জানালায় চোখ পড়তেই,
অদ্ভুত ভালোলাগায় ভরে উঠলো মন!
ঘর থেকে কয়েক হাত দূরে,
নিয়ন বাতির আলোয় ঝলমল করছে-
চিরচেনা পরিচিত আমার ছোট্ট শহর।
অবাক হয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি মনে মনে,
কৃত্রিমতাও যে হতে পারে অপার সৌন্দর্যের প্রতীক
ভাবনাতেও তা আসেনি যেনো কোনোদিন।
মধ্যরাতের নিয়ন বাতির ঝলকানিতে শুধু আমার জন্মস্থান নয় আমিও হয়েছি আলোকিত।
আহ কি অদ্ভুত সুন্দর মায়াবী লাগছে আমার রাতের জন্মভূমিকে।
যেনো একবার নয় বার বার শতবার প্রেমে পড়া যায়।
এই গভীর রাতে সবার অগোচরে গোপনে চুপিসারে,
করা যায় একটুখানি প্রেমের আলাপন।
যেনো শত সহস্র বছরের তৃষিত হৃদয় তৃপ্ত হলো গভীর রাতে নিশ্চুপ মায়ায়।
২৩টি মন্তব্য
তৌহিদ
কৃত্রিমতাও মাঝেমধ্যে সৌন্দর্য নিয়ে আসে আমাদের মাঝে। কিন্তু দেখার চোখ সবার থাকেনা। এঈ সৌন্দর্য দেখার জন্য মনে প্রেম থাকতে হয়, থাকতে হয়ে অপার সৌন্দর্য।
কবিতা ভালো লেগেছে আপু।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ইঞ্জা
নিজের জন্মভূমির প্রেমে কে না পড়ে, সাথে যদি রাতের আলো সঙ্গী হয় তাহলে তো প্রেম আরও নিগুঢ় হয়।
অপূর্ব লিখলেন আপু, ভালো লাগা রইলো।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ রইলো ভাইয়া
আপনাদের আন্তরিকতায় উৎসাহিত হই বারংবার
ইঞ্জা
শুভেচ্ছা আপু
সাবিনা ইয়াসমিন
গভীর রাতের নিশ্চুপ মায়ায়
আমিও প্রেমে পড়েছি শত-সহস্রবার।
নিজের মাঝে নিজেকে হারিয়ে তুলে এনেছি একাকীত্বের প্রণয়,
অভিসারে চলেছি রাত্রির স্নিগ্ধ আহবানে…
চমৎকার, মন মাতানো কবিতায় একরাশ মুগ্ধতা ❤❤
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
আপনাদের মন্তব্যের যথাযথ রিপ্লাই দিতে সত্যি অপারগ আমি। মুগ্ধ আমি আপনাদের গভীর আন্তরিকতায়
বন্যা লিপি
গভীর রাতের মায়ায় প্রেমে পড়ি বার বার।
রাতের এ মায়া বড়ই মায়াময়।
ফিরে পাওয়া যায় নিজের কাছে নিজের। একাকী রাতের মায়া সে বড় আপন।
ভালো লাগলো রাতের মায়া।
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
উৎসাহিত করার জন্য সত্যিই কৃতজ্ঞ আমি
জিসান শা ইকরাম
গভীর নিশ্চুপ রাতের একটি আলাদা রূপ এবং মায়া আছে,
যে রূপ সবাই উপলব্দি করতে পারেন না,
যারা পারেন, তারা আপনার মত কবিতা লিখে ফেলেন।
ভালো লেগেছে আপনার অনুভব।
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
রাত আমার খুব প্রিয়। না ঘুমিয়ে কেটে দিতে পারি শত সহস্র রজনী।
রাত যতো গভীর হয় আমার ভালোলাগা ততো তীব্র হয়
চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ রইলো ভাইয়া
নীরা সাদীয়া
নিয়ন বাতির সাথে প্রেম? নতুন কনসেপ্ট। দেশাত্মবোধের বহিঃপ্রকাশ।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
প্রেয়সী মন যে কোনো কিছুতেই খুঁজে পায় প্রেমের সুখ
আকবর হোসেন রবিন
বেশ আরাম করে পড়তে পেরেছি। চলমান সময়ের কবিদের কবিতা আমি কম বুঝি। আপনার কবিতা গুলো পড়ে বুঝতেছি।
বেশি বেশি লিখুন।ধন্যবাদ।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
চাটিগাঁ থেকে বাহার
নিশুতি রাতে মনের মাধুরী মিশিয়ে অনুভূতির প্রকাশ। খুব ভালো লাগলো।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মনির হোসেন মমি
আসলে তাই গভীর রাতে মনে অনেক কিছু নাড়া দেয়। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও যে কৃত্রিম পৃথিবীকে সুন্দর লাগে তা গভীর রাতে আরো বেশী মনে অনুভুত হয়।নিশুতি রাতে দারুণ বাক্যে দারুণ কবিতা গাথুঁনি।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
আরজু মুক্তা
রাতজাগা কবি। মায়াময় কবিতা
সুরাইয়া পারভিন
রাত আমার ভীষণ প্রিয়
রাতে ঘুমিয়ে রাতের সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হতে ইচ্ছে করে না।
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
চাটিগাঁ থেকে বাহার
অনেক সুন্দর হয়েছে কবিতা। ভাল লেগেছে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়