রাতের মায়া

সুরাইয়া পারভীন ১১ অক্টোবর ২০১৯, শুক্রবার, ০৮:৪৪:৩৮পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য

জানালায় চোখ পড়তেই,
অদ্ভুত ভালোলাগায় ভরে উঠলো মন!
ঘর থেকে কয়েক হাত দূরে,
নিয়ন বাতির আলোয় ঝলমল করছে-
চিরচেনা পরিচিত আমার ছোট্ট শহর।
অবাক হয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি মনে মনে,
কৃত্রিমতাও যে হতে পারে অপার সৌন্দর্যের প্রতীক
ভাবনাতেও তা আসেনি যেনো কোনোদিন।
মধ্যরাতের নিয়ন বাতির ঝলকানিতে শুধু আমার জন্মস্থান নয় আমিও হয়েছি আলোকিত।
আহ কি অদ্ভুত সুন্দর মায়াবী লাগছে আমার রাতের জন্মভূমিকে।
যেনো একবার নয় বার বার শতবার প্রেমে পড়া যায়।
এই গভীর রাতে সবার অগোচরে গোপনে চুপিসারে,
করা যায় একটুখানি প্রেমের আলাপন।
যেনো শত সহস্র বছরের তৃষিত হৃদয় তৃপ্ত হলো গভীর রাতে নিশ্চুপ মায়ায়।

২৮৭৪জন ২৭৮৬জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ