
এক দেশের এক রাজা মনে
কষ্ট পেয়ে ঢের,
বললো কোথায় মন্ত্রী আপনি
উপায় করুণ বের!
ঘরে আমার তিনটি রাণী
নেইকো কোন কাজ,
তবু যেন চারদিকে রয়
ঝগড়া-ঝাটির সাজ।
সহ্য যে আর হয় না জ্বালা
ক্যামনে বাঁচাই মান!
মন্ত্রী শুনে বললো হুজুর
’কেটেই ফেলুন কান।’
আসবে না আর বিশ্রী আওয়াজ
যতোই মারুক লাথ,
আপনি দেখে বলবেন শুধু
বেশ বেশ কেয়াবাত।
শুনেই রাজা বললো খোশে
এই তো মাথার ধার!
এক্ষুণি নেন অস্ত্র হাতে
নইলে যাবে ঘাড়!
হুকুম পেয়ে মন্ত্রী রেড়ি
ভৃত্য বলে কি!
আজ অবধি রাজ তো মোদের
বিয়েই করেন নি!!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১৭টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হা হা হা — চমৎকার লেখা — সহ্য যে আর হয় না জ্বালা
ক্যামনে বাঁচাই মান!
মন্ত্রী শুনে বললো হুজুর
’কেটেই ফেলুন কান।’
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ।
হালিমা আক্তার
চমৎকার রম্য রচনা। খুব ভালো লাগলো। শুভ কামনা অবিরাম।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
রোকসানা খন্দকার রুকু
বাহ্ দারুন! মজা পেলাম। রাজা বিয়েই করেননি। এই প্রথম মন্ত্রী ঠকলো!!!
বোরহানুল ইসলাম লিটন
অফুরাণ ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
ছাইরাছ হেলাল
বিয়ে না করেই এত হ্যাপা!!
সুন্দর ছড়া।
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, অস্তিত্বহীন বিষয়ে গুরুত্ব দেয়ার চরম পরিনতি।
দারুণ রম্য।
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে মুগ্ধ হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আরজু মুক্তা
হা হা। এই হলো হবু রাজার গবু মন্ত্রী।
রম্য ছড়া ভালো লাগলো।
শুভ কামনা
বোরহানুল ইসলাম লিটন
অশেষ কৃতজ্ঞতা রইল।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন।
মনির হোসেন মমি
হা হা হা ছড়া পড়েও যে মন খুলে হাসা যায় এই ছড়াটি তার প্রমান। রাজ্যের রাজা স্ত্রীদের নিয়ে অস্থির উৎকণ্ঠায় কান কেটে ফেলার অবস্থা অবশেষে রাজা বিয়েই করেনি।অথচ মন্ত্রী প্রস্তুত তার কান কাটতে।এই হলো জ্বী হুজুর মন্ত্রী। যাচাই বাছাই নাই রাজা বললতো সব সই। দারুণ রম্য।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর ।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
ত্রিস্তান
রাজা বলে কথা। রাজাদের হুঁশ এমনিতেই একটু কমথাকে।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে মুগ্ধ।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।