রসালো বিনয়

বোরহানুল ইসলাম লিটন ৭ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ০৬:০৪:৫১পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

যতোই স্বার্থে হোক ছয় ঘুরে নয়,
সবই কি হৃদের সাড়া মিছে অভিনয়?
গহনে সুজন পাখি
দিয়ে শ’ যাতনা মাখি
আড়ালে ভাবলে তবু এনেছি বিজয়!
তবে কি আধারে জাগে রসালো বিনয়??

নিশীথে শ্বাপদ গেলে চুপে অভিসারে,
দোষ কি যদি সে আশা তক্ষক কাড়ে?
তা’ বলে বাদাড়ে অতি
কাঁদলে অবলা নতি
জেনেও না হলে তবু জোনাকি উদয়!
তবে কি আধারে জাগে রসালো বিনয়??

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

১৭৩১জন ১৫৭৫জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ