ভালোবাসা দেবো ঠিক যতটুকু চাও তার একটু কম,
এই কমটুকু আমার না পারা,
এই কমটুকু আমার অশান্ত ভালোবাসায় মেশানো কিছু কস্ট;
ভালবাসা দেবো ঠিক যতটুকু চাও ততটুকু,
পারবে কি এ রঙ বেরঙের কষ্টগুলো তোমার করে নিতে ?
আমার মনের জমিন পুরোটাই তোমার,
ইচ্ছে মতোন লাঙ্গল চালাও,
খুড়ে ফেলো এলোমেলো; নতুন করে আল বানাও,
তবু যদি ভূমিকম্প হয়ে আসি কোনদিন,
পারবে কি সে কাঁপনে আমার আগল ধরে রাখতে ?
তোমার তাপে আমার শীতলতা সবটুকু তোমার ,
হতে পারি ঝুমঝুম বৃস্টি,
হতে পারি মৃদু বাতাসে তোমার একটু একটু কেঁপে যাওয়া
তবু যদি শীতল হতে হতে কোনদিন শিলাবৃষ্টি হয়ে যাই,
পারবে কি চোখে মুখে কিছু ক্ষতের চিহ্ন ধরে রাখতে ?
বিঃদ্রঃ আমার এই আউলাঝাউলা সমস্ত লেখা শুধু স্বপ্নের জন্য, অনিচ্ছাকৃত ভাবে কারো সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নহে 🙂
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
অত্যন্ত আবেগ পূর্ণ লেখা
ভালো থাকুন আপনি ও আপনার স্বপ্ন -{@
মিথুন
শুভকামনা র জন্য ধন্যবাদ ভাইয়া.
লীলাবতী
” আমার মনের জমিন পুরোটাই তোমার,
ইচ্ছে মতোন লাঙ্গল চালাও,
খুড়ে ফেলো এলোমেলো; নতুন করে আল বানাও, ” ………… পংক্তিগুলো মাথায় গেথে রাখলাম । এমন ভালোবাসায় আপনার স্বপ্ন ধন্য হবেন। এমন আবেগ পূর্ণ কবিতা ভালো লাগবেই সবার -{@ (3
মিথুন
ভালো লেগেছে বলে ধন্যবাদ আপু. মন্তব্য করলে ভালো লাগে.
মা মাটি দেশ
আবেগী প্রেম খুব ভাল লাগল (y)
মিথুন
আমারও খুব ভালো লেগেছে আপনার মন্তব্য পড়ে.
নীলকন্ঠ জয়
বেশ বেশ ধন্যি হলো স্বপ্ন… :c
মিথুন
বুঝতে পারতেছিনা. এখনো কোন সাড়াশব্দ পাইনি.
বাংলার কথা
ভালবাসা নিয়ে অনেক আবেগ গন কথা , ভালো লাগলো ।।
মিথুন
ধন্যবাদ বাংলার কথা. ভালো থাকুন 🙂
ব্লগার সজীব
লেখায় এত আবেগ দেন কিভাবে ? স্বপ্নের ভাগ্যে হিংসা করি। আমার এমন কেউ নাই 🙁
মিথুন
স্বপ্ন ও খুব হিংসুটে. এই মন্তব্য পড়লে আপনাকে হিংসা করবে 🙂
আহারে আপনার কেউ নেই?
খসড়া
এলো মেলো লেখা এলো ঝেলো ভাবেই ভাল লাগলো।
মিথুন
আপনার এলোঝেলো মন্তব্য আমারও এলোমেলো ভাবে ভালো লাগলো 🙂