যতটুকু চাও পাবে ❣

মিথুন ২৭ নভেম্বর ২০১৩, বুধবার, ০৪:৪৬:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৪ মন্তব্য

ভালোবাসা দেবো ঠিক যতটুকু চাও তার একটু কম,
এই কমটুকু আমার না পারা,
এই কমটুকু আমার অশান্ত ভালোবাসায় মেশানো কিছু কস্ট;
ভালবাসা দেবো ঠিক যতটুকু চাও ততটুকু,
পারবে কি এ রঙ বেরঙের কষ্টগুলো তোমার করে নিতে ?

আমার মনের জমিন পুরোটাই তোমার,
ইচ্ছে মতোন লাঙ্গল চালাও,
খুড়ে ফেলো এলোমেলো; নতুন করে আল বানাও,
তবু যদি ভূমিকম্প হয়ে আসি কোনদিন,
পারবে কি সে কাঁপনে আমার আগল ধরে রাখতে ?

তোমার তাপে আমার শীতলতা সবটুকু তোমার ,
হতে পারি ঝুমঝুম বৃস্টি,
হতে পারি মৃদু বাতাসে তোমার একটু একটু কেঁপে যাওয়া
তবু যদি শীতল হতে হতে কোনদিন শিলাবৃষ্টি হয়ে যাই,
পারবে কি চোখে মুখে কিছু ক্ষতের চিহ্ন ধরে রাখতে ?

বিঃদ্রঃ আমার এই আউলাঝাউলা  সমস্ত লেখা শুধু স্বপ্নের জন্য, অনিচ্ছাকৃত ভাবে কারো সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নহে  🙂

৫৮৫জন ৫৮৪জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ