আর এক উইকেট শেষ
আহা কি আনন্দ আকাসে বাতাসে – হা হা হা হা হা হা , পুরাই আউলা ঝাউলা আনন্দ
মেধাবীদের কাছে প্রশ্ন – অবসর প্রাপ্ত , প্রায় মরে মরে জামাতের গোলাম আযম এর চেয়ে বর্তমান সেক্রেটারি মুজাহিদের মুল্য জামাতের কাছে বেশী না কম ? লীগের সমঝোতা প্রক্রিয়ায় প্রধান্য পাওয়া উচিৎ ছিল কার ? মুঝাহিদ না গোলাম আজমের ? মুজাহিদকে নিয়ে জামাত সমঝোতায় রাজী হলো না কেন ? মুজাহিদ কি জামাতের সব তেতুল একা খেত ? এজন্য রাগ মুজাহিদের উপর ?
গোলাম আজমের ফাঁসী আমাদের সবার প্রত্যাশা ছিল । ফাঁসী হয়নি এর মানে এই নয়- আতাত হয়েছে । আতাতে জামাত রাজী কেন হবে ? ৫ সিটির নির্বাচনের পর জামাত এখন মহা সুখে আছে। জামাতকে কি ‘ সুখে থাকতে ভুতে কিলায় ‘ রোগে ধরেছে ?
গোলাম আযমের রায়ের পর থেকেই কিছু ছাগু পেইজ , কিছু ছাগুরা হঠাৎ মুক্তিযোদ্ধা প্রেমি হয়ে গেল । ‘লীগ আতাত করে এই রায় দিয়েছে । লীগ কোনদিন যুদ্ধাপরাধীদের বিচার করবে না , হ্যান ত্যান কতকিছু । একই ভাষা শুনি আবার কিছু মেধাবীদের কন্ঠে ।
ছাগলের ম্যা ম্যা চিৎকার স্থান কাল পাত্র ভেদে একই । রাজশাহীর ছাগল যে ম্যা ম্যা চিৎকার দেয় – আমাদের বরিশালের ছাগলও তেমনি । হয়ত কোন ছাগল একটু বড় বা ছোট । ছাগল চিনতে মেধাবী হওয়া আবশ্যক নয় ।
এটি ফেইসবুকের আমার পোস্ট থেকে নেয়া
১১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শেষ অংকের অপেক্ষায় ।
শেষ ভাল যার সব ভাল ।
জিসান শা ইকরাম
কিছু একটা তো হবেই আশাকরি ।
মিসু
ভালো লাগছে ফাসির খবর শুনে । কিন্তু ফাসি হবেতো ?
জিসান শা ইকরাম
দু একজনের হতেও পারে ।
আদিব আদ্নান
সব আনন্দ এখনই করতে চাই না ।
জিসান শা ইকরাম
সব আনন্দ এখন করতেও চাইনা 🙂
শিশির কনা
ফাঁসী আদেশ তো দেয়া হলো , বাস্তবায়ন হবে তো ?
জিসান শা ইকরাম
সবারটা সময়ের কারনে হয়ত এই মুহূর্তে হবে না । তবে আইন কে মানা উচিৎ সবার।
বনলতা সেন
আমি স্বপ্ন দেখতে চাই না ।
কঠিন বাস্তবতায় বিশ্বাস করি ।
প্রজন্ম ৭১
আমিও অনেকের কাছে প্রশ্ন করেছি আওয়ামী লীগ এবং জামাতের সমযোতা কিভাবে হবে ? কার কি লাভ এতে ? উত্তর পাইনি। বিচার প্রক্রিয়ায় আমি খুশি ।
আফ্রি আয়েশা
বিচার এর রায় আশানুরূপ হয়নি … কিন্তু যেগুলির ফাঁসির রায় হয়েছে সে গুলির রায় কার্যকর হবে কবে 🙁