
কই সোনার তিড়িবিড়িং পুঁটি রাজের লাফ,
মলা মাছ ভাসতে দেখে মাছরাঙা দেয় ঝাঁপ।
কাঁকড়ার চিমটি খেয়ে টাকির করুন হাল,
ঢেলা বাবুর রাগ দেখে ব্যাঙ ফুলায় গাল।
শিং মাছের ভাবখানাতে ক্ষুদ্ধ বাবু শোল,
ঐ রাজ্যেতে সাপ যত পাকায় গন্ডগোল।
টেংরার নীরবতায় চুপসে গেল বোয়াল,
চিংড়ির নাচন দেখে টেপা বাকায় চোয়াল।
কাইকার চোখ টিপেতে পাগল মাগুর ভাই,
মৎস বিলের সুখ ঘাঁটিতে দুঃখ পায়না ঠাঁই।
৯টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
বাহ্ দারুন কবিতা। আসলেই মাছেরা অনেক সুখেই কাটায়, দুক্খ তাদের ছোঁয় না।
শুভ কামনা রইল।
শামীনুল হক হীরা
একদম।। ধন্যবাদ সতত।
সুপর্ণা ফাল্গুনী
আপনার চমৎকার ছন্দের কবিতায় মাছের নামগুলো ঝালাই হয়ে গেল। ধন্যবাদ আপনাকে। এমন কবিতা আরো চাই। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
শামীনুল হক হীরা
অবশ্যই চেষ্টা করব প্রিয়।ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
ছড়ার মত সুন্দর কবিতা, মাছ নিয়ে লেখা , পড়তে খুব লাগল।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত।
আরজু মুক্তা
ছন্দময় মাছ নিয়ে লেখা কবিতা ভালো লাগলো।
শামীনুল হক হীরা
অনেক ধন্যবাদ
পপি তালুকদার
দারুণ মজা পেলাম! অনেক ভালো লাগছে কবিতা টি।
অনিঃশেষ শুভকামনা রইলো।