জোড়াসাঁকো ঠাকুর পরিবারের মাটিতে রামধনু রঙে উজ্জ্বল প্রতিভার গভীর সাগর¡
ধান ভাঙতে ভাঙতে হঠাৎ খই ¡
সোনার খনিতে হীরের জ্বলে ওঠা¡
পড়ার টেবিল ,পুকুড়পাড় বড় বট গাছ ছোট্ট রবিঠাকুর কে দেখছে ,শেখাচ্ছে
নিরবতার অগ্নিদগ্ধ পাঠ ,জ্ঞানের গুরুবাক্য¡
স্নিগ্ধ দুটো চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছে প্রকৃতি¡
পেন থেকে লেখা ঝরার আগেই চোখ ঝলসে কাব্য ¡
লক্ষণগন্ডীতেও অবাধ ভ্রমণের স্বাদ কল্পিত অন্তরে¡
পরকীয়া বাণে আহত অন্তর মন্দ তোতাপাখি সংসারে অবুঝ কামনা¡
হাঁটুর নীচে থাকা জলেও খোঁজে গভীরতার সান্ত্বনা¡
পিঠ মুড়ে ,গোঁফে, দাড়ি তে চুল রেখে তবুও বাঁচে অতৃপ্ত প্রেম শেষের কবিতায়¡
শান্তিনিকেতন এখনও আছে দুর্লভ রবীন্দ্রনাথের পদধুলি, সাদামাটা চেহারার প্রকৃত সরল সাহিত্য ¡
৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
হাঁটুর নীচে থাকা জলেও খোঁজে গভীরতার সান্ত্বনা
উপায় নায় খুজতে খুজতে জনম যাবে তবুও খুজে চলি………………।। অনত পথ
ইঞ্জা
বাহ দারুণ লিখেছেন, মুগ্ধ হলাম।
নীলাঞ্জনা নীলা
রবীন্দ্রনাথ শুধু ব্যক্তি নয়, বিশাল একটি প্রতিষ্ঠান।
যতোই তাঁকে নিয়ে ভাবি, শুধু ডুবেই যাই, ডুবে যেতেই থাকি।
সুন্দর লিখেছেন।
চাটিগাঁ থেকে বাহার
ভালো লাগলো। ধন্যবাদ।
নীহারিকা
জোড়াসাঁকো, শান্তিনিকেতন এসব যেন স্বপ্নের জায়গা।
ভালো লেগেছে আপা।
সৈয়দ আলী উল আমিন
ভাল লাগলো। সুন্দর লেখা।
অরুণিমা
সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছা