রক্তে ধোয়া আমার স্বাধীন বর্ণমালারা—
অনেকের মতে, তোমাদের নাকি অভাব পড়েছে আজকাল দুর্মূল্যের বাজারে—চারদিকে যত্রতত্র অপব্যবহার হচ্ছে তোমাদের—তাই বলে দুঃখ করো না—যে যাই বলুক না কেনো, তোমরা কি জানো না যে, আমার মতো কোটি বাঙালীর মাঝেই প্রাণবন্ত থাকবে তোমরা সতেজ উর্বরতায়—আমার প্রিয় বর্ণমালারা,আমাদের মাঝেই নাচবে তোমরা মিষ্টি সুবাতাসে—বৃষ্টিপাত ঘটাবে তোমরা চৈত্রের দুপুরে—নিশুতি রাতে জোনাকীর আলোয় ভরে থাকবে আমার আহ্লাদী বর্ণমালাগুলো—শীতের শিশিরের বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাবে আমার স্বাধীন বর্ণমালারা চেতনা দ্বীপ শিখা জ্বালিয়ে………
:
আমিতো আমার অবুঝ বর্ণমালাগুলোকে অন্তরে গোলাভর্তি করে রাখবো কড়া পাহারায়…কেননা,আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি—আমি কি ভূলিতে পারি!!!…………..
:
তাইতো সবার কাছে একটাই চাওয়া—
মাঠে ঘাটে প্রান্তরে….
বর্ণমালার চাষ করো যাও অন্তরে….
৩৭টি মন্তব্য
লীলাবতী
বর্ণমালারা ভালো নেই আপু,আমাদের দুখিনী মায়ের বর্ণমালা।আমরা অতি যত্নে তাঁদের লালন করবো,ভালবাসবো।
বর্ণমালার চাষ করে যাব অন্তরে…. (3
খেয়ালী মেয়ে
আমার কাছেও তাই হলো যে আমাদের বর্ণমালারা ভালো নেই 🙁 তাইতো চাওয়া মাঠে ঘাটে প্রান্তরে, বর্ণমালার চাষ করো যাও অন্তরে….
লীলাবতী
ছোট একটি লেখা,খুবই ভাল লেগেছে আপু।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ 🙂
স্মৃতির নদীগুলো এলোমেলো...
একটু মমতা ধরে রাখলেই হবে, বেশিকিছুর দরকার নাই…
খেয়ালী মেয়ে
হুমমমম একটু মমতা ধরে রাখলেই হবে 🙂
মারজানা ফেরদৌস রুবা
আসলেই বর্ণমালারা ভালো নেই। পথে-ঘাটে এর ভুল ব্যবহার!
সত্যি অনেক কষ্ট লাগে।
খেয়ালী মেয়ে
কিছু তথাকথিত স্টাইলিশরা বাংলা শব্দগুলোকে বিকৃত করে ফেলছে…বর্ণমালার অপব্যবহার করছে তারা..
ছাইরাছ হেলাল
আমাদের চেতনার ভাষা,
আগলে তা রাখবই।
বেশ অল্প হয়ে গেল!!!!
খেয়ালী মেয়ে
রক্তের বিনিময়ে পাওয়া ভাষা–এই রক্ত বৃথা যাবে না…আগলে রাখতে হবেই–
জিসান শা ইকরাম
একান্ত অনুভুতি ভালো লাগলো।
আমাদের বর্ণমালা আমাদের বুকের ধন
যত্নে আগলে তো রাখতেই হবে। -{@
খেয়ালী মেয়ে
হুমমম আমাদের প্রিয় বর্ণমালা, আমাদের আহ্লাদী বর্ণমালা, যত্ন করে আগলে রাখতে হবেই…
প্রহেলিকা
রক্তে ধোয়া বর্ণমালা কিন্তু প্রতিনিয়তই ধর্ষিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে কাদের দ্বারা? যাদের বর্ণমালার জ্ঞান নেই যারা অশিক্ষিত তাদের দ্বারা? না যাদের জ্ঞান রয়েছে তাদের দ্বারাই ধর্ষিত হচ্ছে আমাদের এই প্রিয় বর্ণমালা। যত্র তত্র এর বিকৃত ব্যবহার বিকৃত করে তুলছে বাংলা ভাষাকে।
কেউ কেউ তাদের ইংলিশ বর্ণমালার প্রতি প্রেম ছাড়তে পারে না, অথবা নিজেকে অতি শিক্ষিত প্রকাশ করতে একটি ইংরেজী বাক্য বাংলায় ব্যবহার করে বর্ণগুলোকেই করে তুলছে স্ববিরোধী। ইংরেজীও একটি ভাষা এবং সার্বজনীন একটি ভাষা যার জানার প্রয়োজন অবশ্যই আছে কিন্তু কখনোই নিজের ভাষাকে নীচে ফেলে নয়। কবি ঈশ্বর গুপ্ত ঠিকই বলেছিলেন আমরা স্বদেশের ঠাকুর ফেলে বিদেশের কুকুর পুজো করি।
একটি ভাষার উপভাষা থাকবেই যেহেতু অজস্র উপভাষা নিয়েই একটি ভাষা সৃষ্টি হয়ে, অনেকের ক্ষেত্রে লক্ষনীয় এই উপভাষার দোহাই দিয়ে বিকৃত করে চলছে এই বাংলা ভাষাকে। এই বর্ণমালা যে রক্তেধোয়া তা আর আমাদের মাথায় থাকে না। এমন ভাষা ধর্ষকদের আবার কিছুই বলা যাবে না, প্রতুত্তরে আসবে” দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার, ইউ শুড নট এন্টারফ্যায়ার। গো টু হেল!”
আমি বলছি না আমি সাধুবনের বাসিন্দা, আমিও তাদেরই অন্তর্ভুক্ত এবং হলফ করে বলতে পারি আমাদেরকে ছাড়িয়ে যাবে আগামী প্রজন্ম।
বেশি বলে ফেলেছি, যাইহোক সুন্দর একটি পোষ্টের জন্য ধন্যবাদ, যদিও আরো বিস্তারিত হতে পারতো।
খেয়ালী মেয়ে
আমরা স্বদেশের ঠাকুর ফেলে বিদেশের কুকুর পুজো করি-যথার্থই বলেছে কবি…..আসলে আমরা খুব বেশী অনুকরণ প্রিয় হয়ে গেছি…আর অনুকরণ করতে গিয়ে নিজেদের ইতিহাস, নিজেদের ভাষা ভুলতে বসেছি—
ধন্যবাদ আপনেকেও সুন্দর মন্তব্যের জন্য 🙂
শুন্য শুন্যালয়
যতই যত্রতত্র অন্য ভাষা ব্যবহার করুক সবাই, বাংলার প্রতি সবার অন্তরেই রয়েছে, থাকবে। ইংরেজীতে সবাই বাংলা টাইপ করতো আগে এই যেমন pori kemon acho? কারো মন ভরেনি। এখন বাংলা ছাড়া কেউ ভাবতেই পারেনা। শীতের শিশিরের বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাবে আমার স্বাধীন বর্ণমালারা চেতনা দ্বীপ শিখা জ্বালিয়ে…… সত্যিই তাই। বাংলা বেঁচে থাকুক অন্তর দ্বীপ হয়ে। খুব সুন্দর। অল্প লেখা এমন হলে বেশি লেখার দরকার নেই।
খেয়ালী মেয়ে
ঠিক তাই ইংরেজীতে অনেক বাক্যে মন ভরে না– খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছো আপু..তাই আমিও একটা উদাহরণ টানলাম যেমন i love you very much shonno apu!!! এমন বাক্যে মন ভরে না, বিরক্তিকর….কিন্তু যদি বলি আমি তোমাকে অনেক ভালোবাসি শুন্য আপু–এই ভালোবাসা অন্তত কেউ উপেক্ষা করতে পারবে না আমি নিশ্চিত 🙂
বাংলা বেঁচে থাকবে আমাদের অন্তরে…
ব্লগার সজীব
বর্ণমালা নিয়ে আপনার ছোট লেখাটি খুব ভালো লেগেছে আপু।বর্ণমালার চাষ…… নতুন শিখলাম।
খেয়ালী মেয়ে
শুধু শিখলে হবে না–অন্তরের জমি খালি থাকলে আরো বেশি করে চাষ করা শুরু করে দিন 🙂
স্বপ্ন নীলা
বর্ণমালাকে অন্তরে ধারণ করতেই হবে —
খেয়ালী মেয়ে
আমাদের প্রিয় বর্ণমালা অন্তরে তো ধারণ করতেই হবে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
তাইতো সবার কাছে একটাই চাওয়া—
মাঠে ঘাটে প্রান্তরে….
বর্ণমালার চাষ করো যাও অন্তরে…. -{@
খেয়ালী মেয়ে
মাঠে ঘাটে প্রান্তরে….
বর্ণমালার চাষ করো যাও অন্তরে… -{@
হিলিয়াম এইচ ই
দারুণ একটা পোস্ট। ধন্যবাদ আপনাকে।
মাঠে ঘাটে প্রান্তরে….
বর্ণমালার চাষ করো যাও অন্তরে…
অসাধারণ।
খেয়ালী মেয়ে
অনেক ধন্যবাদ 🙂
আদিব আদ্নান
অল্প লেখায় অনেক লেখা। এ আমাদেরই বর্ণমালা।
খেয়ালী মেয়ে
হুমমম আমাদের বর্ণমালা, আমাদের অহংকার 🙂
খসড়া
এই দেশের প্রতিটি কনা রক্ত দিয়ে কেনা।
খেয়ালী মেয়ে
প্রতিটি কনাই বড় দামী–
নীলাঞ্জনা নীলা
বর্ণমালারা আসলেই আজকে দুঃখী,আমাদের মাতৃ ভাষায় শব্দের অভাব নেই,আমরা কথা বলি বাংলা ইংরেজী যুক্ত করে।ভালো লিখেছেন খেয়ালী মেয়ে।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ আপু 🙂
মেহেরী তাজ
বর্নমালারা অবহেলায় আছে।যত্ন নিতে হবে পরী আপু।
খেয়ালী মেয়ে
হুমমমম অনেক যত্নের প্রয়েজন–
খেয়ালী মেয়ে
হুমমমম অনেক যত্নের প্রয়োজন–
ছারপোকা
বর্ণমালাকে অন্তরে ধারন করতে হবে খুব যত্ন করে ।
বেঁচে থাকবে আমাদের অন্তরে ।
খেয়ালী মেয়ে
বেঁচে থাকবে আমাদের অন্তরে–
স্বপ্ন
কত সুন্দর করে প্রকাশ করেন সব কিছু।বর্ণমালার চাষ করো যাও অন্তরে (y) -{@
খেয়ালী মেয়ে
অনেক ধন্যবাদ 🙂 -{@