পৃথিবীর চেনা মানুষগুলো যখন হয়ে যাবে অচেনা
মমি নামে কেউ আর তখন ডাকবে না,
ক্ষমা করে দিও আমি আর আসতে পারবনা।
যখন আমি থাকবনা
থাকার ইচ্ছের ইন্দ্রিয়গুলো হয়ে যাবে যখন অসার
সুন্দর ধরণীতে আমাকে রাখে সাধ্য আছে কার
হয়তো অপেক্ষমান অনন্তকালের ভিন্ন কোন জগৎ-সংসারের।
যখন আমি থাকবনা
চাইব না আর জম্মদাত্রীর মমতার আচলেঁর ছায়া,
প্রিয়তমার অতৃপ্ত রোমান্টিক আদরেরঁ ছোয়াঁ
বেলা শেষে নিবীর বন্ধনে বন্ধুর চায়ের আড্ডায়।
যখন আমি থাকবনা
কবর দিও আমায় পিতার কবরের পাশে
থাকি যেন পাশাপাশি অবসর হয় ফের পিতৃ সেবার
কেদোঁ না মা,
আছিতো পিতা-পুত্রের সংসারে মহা সূখে।
যখন আমি থাকবনা
জানি,সবই জানি দীর্ঘ্যায়ু মায়ার সংসারে
তিন দিনেই আমি হয়ে যাবো পর
ভূলেও কেউ মনে করবে না আমায়,যখন আমি থাকবনা।
যখন আমি থাকবনা
জগৎতের রঙ্গীন পর্দায় আমি এক অভিনেতা
কয়েক ঘন্টার দৃশ্যে আমি মহান আমিই নেতা
দৃশ্যের আড়ালে খুজবেনাঁ কেউ কোথায় আমার ব্যাথা।
যখন আমি থাকবনা
দুষ্টু ইন্দ্রিয়ের তাড়নায় পাইনি সময়
ইচ্ছে অনিচ্ছায় করিনি প্রার্থনা স্রষ্টার গুণ গান
শেষ বেলায় হায় জীবন চলে যায় শূণ্যের কোটায়।
যখন আমি থাকবনা
পাপ পূণ্যের হিসাবের খাতায় পাপ যে হলো ভারী
পূণ্যের তরে বাড়িয়েছি দু’বাহু,সময় বলে যাই যাই
স্বর্গীয়তে পূণ্যের পাল্লা ভারী যে চাই।
যখন আমি থাকবনা
কেউ মনে রাখুক আর নাই রাখুক তোমার পূণ্যের কৃর্ত্তী
তোমাকে দিবেনা ভূলতে সময় অসময়ে তুমি রবে
মানুষের মাঝে মানুষের সূরা সূরে।
যখন আমি থাকবনা
ভাবব তখন এসেছে একজন
ধরিয়াছে হাত বাংলার ভঙ্গুর তরবার
দূমড়ে মূচড়ে ভেঙ্গে দিবে ঘূণে ধরা সব নোংরা রাজনিতীর
জ্বলন্ত জঙ্গল,তখন হয়তো বা আমি থাকবনা।
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনি আমি এখানে না থাকলেও রাজনীতি থাকবে বহাল তবিয়াতে ।
মা মাটি দেশ
হ্যা ভাই যাওয়ার ভাল কিছু দেখতে চাই।ধন্যবাদ।
নীহারিকা
আমি যখন থাকবো না…সবই থাকবে, শুধু আমি থাকবো না।
মা মাটি দেশ
আপনিও থাকবেন যদি কর্ম হয় উজ্জল দেশমাতৃর তরে। -{@ \|/ (y)
লীলাবতী
মাটি ভাইয়া অলরাউন্ডার। কবিতা ভালো লেগছে।
মা মাটি দেশ
ধন্যবাদ লীলাবতী আপু -{@ (y)
প্রহেলিকা
(y)
পেন্সিলে আঁকা পরী
ভালো লাগল।
শুন্য শুন্যালয়
আমি থাকি বা না থাকি, তবু সবকিছু ঠিক হয়ে যাক একদিন…
কেউ না কেউ মনে তো রাখবেই ভাইয়া…
সুন্দর কবিতা… -{@
মা মাটি দেশ
ধন্যবাদ আপু -{@ (y)