শেষ হয়ে গেছে একটা করমব্যাস্ত দিন …।
এখন বৃষ্টি ভেজা রাতে রাতজাগা পাখি হয়ে বসে আছি আমি …
সামনে খোলা বই …
কিন্তু পাঠ্যে আজ আমার মন নাই …
আমি দেখছি রাতকে …
আমার কানেকানে নিশুতি রাতের কত কথাই না শুনিয়ে যায় বৃষ্টির টুপটাপ শব্দ …
বোকা আমি বুঝি না কথা ,
আমি জানি না তার ভাষা …
শুধু মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে দেখি তার রূপ ……
হুম! রাতের রূপ …
কোনোদিন কি রাত জেগেছো ?
রাতের রূপ দেখেছো ?
কে বলেছে রাত কালো ?
আমি দেখছি তার রূপ …
তার রূপ সম্পর্কে আমি আর কি বা বলি …
সে যে আমার কাছে কৃষ্ণকলি …
১৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
রাতের প্রেমে পড়ছেন দেখা যায় ।
লিখতে থাকুন ।
স্বপ্নচারী
প্রেম কি বুঝিনি, আগেতো করিনি…
তবে এত তীব্র আকর্ষণ আগে অনুভব করিনি …
ধন্যবাদ আপনাকেও 🙂 …
রাতুল
রাতের পুরনো প্রেমিক বলতে পারেন আমাকে। অভিনন্দন আপনাকে রাতের সৌন্দর্য বুঝতে পারায়।
স্বপ্নচারী
আমার রাত পোহালো শারদ প্রাতে। বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে |
আপনি আর আমি শুধু না, রাতের প্রেমে পড়েছিলেন স্বয়ং বিশ্মকবি …
ধন্যবাদ আপনাকে … 🙂
খসড়া
ভাল লাগল।
স্বপ্নচারী
ধন্যবাদ … 🙂
যাযাবর
+++++++++
স্বপ্নচারী
এটার মানে কি বুঝব ভাই ??
বনলতা সেন
এখন তো দেখছি বেশি বেশি রাত জাগতে হবে ।
স্বপ্নচারী
অবশ্যই রাত জেগে দেখো দিদিভাই … 🙂
মশাই
দুদিন পূর্বে এই একই লেখাতে মন্তব্য করতে এসে আর পোষ্ট খুঁজে পাইনি, মেজাজ তখন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এখন অবশ্য শীতল হয়েছে।
লেখা ভাল লাগলো, শুভেচ্ছা জানবেন কবি।
স্বপ্নচারী
কিছু বানান ভুল থাকায় পোষ্টটা রিমুভ করে দিয়েছিলাম … দুঃখিত … 🙁
ধন্যবাদ আপনাকে … 🙂
জিসান শা ইকরাম
ভালো হয়েছে ।
স্বপ্নচারী
ধন্যবাদ ভাই … 🙂
লীলাবতী
ভালো লেগেছে খুব।
স্বপ্নচারী
অনেক ধন্যবাদ দিভাই … 🙂
স্বপ্নচারী
অনেক ধন্যবাদ দিভাই … 🙂
অলিভার
চমৎকার!!
রাতের রূপ সত্যিই সবাই খুঁজে পায় না।
শুভ কামনা থাকলো 🙂
স্বপ্নচারী
অনেক ধন্যবাদ … 🙂