একটা ব্যাপার পরিষ্কার করা দরকার।মানে অামার অবস্থান জানিয়ে রাখি। জানি অামার অবস্থান পরিষ্কার করলে কারো লাভ বা ক্ষতি হবেনা।
কিন্তু নিজের বিবেকের কাছে অন্ততো অপরাধী থাকবোনা।
১। ধর্মে গলধ, ফাক ফোকর যাই থাকোকনা কেনো,অামি শুধু কালেমা পরেই মুসলিম। ধর্মের রীতিনীতি তেমন কিছুই মানিনা, তারপরেও অামি নিজেকে একটা ধর্মের অনুসারী বলে দাবী করবো।
এটা অামার সমস্যা। ধর্মে বিশ্বাস করে অামি ঠকবো, ঠকে ঠকে নিঃস্ব হলে অামি হবো ।
অামার পক্ষে হাজার বছরের প্রথায় লাত্থি মারা স্বম্ভবনা ।
২ । বৈজ্ঞানিক এবং প্রথাগতো নিয়মে অামি পুং লিঙ্গের অধিকারী, মানে পুরুষ মানুষ ।
অামার মাঝে অন্যসব মানবীয় গুণাবলী সত্যি হোক অার অভিনয় হোক, অামি নিজেকে শুধু মানুষ মনে করে হাজার বছরের প্রথায় লাত্থি মাড়তে পারিনা।
অামি অতটা উদার হতে পারবোনা । ক্ষমা করবেন । তেমনি নারী নামে একটা অস্তিত্ব আছে সেটাও ভুলতে পারবোনা ।
৩ ।অামি বানর থেকে হই বা এমিবার সংস্করন হই বা বিবর্তনের ফল হই, অামি বিশ্বাস করি কেউ একজন অামায় সৃষ্টি করেছে। অামি নিজেকে মানুষের দলভুক্ত ভাবতেই স্বাচ্ছন্দ বোধকরি । মা’র গাযের গন্ধ, ওমের জন্য অাপনাদের বির্বতনের ফর্মূলা বা সকল যুক্তিকে অগ্রায্য করি ।
নতুন করে কিছুতে জড়িয়ে অামি সমাজে,পরিবারে অশান্তি সৃষ্টি করতে অপারগ ।
বরং যেসব মতবাদ (অাপনাদের কথানুযায়ী, ভুলে ভরা, অবৈজঞানিক) বিদ্যমান অাছে সেসবের পিরিচর্যা, পরিমার্জন এবং উন্নয়নে অংশিদার হতে প্রস্তুত ।
৪ । অামি অাপনাকে অাপনার মতো থাকতে দিলাম(অাপনার মত প্রকাশে অামার কোনো দায় নেই, বাধা নেই, অাপত্তি নেই), দয়া করে অামাকে অামার মতো থাকতে দিন ।
৫ । অামি আপনি মত প্রকাশ করলে যদি কেউ একজন খুন হই ,একে অপরের পাশে দাড়াবো । রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে অধিকার আর হত্যার বিচার চাইবো।
৮টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এটা কি এবং কেনো পোষ্ট করলেন বুঝতে পারিনি।বিশেষ করে সামু ব্লগ
Imon
আমি নতুন শুরু করেছি ,ঠিক বুঝে উঠতে পারতেছিনা। আশা করি পাশে থেকে সাহায্য করবেন .
ধন্যবাদ .
[[হ্যাঁ সামুতেও আমার একটা আইডি আছে . ফেরেশতা বলছি নামে।]]
সঞ্জয় কুমার
ফেরেশতা বলছি । আইডি কি আপনার ? নাকি উনার লেখা কপি করেছেন ? যা হোক ভালো থাকবেন ।
Imon
আমি নতুন শুরু করেছি ,ঠিক বুঝে উঠতে পারতেছিনা। আশা করি পাশে থেকে সাহায্য করবেন .
ধন্যবাদ .
[[হ্যাঁ সামুতেও আমার একটা আইডি আছে . ফেরেশতা বলছি নামে।]]
ব্লগ সঞ্চালক
নীতিমালা পড়ে পোষ্ট করুন
https://sonelablog.com/tac
ইমন
ধন্যবাদ 🙂
লীলাবতী
বুঝলাম আপনার লেখা।কিন্তু নীচের কিছুই বুঝলাম না।
২ বার পঠিত ০ ০
০টি মন্তব্য ০টি উত্তর
আপনার মন্তব্য লিখুন
কি বোর্ড বেছে নিন:
ভার্চুয়াল ফোনেটিক ইউনিজয় বিজয়
ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
আপনি এখানে সামুর লেখার লিংক দিয়েছেন।সোনেলার এই লেখার লিংক কি সামুতে দিয়েছেন? সামুর লেখার লিংক কেন দিলেন?আর সোনেলার লেখার লিংক সামুতে কেন দিলেন না,জানতে মন চায়।
ইমন
আসলে সময় পাচ্ছিনা তাই। সামুতে আর সুনেলাতে একি সাথে এক লেখা কপি পেস্ট করে দিয়ে দিছি . সময় পেলে সব ঠিক করে নিব .
যাই হক , ধন্যবাদ। আর আশা করি এভাবে পাশে থাকবেন।