাধারন প্রাপ্তি……
তওসীফ সাদাত
হুম…
লীলাবতী
হিমুরা ভালোনা , রুপাদের কাদায় (y)
নিশিথের নিশাচর
একবার বাস্তব রুপাকে পেলে এই হিমু আর কাদাবে না । কথা দিলাম।
বনলতা সেন
‘এই পৃথিবীর সকল হিমুর জন্য অপেক্ষা করা রুপাদের’
উৎসর্গ পত্রটি সুন্দর অবশ্যই ।
আপনি কি নিশ্চিত রুপারা হিমুদের জন্য অপেক্ষা করে ?
আমি কিন্তু তা মনে করি না ।
সুন্দর হচ্ছে লেখা ।
নিশিথের নিশাচর
কি জানি মনে হয় করে মনে হয় না তবে থাক অন্য একদিন বলবো।
ধন্যবাদ ভালো বলার জন্য ভালো থাকবেন।
খসড়া
রূপা অপরূপ সৃষ্টি হিমুর জন্য। ভাল লাগল আপনারক লেখা।
নিশিথের নিশাচর
ধন্যবাদ ভাই আপনাকে।
জিসান শা ইকরাম
হিমুরা মায়ায় না জড়ালেও কিছু রুপা তাঁদের জন্য অপেক্ষা করে যুগ যুগ
কিছু হিমু ফিরে আসে
কিছু আসেনা ।
সবই মায়া , কেউ হিমুতে মায়ায় আটকে যায়
আবার হিমু আটকে যায় ব্যাখ্যাতিত কোন মায়ায় ।
নিশিথের নিশাচর
আমি ও আটকে গিয়েছিলাম কিন্তু সেখান থেকে ফিরে এসেছি।
আদিব আদ্নান
রূপা অপেক্ষা না করলে ও সমস্যা দেখি না ।
নিশিথের নিশাচর
না এখন আর কোন সমস্যা নেই আমি পুরো পুরি আবেগহীন হয়ে গেছি।
প্রিন্স মাহমুদ
আমি রুপাকে ভালবাসি কিন্তু 😀
নিশিথের নিশাচর
খুব ভালো ভালোবেসে যান। ভালোবাসা পবিত্র, আর সেই পবিত্রতা রক্ষা করুন।
শুভকামনা ।
প্রজন্ম ৭১
আপনি বেশ ভালো ভাবে আবেগ দিতে পারেন লেখায় (y)
নিশিথের নিশাচর
ধন্যবাদ ভ্রাতা , এই একটু চেষ্টা তবে মনে হয় না এত টা পারি।
শুন্য শুন্যালয়
সুন্দর লেখা …:)
নিশিথের নিশাচর
ধন্যবাদ আপনাকে কষ্ট করে পড়ার জন্য।
আফ্রি আয়েশা
//হিমুরা মায়ায় না জড়ালেও কিছু রুপা তাঁদের জন্য অপেক্ষা করে যুগ যুগ
কিছু হিমু ফিরে আসে
কিছু আসেনা ।
সবই মায়া , কেউ হিমুতে মায়ায় আটকে যায়
আবার হিমু আটকে যায় ব্যাখ্যাতিত কোন মায়ায় ।// জিসানদার এই কথা গুলিই হয়ত বলতাম । দাদা বলে দিয়েছেন 🙂 ।