রাত

স্বপ্নচারী ১৮ জুলাই ২০১৪, শুক্রবার, ০৫:০৮:০৮অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

শেষ হয়ে গেছে একটা করমব্যাস্ত  দিন …।

এখন বৃষ্টি ভেজা রাতে রাতজাগা পাখি হয়ে বসে আছি আমি …

সামনে খোলা বই …

কিন্তু পাঠ্যে আজ আমার মন নাই …

আমি দেখছি রাতকে …

আমার কানেকানে নিশুতি রাতের কত কথাই না শুনিয়ে যায় বৃষ্টির টুপটাপ শব্দ …

বোকা আমি বুঝি না কথা ,

আমি জানি না তার ভাষা …

শুধু মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে দেখি তার রূপ ……

হুম! রাতের রূপ …

কোনোদিন কি রাত জেগেছো ?

রাতের রূপ দেখেছো ?

কে বলেছে রাত কালো ?

আমি দেখছি তার রূপ …

তার রূপ সম্পর্কে আমি আর কি বা বলি …

সে যে আমার কাছে কৃষ্ণকলি …

৫৫১জন ৫৫১জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ