যার ছায়া পড়েছে, মনেরও আয়নাতে-
সেকি তুমি নও, ওগো তুমি নও-
হৃদয়ে আমার সুরেরও আবেশ, ভরিয়ে দিলে গো-
তুমি কী গো ছবি হয়ে থাকবে-
কখনও কী নাম ধরে ডাকবে-
তুমি মোর অন্তর, ক্ষয়ে ক্ষয়ে যেনো যায় না-
চুপি চুপি কেনো তুমি চাও গো-
ধরা যেনো দেয় কোন ডাগর-
মন চোর তুমি মোর ,গানে গানে কিছু বল না-
কিছু গান আছে মাঝে মাঝে অজান্তে গুনগুনিয়ে গেয়ে উঠি, গাইতে না পারলে যা হয় আরকি—তারপর দেখা যায় সে গানটা সারাক্ষণই মাথার মাঝে একধরনের তোলপাড় পাকানোতে মত্ত থাকে—মনের মাঝে গানটা নিয়ে এতোটাই তোলপাড় শুরু হয় যে, দেখা যায় ৩/৪দিন ননস্টপ সেই গানটাই গুনগুনাচ্ছি—গুণগুনাতে গুনগুনাতে দেখা যায় গানটার বারোটা/তেরোটা বাজানোর জন্য গানের লাইনগুলো এডিট করে ফেলি নিজের মতো করে—এরপর তোলপাড় তোলা ভালো লাগা যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন দেখা যায় সে গানটা চিৎকার করে ভ্যাঁ ভ্যাঁ করেও গাইছি—এই হচ্ছি আমি, প্রায়শ আমি এভাবেই গান শুনি 🙂
আমার ভ্যাঁ ভ্যাঁ শুনতে চাইলে এখানে ক্লিক করুন।
ভালো থাকবেন সবাই, সবসময়…..
(খেয়ালী মেয়ে)
৬৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ভাই, ভ্যাঁ ভ্যাঁ শুনতে চাই, কিন্তু বাজাতে পারছি না কেন!!
ছাইরাছ হেলাল
শুনতেই আছি, ভাই।
খেয়ালী মেয়ে
যাক ভ্যাঁ ভ্যাঁ সহ্য করার ধৈর্য্যে আছে বুঝা গেলো 🙂
মেহেরী তাজ
আচ্ছা শেষ ছবিটাও কি গুগোল মামার কাছে পাওয়া নাকি অন্য কারর????
চেষ্টা করে দেখি আপনার ভ্যা ভ্যা শুনতে পাই কি না।
মেহেরী তাজ
পরী আপু আমি আপনার গানের প্রেমে পরে গেছি। কেউ পারলে আমায় টেনে উঠাক না পারলে নাই।
খেয়ালী মেয়ে
শেষ ছবিটা আমার আইডি থেকে নিয়েছি 🙂
যেখানে পড়েছো থাকো না, টেনে উঠানোর কি দরকার :p
মেহেরী তাজ
আপু এখন টেনেও কেউ তুলতে পারবে না। আমার হাতে পায়ে শক্তি নাই। পুরাপুরি ঘোরের মধ্যে আছি। আজ দিনে অন্তত দশ বার শুনেছি আপনার গান।
খেয়ালী মেয়ে
কি বলো 😮 আর শুনতে যেয়ো না প্লীজ, আমি চাই না এত্তো তাড়াতাড়ি তোমার মাথাটা আউলাইয়া যাক
মেহেরী তাজ
এখন আর বলে লাভ নাই। মাথা তো আউলায়ে গেছেই।
আগামী এক সপ্তাহ অন্তত চলবে। এবং লুপ এ।
অন্য ভালো গান খুজছি রিপ্লেসমেন্টের জন্য পাচ্ছি না। 🙁 ^:^
খেয়ালী মেয়ে
মাথা ঠিক হলে জানাইও :p
ব্লগার সজীব
আপু অসাধারণ এক পোষ্ট হয়েছে।গানের কথার সাথে ছবি মিলিয়ে পোষ্ট দেয়া সহজ কাজ নয়।
আমাদের পরী আপু আজ আকাশ হতে সোনেলায় নেমে এসে নিজেই গান শুনিয়ে গেলেন 🙂
খেয়ালী মেয়ে
আমাদের পরী আপু আজ আকাশ হতে সোনেলায় নেমে এসে নিজেই গান শুনিয়ে গেলেন—–লাইনটা মনে ধরেছে 🙂 ধন্যবাদ অনেক….
ব্লগার সজীব
গান শুনতে শুনতে মুখস্থ করিয়ে ছাড়লেন আপনি।পরী আপুটার এত গম্ভীর হয়ে বসা লাগবে কেন?মুখে একটু হাঁসি দিলে কি এমন হতো? 🙂
খেয়ালী মেয়ে
আমি কি একবারও বলেছি মুখস্থ করতে :@
হাসিটা একদম সুন্দর না,তাইতো এই কঠিন সত্যিটা লুকানোর জন্য ভাব ধরেছি 😀
আবু খায়ের আনিছ
আমার কথাগুলোই দেখি সজিব ভাই বলে দিয়েছে। কোন মন্তব্য নাই তাহলে। মন্তব্য আগেই চুরি হয়ে গেছে।
খেয়ালী মেয়ে
আপনার মন্তব্য চুরি হয়ে গেছে জেনে আনন্দিত হলাম 🙂
অরণ্য
:c (y)
আরও শুনতে চাই। আরও।
অরণ্য
বেশ দরদ দিয়ে গেয়েছেন যেন আপনাকেই পুরোটা পেয়েছেন গানটায়! গান এমনই গাইতে হয়। আমিও বুকিং দিতে চাই একটা গানের। আর তখন দেব আরেকটা… এভাবেই চলুক। (y)
“নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায়… “। 🙂
খেয়ালী মেয়ে
সবাই দেখি ভালোই ভ্যাঁ ভ্যাঁ সহ্য করতে পারে 🙂
অরণ্য
আপনার গানটা আবার শুনছি এখন। কেউ যদি কমার্শিয়াল ভ্যালু খোঁজে গানটির তাহলে হবে না। গানটির মজা হলো গানটি আপনি যেন শোনাচ্ছেন সোনেলা আঙ্গিনায় এই পরিবারের সদস্যদের যাদের আপনি অনেক আপন করে ভাবেন বা পান। কাজেই এই গানের মজা আলাদা। ভাল লাগবেই কারণ এতে অনেক ভালবাসাও জড়িয়ে আছে।
আর আপনি তো মনে হচ্ছে ইমোশনে ভাসছেন কিংবা ডুবে আছেন। গ্রেট। (y)
খেয়ালী মেয়ে
অনেক ধন্যবাদ 🙂
এমন মন্তব্যে সত্যিই উৎসাহ পাই অনেক 🙂
সীমান্ত উন্মাদ
ছবির সাথে মিলিয়ে গানের কথাগুলো বেশ লাগলো পোষ্টটি। কিন্তু……… আপনার গান শুনে তো ফিদা হয়ে গেলাম। গানটা কিন্তু চমৎকার হয়েছে, এরকম গান আরো চাই। পরের গানটা যেন নীল আকাশের নিচে ছবিরঃ নীল আকাশের নীচে গানটি হয়।
আর আপনি যেহেতু একটা গান উপহার দিলেন গেয়ে আমাদের, তাই আপনার জন্যঃ
সীমান্ত উন্মাদের তরফ থেকেঃ
ও সখিনা গেছোস কিনা
ভুইলা আমারে, আমি এখন খবর বেচি
কিনে টেলিভিশন চ্যানেলে। হা হা। :p (নিছক ফান এইটুকু)
তবে আবারো বলছি গানটা কিন্তু আপনি চমৎকার গেয়েছেন, বহুবার শুনছি, শুনতেই আছি।
খেয়ালী মেয়ে
ফিদা হয়েছেন জেনে আনন্দিত 🙂
ফানটাও ভালো লেগেছে..ধন্যবাদ 🙂
নীলাঞ্জনা নীলা
আমি তো ফিদা হয়ে গেলাম তোমার গানের গো ও পরী আপু। আবার কবে শুনবো?
তাড়াতাড়ি চাই আরোও গান।
লাভ ইয়্যু -{@ (3
খেয়ালী মেয়ে
ফিদা হয়েছো জেনে আনন্দিত 🙂
ইশশশশশ্ সোনেলায় না আসলে তো জানাই হতো না ভ্যাঁ ভ্যাঁ ও মানুষের ভালো লাগে 🙂
নীলাঞ্জনা নীলা
ভ্যাঁ ভ্যাঁ কান্না কারা করে বলো তো বাচ্চারা? ওদের কান্না আহ্লাদী।
তুমি যে আমাদের আহ্লাদী আপু। আরো শুনবো, নইলে আমি কিন্তু চিৎকার করে কাঁদবো ;(
খেয়ালী মেয়ে
কিছু কিছু মানুষকে কান্না করলেও খুব সুন্দর দেখায়-আমার মনে হয় তুমিও এই দলেই পড়বা আপু 🙂
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহাহা… :D)
\|/
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অতি সুন্দর ভাবেই পুরনো দিনের একটি গানকে নতুন করে সামনে আনলেন।সত্যি কন্ঠের সাথে পোষ্টের চমৎকার উপস্থাপনা।এ্যালবাম বের করেছেন?যদি বের করেন সোনেলাকে নিয়ে একটি গান রাখবেন। 🙂 🙂
খেয়ালী মেয়ে
এ্যালবাম?–তাও আবার আমার ;? লজ্জা পেলাম…
ইমন
আপনি কিন্তু ভালো গাইতে পারেন। :c ক্রাশ। :p আপনার সূরের উপরে (3
খেয়ালী মেয়ে
ধন্যবাদ 🙂
লীলাবতী
পরী তোমার গলায় তো খুব আবেগ।এত আবেগ দিয়ে গাও কিভাবে?আর পোষ্টের কথা কি বলবো,এক কথায় অসাধারণই বলি। -{@
খেয়ালী মেয়ে
লীলা আপু আগের একটা পোস্টে বলেছিলাম, “আমি খুব আবেগী একটা মেয়ে, আর আমার মায়ের ভাষ্যমতে, এই আবেগই একদিন আমার জন্য কাল হয়ে দাঁড়াবে”…..আবেগ জিনিসটা আমার সবকিছুতেই কাজ করে…………
জানি না এই আবেগ কবে আমার পিছু ছাড়বে 🙁
ধন্যবাদ তোমাকে অনেক -{@
লীলাবতী
একদম শেষের ছবিটির দিকে তাকিয়েই আছি।এত কিউট কেন ছবির মেয়েটি? (3
খেয়ালী মেয়ে
আরে তাইতো, মেয়েটা এত্তো কিউট কেনো :p (3
জিসান শা ইকরাম
সোনেলায় দেখি পরীর লাইভ গানের প্রগ্রাম
পরীর নিজের কন্ঠে গান আপলোড করে পোষ্ট দেয়া,সোনেলায় এটি নতুন সংযোজন
এটি আরো চলুক…………
মুগ্ধ হয়ে গান শুনলাম ও দেখলাম।
খেয়ালী মেয়ে
অনেক ধন্যবাদ জিসান ভাইয়া 🙂
শুন্য শুন্যালয়
এ কন্ঠ আমার অনেক অনেক চেনা 🙂
ছায়া ছায়ার ছবিগুলো দেখে আমার মন উদাস হয়ে গেলো, আর এই বালুচুড়ি কন্ঠ, আহা !!
আরো আরো চাই, আমি পিপাসিত। 🙂
খেয়ালী মেয়ে
কন্ঠটা তাহলে মনে রেখেছো 🙂
এমন পোস্ট নিয়ে সামনে আরো আসবো, আপাতত পানি খেয়ে পিপাসাকে গুডবাই জানাও 🙂
শুন্য শুন্যালয়
এ কন্ঠ কি কেউ ভোলে? খোলা হাওয়া বলে কথা। এ পিপাসা পানিতে মিটবেনা গো। তুমি জলদি ফিরে আসো সুর নিয়ে। -{@
খেয়ালী মেয়ে
ভালো কথা মনে করিয়ে দিলে-মন মতো ছবি ফেলে নেক্সট টাইম খোলা হাওয়া নিয়ে আসবো 🙂
শুন্য শুন্যালয়
ছবি পাবেই। তোমার ছবি মেলানো বেশ হয়। রেকর্ডটা আছে আমার কাছে। লাগলেই হাত উঠিয়ো। আর তুমি কোন কাননের ফুলের কি হবে? খোলা হাওয়াই সই, এটা অসাম ছিল।
খেয়ালী মেয়ে
তুমি কোন কাননের ফুল, খোলা হাওয়া-যা যা আমার গলায় খেলে সবকিছুকেই চুপিচুপি সোনেলায় নিয়ে আসবো 🙂
মরুভূমির জলদস্যু
বড়ই সুন্দর্য হইছে। -{@
খেয়ালী মেয়ে
ধন্যবাদ..
মিথুন
দেরী করে আসায় সুবিধা হচ্ছে, আপনার গানটি অনেকবার শুনে তবেই এসেছি 🙂 কি দারুন কন্ঠ আপু। আমিও এখন নিয়মিত এগানে কদিন ধরে ভ্যাঁ ভ্যাঁ করছি। তবে আমার আশেপাশে যে থাকছে আমাকে থেমে যেতে বলছে বারবার 🙁
খেয়ালী মেয়ে
আপনার আশেপাশের মানুষগুলো দেখি সব পঁচা 🙂
অরুনি মায়া
ছবি গুলো নিশ্চুপ থেকেও বলে গেল বহু কথা 🙂
খেয়ালী মেয়ে
ধন্যবাদ -{@
রাসেল হাসান
আচ্ছা , এতো সুন্দর গান কিভাবে? আমি সত্যি বিস্মিত!
খেয়ালী মেয়ে
🙂
নীলাঞ্জনা নীলা
ও পরী আপু কোথায় তুমি?
খেয়ালী মেয়ে
এইতো আমি আপু,এখনো হারায়নি কোথাও 🙂
শুন্য শুন্যালয়
গান শুনতে চাইইইইইইইইইইইইইইইই।
খেয়ালী মেয়ে
আমিও যে কত্তো কিছু চাইইইইইইইইইইইইইই (3
ছাইরাছ হেলাল
আম্মো চাই!!!
খেয়ালী মেয়ে
আমিও চাইইইইইইইইইইইইইইইইইইই 😀
নুসরাত মৌরিন
আমার কানে তো গান বেজেই যাচ্ছে।
এমন দারুন পোস্ট সাথে গান!! পাগল করে দিবেন দেখছি!!
আচ্ছা আমি এখানে এসেছিলাম,জানতে ড্যামিশ ভাইয়ার খোঁজ।এখন নিজেই ফিদা!! :p
যাহোক পরী আপু,অনেক অনেক অনেক শুভকামনা।
ঠিক আমার আকাশটার সমান। সবসময় ভাল থাকুন। যার ছায়া মনে পড়েছে।আজীবন তাকে নিয়ে খুব খুব খুউব সুখী হোন।
আজ পৃথিবীর সব ফুল আপনাকে দিলাম…। -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
খেয়ালী মেয়ে
ভালোবাসার বিনিময়ে ভালোবাসায় দিতে হয় (y) -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
শুন্য শুন্যালয়
পরী, মিস করছি তোমাকে। -{@
খেয়ালী মেয়ে
(3 -{@
ব্লগার সজীব
এই পোষ্ট দেয়ার পরে প্রায় একবছর হয়ে গেল। এমন যার সৃষ্টিশীলতা তিনি যদি আর পোষ্ট না দিয়ে আমাদের বঞ্চিত করেন, তাতে আমাদের হতাশা আর কষ্টই বৃদ্ধি পায় আপু। খুব আন্তরিক ভাবে চাচ্ছি আপনি আবার নিয়মিত হোন। -{@
খেয়ালী মেয়ে
জ্বালাতন করার জন্য আবার ফিরে এলাম 😀
ব্লগার সজীব
আমরা সবাই জ্বালাতন ভালবাসি 🙂
খেয়ালী মেয়ে
আমিও 🙂
শাওন এরিক
ওয়াও! 🙂 ভারি মিষ্টি গলা!!!
খেয়ালী মেয়ে
থ্যাঙ্কু 🙂